Ehsan Qaderi

Ehsan Qaderi I have to try to correct myself and the people of the whole world

25/02/2025

ঢাকায় যদি কারো রক্তের প্রয়োজন হয়, নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন।
সবাই বিভিন্ন গ্রুপে/ব্যক্তিগত আইডিতে এটা কপি করে পোস্ট করেন অথবা শেয়ার করে দেন; হয়তো কারো জীবন বেঁচে যাবে

❗Only For Dhaka❗

(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- Negative 01933892321
A- Negative 01844464155
A- Negative 01676335830
A- Negative 01883586717
A+ 01706926694
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789
AB- Negative 01913545498
AB+ 01626804795
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
Ab+ 01792208551
Ab+ 01863181279
AB+ 01626804795
B+01998912800
B- Negative 01870435259
B- Negative 01722414689
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
B+ 01748146876
O- Negative 01643105457
O- Negative 01406310948
O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772
O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01300334793

25/02/2025

*দাওয়াতে ইসলামীর ব্যবস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মাদানী হালকা*





fans

22/02/2025

ঢাকা মাদানী মারকায ফয়যানে মদীনায় নৈশ জামিয়াতুল মদীনার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা।







22/02/2025

দাওয়াতে ইসলামীর ব্যবস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কাফন-দাফন প্রাকটিক্যাল।







19/02/2025

কুমিল্লা বরুড়া কাঞ্চনপুর মধ্যপাড়া জামে মসজিদে আশিকানে রাসূলের ৩দিনের কাফেলা সফর।




আয়াতুল কুরসী
18/02/2025

আয়াতুল কুরসী



17/02/2025

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ইজতেমায়ে যিকির ও নাত মাহফিল।





মসজিদে হাসলে ওযু ভঙ্গ হবে কি?        ﺻَﻠُّﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟﺤَﺒِﻴﺐ !صَلَّى اللّٰهُ عَلٰى مُحَمَّدٍ*
16/02/2025

মসজিদে হাসলে ওযু ভঙ্গ হবে কি?





ﺻَﻠُّﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟﺤَﺒِﻴﺐ !صَلَّى اللّٰهُ عَلٰى مُحَمَّدٍ*

15/02/2025

প্রোগ্রাম : আল্লাহর প্রতি ভালোবাসা
পর্ব ০৮
বিষয় : আল্লাহর প্রতি ভালোবাসা ও আউলিয়া কিরাম

゚viralシ


Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
15/02/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

14/02/2025

Shab e Barat Emotional Dua 😭🤲


14/02/2025

শাবে বারাত.....
হচ্ছে ইসলামের বিশেষ রাত্রিসমূহের মধ্যে একটি রাত। যা শা’বানের চৌদ্দ তারিখ দিবাগত রাত্রিতে হয়ে থাকে। শাবে মেরাজের পর গুরুত্বপূর্ণ রাতসমুহের মধ্যে শাবে বারাত অন্যতম। শাবে বারাত- এর অর্থ হচ্ছে ‘মুক্তির রাত’ বা ‘নাজাতের রাত।’ ‘শাব’ ফার্সী শব্দ, যার অর্থ রাত। আর বারাত আরবী শব্দ যার অর্থ ‘মুক্তি’ ও ‘নাজাত’ ইত্যাদি।
ইসলামি শরিয়তে শাবে বারাতের গুরুত্ব অপরিসীম কেননা এটি মুসলিম উম্মাহর নাজাত লাভের অন্যতম মাধ্যম। ঈমানদার বান্দাগন যখন এ রজনীতে ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তখন শয়তান বড্ড বেজার ও দুঃখী হয়ে যায়। সে তার সাথীদেরকে উদ্বুদ্ধ করে এ মহিমান্বিত রজনীর ইবাদত-বন্দেগী, জিকর-আযকার, তেলাওয়াতে ক্বোরআন ইত্যাদি থেকে মানুষকে বিরত রাখতে। এ মহিমান্বিত রজনীতে এ সব কাজকে বিদয়াত বলে সরলমনা মুসলমানদের পথভ্রষ্ট করতে কিছু লোককে নিয়োগ করে।
হুযূর পাক সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম থেকে এ পর্যন্ত প্রায় দেড় হাজার বছরের ইতিহাসে এ রাত মুসলিম উম্মাহর কাছে নাজাতের উসিলা ও পবিত্র হিসেবে গণ্য হয়ে আসছে। আজ পর্যন্ত কেউ এটা নিয়ে সামান্যতম মতবিরোধ করেনি। মানুষ যখন অপসংস্কৃতি, কুসংস্কার, গান-বাজনা, বেহায়াপনায় ঘুরপাক খাচ্ছে সে সময় শাবে বারাতের মতো গুরুত্বপূর্ণ রজনীর মর্যাদাকে অস্বীকার করা বা এ কাজ থেকে নিরুৎসাহিত করা কত বড় জঘন্য কাজ, তা বলার অপেক্ষা রাখে না। যে কাজ আজ পর্যন্ত ইবলিশ শয়তানের ছিলো, সে কাজ কিছু মুর্খ ব্যক্তি করে আসছে, মানুষকে ইবাদত বন্দেগী থেকে দূরে রাখার মাধ্যমে।
এ আবার কেমন মুসলমানের (নামধারী) আবির্ভাব হলো যে মুসলমানদের ইবাদত করা থেকে দূরে রাখতে চায়? এ কেমন শয়তানের অনুসারীদের আবির্ভাব হলো যারা মুসলমানের বেশ ভুষায় ঈমান বিরোধী কাজ করছে, নামায-রোযা থেকে দূরে রাখছে, গরীব মিসকিনদের দান করে থেকে নিষেধ করছে, রোযা রাখা থেকে মানা করছে? এরা কি মুসলমান হতে পারে? এটিই আখেরি জামানা, যার বিষয়ে হাদীসে এসেছে যে, আখেরি যামানায় হাতে আগুন নেয়া সহজ হবে, কিন্তু ঈমান বাঁচানো কঠিন হবে। আল্লাহ আমাদের ঈমানের হিফাযত দান করুন। আমিন
কুরআন ও হাদীস -এর ভাষা যেহেতু আরবী তাই ফার্সী ‘শব’ শব্দটি কুরআন শরীফ ও হাদীস শরীফ-এ না থাকাটাই স্বাভাবিক। মনে রাখতে হবে যে, কুরআনের ভাষায় ‘শাবে বারাতকে’ ‘লাইলাতুম মুবারাকাহ বা বরকতময় রজনী’ এবং হাদীসের ভাষায় শাবে বারাতকে ‘লাইলাতুন নিছফি মিন শা’বান’ বা শা’বানের চৌদ্দ তারিখ দিবাগত রাত’ বলে উল্লেখ করা হয়েছে। তাই কেউ যদি কুরয়ানে শবে বরাত খুজে তাহলে সেটা অবশ্যই বোকামি হবে।
আল্লাহ ইরশাদ করেন- অর্থ: “নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে কুরআন শরীফ নাযিল করেছি অর্থাৎ নাযিলের সিদ্ধান্ত নিয়েছি। আর আমিই ভয় প্রদর্শনকারী। উক্ত রাত্রিতে আমার পক্ষ থেকে সমস্ত প্রজ্ঞাময় কাজ গুলো ফায়সালা করা হয়। আর নিশ্চয়ই আমিই প্রেরণকারী।” (সূরা দুখান-৩, ৪, ৫)।
এ আয়াতের প্রসঙ্গে রঈসুল মুফাসসিরীন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ (যার জন্য স্বয়ং রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া করেছেন যে, হে আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরয়ানের ব্যাখ্যা করার জ্ঞান দান করুন) স্বীয় তাফসীরে উল্লেখ করেন," মহান আল্লাহ পাক লাইলাতুম মুবারাকাহ বলতে শা'বান মাসের মধ্য রাত বা শবে বরাতকে বুঝিয়েছেন। আল্লাহ পাক এ রাতে প্রজ্ঞাময় বিষয়গুলোর ফায়সালা করে থাকেন।"(ছফওয়াতুত তাফসীর, তাফসীরে খাযীন ৪র্থ খন্ডঃ ১১২ পৃষ্ঠা, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে মাযহারী ৮ম খন্ডঃ ৩৬৮ পৃষ্ঠা, তাফসীরে মাযহারী ১০ম খন্ড, তাফসীরে ইবনে কাছীর, তাফসীরে খাযিন, বাগবী, কুরতুবী, কবীর, রুহুল বয়ান, আবী সাউদ, বাইযাবী, দূররে মানছূর, জালালাইন, তাফসীরে ইবনে কাসির ইত্যাদি।
তবে কিছু মুফাসসিরিন এই আয়াতের প্রেক্ষাপট হিসেবে শাবে মেরাজকেও আখ্যায়িত করেছেন। তবে নিচে বর্ণিত কিছু সহিহ হাদিস দেয়া হল, যার বিষয়ে হক্কানী আলেমদের কোনো মতবিরোধ নেই আলহামদুলিল্লাহ।
এ রাতের সুন্নাহ হচ্ছে নিজের আত্মীয় স্বজনদের কবর যিয়ারত করা। সহিহ হাদীসে বর্ণিত হয়েছে-
ﻋﻦ ﺍﻡ ﺍﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺣﻀﺮﺕ ﻋﺎﺋﺸﺔ ﻋﻠﻴﻬﺎ ﺍﻟﺴﻼﻡ ﻗﺎﻟﺖ ﻓﻘﺪﺕ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﻴﻠﺔ ﻓﺎﺫﺍ ﻫﻮ ﺑﺎﻟﺒﻘﻴﻊ ﻓﻘﺎﻝ ﺍﻛﻨﺖ ﺗﺨﺎﻓﻴﻦ ﺍﻥ ﻳﺤﻴﻒ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻚ ﻭﺭﺳﻮﻟﻪ ﻗﻠﺖ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻧﻰ ﻇﻨﻨﺖ ﺍﻧﻚ ﺍﺗﻴﺖ ﺑﻌﺾ ﻧﺴﺎﺋﻚ ﻓﻘﺎﻝ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻳﻨﺰﻝ ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺼﻒ ﻣﻦ ﺷﻌﺒﺎﻥ ﺍﻟﻰ ﺍﻟﺴﻤﺎﺀ ﺍﻟﺪﻧﻴﺎ ﻓﻴﻐﻔﺮ ﻻﻛﺜﺮ ﻣﻦ ﻋﺪﺩ ﺷﻌﺮ ﻏﻨﻢ ﻛﻠﺐ
অর্থ: উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা রাঃ থেকে বর্ণিত তিনি বলেন, আমি আল্লাহ রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কোন এক রাত্রিতে রাত্রিযাপন করছিলাম। এক সময় উনাকে বিছানায় না পেয়ে আমি মনে করলাম যে, তিনি হয়তো অন্য বিবিগনের হুজরা শরীফে তাশরীফ নিয়েছেন। অতঃপর আমি তালাশ করে উনাকে জান্নাতুল বাক্বীতে (মদিনার কবরস্থান) পেলাম। সেখানে তিনি উম্মতের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছেন। এ অবস্থা দেখে আমি স্বীয় হুজরা শরীফে ফিরে আসলে তিনিও ফিরে এসে আমাকে বললেন, আপনি কি মনে করেছেন, আল্লাহ আপনার সাথে আমানতের খিয়ানত করেছেন! আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি ধারণা করেছিলাম যে, আপনি হয়তো অপর কোন হুজরা শরীফে তাশরীফ নিয়েছেন। অতঃপর রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ মধ্য শা’বানের (অর্থাৎ ১৪ তারিখ দিবাগত রাত) রাত্রিতে পৃথিবীর আকাশে অবতরণ করেন অর্থাৎ জিবরীল আঃ ও ফেরেশতাদের অবতরণ করান, ও রহমতে খাছ নাযিল করেন। অতঃপর তিনি বনী কালবের (সে সময়ের সবচেয়ে বড় মেষপালন গোত্র,যাদের সহস্রাধিক মেষ ছিলো) মেষের গায়ে যতো পশম রয়েছে তার চেয়ে অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করে থাকেন।” ( ইমাম আহমাদ তার মুসনাদে বর্ণনা করেন (৬/২৩৮), তিরমিযি তার সুনানে (২/১২১,১২২), ইবনে মাজাহ, রযীন, মিশকাত )।
আহলে হাদিসদের মান্যবর ইবনে তাইমিয়া (লা'নাতুল্লাহি আলাই) ফাওজুল ক্বাদীর নামক বইয়ের ২য় খণ্ড, পৃ৩১৭ এ হাদিসটি উল্লেখ করে। আহলে হাদিসদের শায়খ নাসিরুদ্দিন আলবানী (লা'নাতুল্লাহি আলাই) ও হাদিসটিকে সহিহ বলেছে। আস-সিলসিলাহ আস-সাহীহাহ (৩/১৩৫)। আল-মুনযিরী তাঁর আত-তারগীব ওয়াত তারহীবে (২/১৩২) বলেন “সহিহ হাদিস”। বিখ্যাত হাদীস গবেষক হাফেয নুরুদ্দীন হাইসামী বলেন হাদিসটি সহিহ (৮০৭ হিঃ),মাযমাউয যাওয়ায়েদ ৮/৬৫। ইবনে রজব হাম্বলী বলেন হাদিসটি সহিহ ৭৯৫ হিঃ, লাতায়েফুল মাআরিফ পৃঃ ১৫১ ইমাম যুরকানী বলেন হাদিসটি সহিহ (১১২২ হিঃ), শরহে মাওয়াহিব ১০/৫৬১। এছাড়াও অন্য কোনা মুহাদ্দিসই এটিকে দ্বয়ীফ বা জাল বলে আখ্যায়িত করেননি।
এ রাত হচ্ছে উম্মতের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার রাত। এ বিষয়ে রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ মধ্য শা'বানের (অর্থাৎ ১৪ দিবাগত রাতে) রাত্রিতে ঘোষনা করেন যে, উনার সমস্ত মাখলুককে ক্ষমা করে দিবেন। শুধু মুশরিক ও হিংসা-বিদ্বেষকারী ব্যতীত।" ( আহমদ, মিশকাত শরীফ, ইমাম ইবনে মাজাহ তার সুনানে (১/৪৫৫, হাদীস নং ১৩৯০), এবং তাবরানী তার মু’জামুল কাবীর (২০/১০৭,১০৮) গ্রন্থে বর্ণনা করেছেন।
শাবে বারাতের রাতে সারারাত ইবাদত করে পরের দিন রোযা রাখার গুরুত্ব অনেক। স্বয়ং রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আদেশ দিয়েছেন। হযরত আলী রাঃ বর্ননা করেন, রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ শা'বানের রাত তথা শাবে বারাত উপস্থিত হবে তখন তোমরা উক্ত রাতে সজাগ থেকে ইবাদত-বন্দেগী করবে এবং দিনের বেলায় রোযা রাখবে। নিশ্চয়ই আল্লাহ পাক উক্ত রাতে পৃথিবীর আকাশে জিবরীল আঃ ও ফেরেশতাদের নাযিল করেন। অতঃপর ঘোষণা করতে থাকেন, কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি ক্ষমা করে দিব। কোন রিযিক প্রার্থনাকারী আছো কি? আমি তাকে রিযিক দান করব। কোন মুছিবতগ্রস্ত আছো কি? আমি তার মুছিবত দূর করে দিব। এভাবে সুবহে ছাদিক পর্যন্ত ঘোষণা করতে থাকেন"। (সুনান-ই-ইবনে মাজাহ, খন্ড-০২, পৃষ্ঠা-১৬০, হাদিস-১৩৮৮ এবং মিশকাত শরিফ-১১৫)
রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবে বারাতের মাসে অনেক রোযা রাখতেন। এমনোও হত যে তিঁনি পুরো শাবান মাসব্যাপী রোযা রাখতেন। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাঃ হতে বর্ণিত,
مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ
আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামকে রমজান মাসের পর শাবান ব্যতীত অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখিনি। [সহিহ বুখারী, কিতাবুস সাওম, হাদীস নং-১৯৬৯/১৮৬৮, সহীহ মুসলিম, কিতাবুস সিয়াম, হাদীস নং-১১৫৭,সুনানে আবু দাউদ, কিতাবুস সাওম, হাদীস নং-২৪৩৪, সুনানু ইবনে মাজাহ, কিতাবুস সিয়াম, হাদীস নং-১৭১০, মুয়াত্তা এ মালিক- ৬৮৮/১০৯৮, সহীহ ইবনে হাববান-৩৬৪৮, মুসনাদে আহমদ-২৪৮০১, নাসাঈ আস সুনানুল কুবরা-২৬৭২, বায়হাক্বী আস সুনানুস সগীর-১৪৫৭, সুনানুল কুবরা-৭৭৮৪,৭৮২৫]
অপর বর্ননায় এসেছে,
لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّه
নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে অধিক রোজা অন্য কোন মাসে রাখতেননা, এমনকি তিনি পুরো শাবান মাস রোজা রাখতেন। [সহিহ বুখারী, হাদীস নং-১৯৭0, সহীহ মুসলিম, কিতাবুস সিয়াম, হাদীস নং-১১৫৭, নাসাঈ আস সুনানুল কুবরা-২১৭৯, নাসাঈ আস সুনানুল কুবরা-২৫০০, সহীহ ইবনে হিববান-৩৬৩৭]
এদিনেই আমাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, এদিনেই আগামী এক বছরে যারা ইন্তেকাল করবে তাদের নাম ফেরেশতাদের জানিয়ে দেয়া হয়।
আয়েশা সিদ্দিকা রাঃ হতে বর্ণিত
ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻋَﻦِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ : ﻫَﻞ ﺗﺪﺭﻳﻦ ﻣَﺎ ﻫَﺬِﻩ ﺍﻟﻠَّﻴْﻞ؟ ﻳَﻌْﻨِﻲ ﻟَﻴْﻠَﺔَ ﺍﻟﻨِّﺼْﻒِ ﻣِﻦْ ﺷَﻌْﺒَﺎﻥَ ﻗَﺎﻟَﺖْ : ﻣَﺎ ﻓِﻴﻬَﺎ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﻓَﻘَﺎﻝَ : ﻓِﻴﻬَﺎ ﺃَﻥْ ﻳُﻜْﺘَﺐَ ﻛﻞُّ ﻣَﻮْﻟُﻮﺩٍ ﻣِﻦْ ﺑَﻨِﻲ ﺁﺩَﻡَ ﻓِﻲ ﻫَﺬِﻩِ ﺍﻟﺴَّﻨَﺔِ ﻭَﻓِﻴﻬَﺎ ﺃَﻥْ ﻳُﻜْﺘَﺐَ ﻛُﻞُّ ﻫَﺎﻟِﻚٍ ﻣِﻦْ ﺑَﻨِﻲ ﺁﺩَﻡَ ﻓِﻲ ﻫَﺬِﻩِ ﺍﻟﺴَّﻨَﺔِ ﻭَﻓِﻴﻬَﺎ ﺗُﺮْﻓَﻊُ ﺃَﻋْﻤَﺎﻟُﻬُﻢْ ﻭَﻓِﻴﻬَﺎ ﺗَﻨْﺰِﻝُ ﺃَﺭْﺯَﺍﻗُﻬُﻢْ ﻓَﻘَﺎﻟَﺖْ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﻣَﺎ ﻣِﻦْ ﺃَﺣَﺪٍ ﻳَﺪْﺧُﻞُ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﺇِﻟَّﺎ ﺑِﺮَﺣْﻤَﺔِ ﺍﻟﻠَّﻪِ ﺗَﻌَﺎﻟَﻰ؟ ﻓَﻘَﺎﻝَ : ﻣَﺎ ﻣِﻦْ ﺃﺣﺪ ﻳﺪْﺧﻞ ﺍﻟْﺠﻨَّﺔ ﺇِﻟَّﺎ ﺑﺮﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﺗَﻌَﺎﻟَﻰ . ﺛَﻠَﺎﺛًﺎ . ﻗُﻠْﺖُ : ﻭَﻟَﺎ ﺃَﻧْﺖَ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ؟ ﻓَﻮَﺿَﻊَ ﻳَﺪَﻩُ ﻋَﻠَﻰ ﻫَﺎﻣَﺘِﻪِ ﻓَﻘَﺎﻝَ : ﻭَﻟَﺎ ﺃَﻧَﺎ ﺇِﻟَّﺎ ﺃَﻥْ ﻳَﺘَﻐَﻤَّﺪَﻧِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﺑِﺮَﺣْﻤَﺘِﻪِ . ﻳَﻘُﻮﻟُﻬَﺎ ﺛَﻠَﺎﺙَ ﻣَﺮَّﺍﺕٍ
রাসূলে কারিম স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি কি এ রাত তথা শাবানের ১৫তম রজনী সম্পর্কে কিছু জান? তিনি আরজ করলেন এ রাতে কি রয়েছে? রাসূলে কারিম স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ রাতে যে সকল বনী আদম জন্মগ্রহন করবে তাদের নাম চূড়ান্ত করা হবে আর যে সকল বনী আদম মৃত্যুবরন করবে তাদের নামও লিপিবদ্ধ করা হবে। এ রাতে তাদের পুরো বছরের আমলসমূহ রাব্বুল আলামীনের দরবারে পেশ করা হবে আর এ রাতে তাদের রিজিক/জিবিকা নির্ধারণ করা হবে। অতপর তিনি আরজ করলেন, নিশ্চই আল্লাহর অনুগ্রহ ব্যতীত কেও জান্নাতে প্রবেশ করতে পারবেনা, রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চই আল্লাহর অনুগ্রহ ব্যতীত কেও জান্নাতে প্রবেশ করতে পারবেনা; তিনি এ বাক্য তিনবার বলেন। অতপর তিনি আরজ করলেন, আপনিও হে আল্লাহর রাসূল? রাসূলে কারিম স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাত মুবারক মাথা মুবারকের উপর রেখে ইরশাদ করেন, নিশ্চই আমি আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করব। এ বাক্য তিনি তিনবার ইরশাদ করেন। (বায়হাক্বী শরীফ-দাওয়াতে কবীর; হাদীস ৫৩০; মিশকাত শরীফ; ১১৫ পৃ, হাদীস ১৩০৫)।
ওসামা বিন যায়দ রাঃ বলেন: হে আল্লাহর রাসুল আমি দেখেছি, যেভাবে আপনি শাবান মাসে রোযা রাখেন সেভাবে অন্য কোন মাসে (রোযা) রাখেন না? তিনি ইরশাদ করলেন: রজব ও রমযান এর মধ্যবর্তী এ মাস রয়েছে। লোকেরা এটা থেকে উদসীন। এ মাসে মানুষের আমল সমূহ আল্লাহ তাআলার কাছে নেয়া হয় আর আমি এটা পছন্দ করি যে, আমার আমল এ অবস্থাতে উঠানো হোক যখন আমি রোযা অবস্থায় থাকি। (সুনানে নাসায়ী, ৩৮৭ পৃষ্ঠা, হাদীস নং- ২৩৫৪)।
হযরত আয়েশা(রাদ্বিয়াল্লাহ আনহা) হতে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে প্রশ্ন করা হল আপনার কাছে শাবান মাসের রোজা এতো পছন্দনীয় কেনো? রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ এই মাসে এই বছরে মারা যাওয়া ব্যক্তির রুহ এর নাম লিখে থাকেন এবং আমি পছন্দ করি যে, আমি যেন ওফাতের সময় রোজা অবস্থায় থাকি। (মুসনাদে আবু ইয়ালা, খন্ড-০৪, হাদিস- ৪৮৯০)।
শাবান মাসকে রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলে ঘোষনা করেছেন। হাদীস বর্ণিত আছে-
رَجَبُ شَهْرُ اللَّهِ وَشَعْبَانُ شَهْرِي وَرَمَضَانُ شَهْرُ أُمَّتِي
রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ রজব আল্লাহর মাস,শাবান আমার মাস আর রমজান আমার উম্মতের মাস। [ফিরদাউসুল আখবার, যাহাভী তারিখুল ইসলাম-২৬১, শওকানী ফাওআয়িদুল মাজমুয়া'ত-২২১, কানযুল উম্মাল-৩৫১৬৪, সাখাভী আল মাকাসিদুল হাসানাহ-৫১০, নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস, বাব,ফাদলু শ'বান ওয়া ফাদলু সালাতুত তাসবীহ, ১:১৪৬/১:১৬১]
এ রাত দু'য়া কবুল হওয়ার রাত। ঈমাম শাফেয়ী রাঃ বলেনঃ আমাদের কাছে পৌঁছেছে যে ৫টি রাতের দোয়া আল্লাহ কবুল করেন তা হলঃ ১. জুমু'আর রাত। ২. ঈদ উল আদ্বহার রাত। ৩. ঈদ উল ফিতরের রাত। ৪. রজব মাসের ১ম রাত। ৫. ১৫-ই শাবান রাত আর আমি পছন্দ করি এগুলোর উপর আমল করা। [কিতাবুল উম্ম, ঈমাম শাফিঈ (রহঃ)- ১/২৬৪, ইবনে রজব লাতায়িফুল মা’আরিফ ১:১৩৭]। একই কথা ইমাম গাজ্জালী রাঃ তার মুকাশাফাতুল ক্বুলুবে উল্লেখ করেছেন।
ইবনে তাইমিয়া শাবে বারাত সম্পর্কে বলেছে, "শা'বানের পনের তারিখ রাতে একাকী যদি নামায আদায় করে অথবা বিশেষ জামাতে নামায আদায় করে, যেমন একদল মুসলিম করে থাকে, তবে এটি উত্তম। গ্রন্থ সূত্রঃ মাজমুয়াতুল ফাতাওয়া, খ.২৩, পৃ.১৩১-১৩২।
সিহাহ সিত্তারই দুটি কিতাব - তিরমিযী শরীফ ও সুনানে ইবনে মাজাহতে শুধু যে শবে বরাত এর ফজীলত সম্পর্কিত হাদীস বর্ণিত আছে তা নয়, বরং ইমাম তিরমিযী (রহঃ) তাঁর তিরমিযী শরীফে এবং ইমাম নাসাঈ (রহঃ) তাঁর সুনানে শাবানের ফজীলত নিয়ে আলাদা বাব বা অধ্যায়ই লিখেছেন। এর মাধ্যমেই আমরা ইমামদ্বয়ের কাছে শাবানের চৌদ্দ দিবাগত রাতের কি পরিমাণ গুরুত্ব ছিল, তা কিছুটা আঁচ করতে পারি।
সিহাহ সিত্তার বাইরেও অনেক ইমামগণ তাদের জগৎবিখ্যাত বড় বড় হাদীসগ্রন্থে শবে বরাত ও তার ফজীলত নিয়ে হাদীস বর্ণনা করেছেন। যেমনঃ
১। ইমাম তাবরানী রচিত "আল কাবীর" এবং "আল আওসাত"
২। ইমাম ইবনে হিব্বান রচিত "সহীহ ইবনে হিব্বান"
৩। ইমাম বায়হাকী রচিত "শুআবুল ঈমান"
৪। হাফেয আবু নুআইম রচিত "হিলয়া"
৫। হাফেয হায়ছামী রচিত "মাজমাউয যাওয়ায়েদ"
৬। ইমাম বাযযার তাঁর "মুসনাদ" এ
৭। হাফিয যকী উদ্দীন আল মুনযিরী রচিত "আততারগীব ওয়াত-তারহীব"
৮। ইমাম আহমদ তাঁর "মুসনাদ" এ
৯। মুসান্নাফ ইবনে আবী শাইবা
১০। হাফেয আব্দুর রাজ্জাক এর "মুসান্নাফ" এ আমরা শবে বরাতের ফজীলত সম্পর্কিত বহু হাদীস দেখতে পাই।
মুসলিম বিশ্বের মহা মনীষীগণ কুরআন করীমের নির্ভরযোগ্য তাফসীরগ্রন্থ, হাদীছের ব্যাখ্যাগ্রন্থ এবং প্রায় বড় বড় আলেম নিজেদের রচিত কিতাবাদীতে কেউ সংক্ষেপিত আকারে কেউ বা সবিস্তারে শাবে বারাতের ফজীলত ও গুরুত্ব লিপিবদ্ধ করে গেছেন। যেমনঃ
ক) পাঁচশত হিজরীর ইমাম গাযযালী (রহঃ) রচিত এহইয়াউ উলুমিদ্দীন। খ) ৬০০ হিজরীর প্রারম্ভে শায়খ আব্দুল ক্বাদের জ্বীলানী (রহঃ) এর গুনিয়াতুত তালেবীন। গ) ৭০০ হিজরীর ইমাম মুহাম্মদ আল জাযারী (রহঃ) এর আদদোয়াউ ওয়াস সালাত ফী যওইল কুরআন ওয়াস সুন্নাহ। ঘ) ৭০০ হিজরীর ইমাম আবু জাকারিয়া ইবনে ইয়াহইয়া ইবনে শারফুদ্দীন নববী (রহঃ) এর রিয়াজুস সালেহীন। ঙ) এগারশত হিজরীর শায়েখ আব্দুল হক্ব মুহাদ্দিসে দেহলভী (রহঃ) এর মা ছাবাতা বিস সুন্নাহ।
আল্লাহ্ তা’আলা এ রাতে অগণিত গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন, তবে কয়েক শ্রেণীর লোক রয়েছে যারা ক্ষমার অযোগ্য রয়ে যায়। তারা হল: মুশরিক, যাদুকর, ব্যভিচারী, সুদখোর, হিংসা-বিদ্বেষকারী, পিতা-মাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী।
তবে তারা উপরিউক্ত কাজ আর করবে না বলে আল্লাহর দরবারে খালেস অন্তরে তওবা করলে তারাও মাফ পেতে পারে। কেননা আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল।
এ রাতের আমলসমুহ হলো নফল নামায পড়া, ক্বুরয়ান পাঠ করা, দরুদ শরিফ পড়া, ইয়াতিম মিসকিনদের সাহায্য করা ইত্যাদি। এছাড়াও আপনি অন্যান্য সাওয়াবের কাজও করতে পারেন।
এ রাতের নফল নামাযের বিষয়ে বিভিন্ন কিতাবে এসেছে, যে ব্যক্তি শা’বান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রজনীতে (শবে বরাতে) ১২ রাক‘আত নফল নামায আদায় করবে, প্রতি রাক্‘আতে একবার সূরাতুল ফাতেহা আর দশবার সূরা ইখলাস পড়বে আল্লাহ তা‘আলা তার বিনিময়ে তাঁর জীবনের গুনাহ্ মাফ করে দেবেন এবং তাঁর জীবনে বরকত দান করবেন। [নুজহাতুল মাজালেস: খণ্ড ১ম, পৃষ্ঠা ১৫৮]
তাই শাবে বারাত রাসুলুল্লাহ স্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেয়ী এবং সালফে সালেহীন দ্বারা উদযাপিত, আলহামদুলিল্লাহ্।
আল্লাহ আমাদের এ পবিত্র রাতে ইবাদত বন্দেগী করার ও ইসলামবিরোধীদের অপপ্রচার থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Ehsan Qaderi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ehsan Qaderi:

Share