ROHAN KHAN SHANU

ROHAN KHAN SHANU মানুষজন যতোটা আপন সাজে,তারা ততোটাও আপন না ...!

20/03/2024

শীত বিদায় নিতে চাইছে না। গ্রীষ্ম জোর করে এন্ট্রি নিতে চাইছে। বসন্ত অ প মানিত হয়ে এক কোণে পড়ে আছে। বর্ষা রোজ সন্ধ্যায় একবার করে থ্রেট দিয়ে যাচ্ছে। এটা কি ওয়েদার না যাত্রাপালা?

16/03/2024

নিজে থেকে খোঁজ নেয়া, যোগাযোগ রাখা বন্ধ করে দিন। খুব দ্রুতই অনুভব করতে পারবেন- পরিবার ছাড়া মূলত আপনার আপন কেউ নাই। বাহিরে বের হলে আপনি সত্যিকার অর্থে একা।

14/03/2024



জীবন হলো অলিখিত বোঝাপড়া!
মেনে নিলে ভালো,নয়তো জীবন ছন্নছাড়া!❤️

10/03/2024

আমি কারো বাড়িতে ঘুরতে গেলে, the most awkward question so many peoples ask "কিছু খাবা? কিছু বানিয়ে দিব?" আরে ভাই আমি কি তোমাকে বলব নাকি যে "হ্যাঁ হ্যাঁ, খাব খাব, বিরিয়ানি বানায় দাও, মাংস বানায় দাও"
আমি তো guest খাব না কেন, কি আজব! 🙂

10/03/2024

শখের বয়সে যারে মনে ধরলো, তারে কপালে ধরলো না!'🖤

09/03/2024

একটু আগে একজন মেসেজ দিছে "খাওয়া শেষ হইলো?''
আচমকা অপরিচিত মানুষের এমন মেসেজ পেয়ে অবাক হলাম।
কনভারসেশনে গিয়ে দেখি গতবছর এই মেয়ে মেসেজ দিছিলো "আপনার সাথে একটু কথা ছিলো।"
আমি বলছিলাম, "খাওয়া শেষ করে নক দিচ্ছি।" 🥲

09/03/2024

কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচন্ড ইচ্ছে হলে তাকে মেসেজ করলে যদি সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাটাই ভালো।

সবার পছন্দ আর ভালো লাগা তো এক নয়। তুমি যাকে আপন ভাবছো, সে হয়ত তোমাকে মনেই রাখে না!'🙂

09/03/2024

লাইফে একটা হাবাগোবা,ভালো মনের ফ্রেন্ড থাকা টা খুব ই সৌভাগ্যের ব্যাপার,এই হাবাগোবার মনে কোনো প্যাচ থাকেনা,সে অন্য ফ্রেন্ড বানায় না,ছেড়ে যায় না। এই টিউবলাইট টা সবকিছু দেরিতে বুঝার কারনে বিরক্ত লাগলেও এই টিউবলাইট টা রেই ভাল্লাগে!❤️

09/03/2024

আপনি যার জন্য নিজেকে সবচেয়ে সুখী মানুষ ভেবেছিলেন, সে হয়তো আপনার সুখটা কেড়ে নিয়ে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে!!

মানুষ যাচাই করতে ভুল করবেন না "অতি আবেগী হয়ে ভালোবাসতে যাবেন না"খুব কাছে যাবার আগে ভাবুন, যার কাছে যাচ্ছেন সে আপনার মানুষিক অশান্তির কারণ হবে না তো..!!

সমুদ্র 🤎
09/03/2024

সমুদ্র 🤎

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when ROHAN KHAN SHANU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ROHAN KHAN SHANU:

Share