It's Me

It's Me welcome to my page
(41)

19/05/2025

প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভিষণ অভাবী । কারো অর্থের অভাব , কারো মানসিক শান্তির অভাব , কারো ভালোবাসার অভাব , কেউ সারারাত জেগে থাকে একটু খানি ঘুমের জন্য , তার চোখে ঘুম নাই তার ঘুমের অভাব ।

আমাদের এমন আরো অনেক অভাব থাকবে তারপর ও বেঁচে থাকতে হবে ! হাসি মুখে বাঁচতে হবে হোকনা সেটা মিথ্যে হাসি এইতো জীবন !!🙂♥️

sanda bride
17/05/2025

sanda bride

ছবিতে যেই বিমান টা কে দেখতে পারতেছেন, এটা কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসছিলো। পথে চাকা খুলে মাটিতে পড়ে গেছে। বিমানটিত...
16/05/2025

ছবিতে যেই বিমান টা কে দেখতে পারতেছেন, এটা কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসছিলো। পথে চাকা খুলে মাটিতে পড়ে গেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিলো৷ আল্লাহর অশেষ রহমতে এটা ঠিকঠাক ভাবে এক চাকা ছাড়াই শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🤍❤️

16/05/2025

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে।

ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে বিমানটি, সেখানে প্রয়োজনীয় সকল ব্যাবস্থা নেয়া হয়েছে।

তুমি পাশে থাকলেই, ঘরটা হয়ে যায় স্বর্গ…ফিরে এসেছো… যেন হৃদয়ে বসন্ত এল!
06/05/2025

তুমি পাশে থাকলেই, ঘরটা হয়ে যায় স্বর্গ…
ফিরে এসেছো… যেন হৃদয়ে বসন্ত এল!

05/05/2025

আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!

আলহামদুলিল্লাহ🌹

05/05/2025
কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়।  কথাতেই প্রেম, কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে...
04/05/2025

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়। কথাতেই প্রেম, কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে। কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে। তেমনি নরম কোমল কিছু কথার জন্যে দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে।

লাইফ ইজ ফুল অফ চয়েসস। শব্দ দিয়ে কারো বিষন্ন সন্ধ্যাকে উজ্জ্বল করে দেব, নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলব... সেই চয়েসটাও কেবল আমাদের!

দাম্পত্য মানেই শুধু সংসার নয়—এটা শরীর, মন আর আত্মার মেলবন্ধন।আজকের যুগে, সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়—বরং একে অপরক...
03/05/2025

দাম্পত্য মানেই শুধু সংসার নয়—এটা শরীর, মন আর আত্মার মেলবন্ধন।

আজকের যুগে, সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়—বরং একে অপরকে শরীর, মন ও মানসিকতার গভীরে ছুঁয়ে ফেলার অভিজ্ঞতা।
কিন্তু দুঃখজনকভাবে, সেই সম্পর্কের প্রাকৃতিক অথচ গুরুত্বপূর্ণ অংশ—যৌনতা—নিয়েই আমরা মুখ বন্ধ করে থাকি।
আর সেখান থেকেই জন্ম নেয় অব্যক্ত দূরত্ব, মানসিক ক্লান্তি, এমনকি সম্পর্কের ভাঙন।

1. যৌনতা: শুধুই চাহিদা নয়, একধরনের “ভাষা”

যৌন ঘনিষ্ঠতা হলো এমন এক স্পর্শের ভাষা—যেটা বলে, “আমি আছি, আমি চাই, আমি ভালোবাসি।”
এই ভাষা দম্পতিদের মধ্যে নিরাপত্তা, স্বীকৃতি ও আবেগের বন্ধন গড়ে তোলে।

2. নিয়মিত যৌনতা = মানসিক সংযোগ বজায় রাখার উপায়

যখন শারীরিক ঘনিষ্ঠতা অনিয়মিত হয়ে পড়ে, তখন জন্ম নেয়—
অহেতুক অভিমান, একাকীত্ব, আত্মবিশ্বাসের ঘাটতি ও মানসিক চাপ।
যৌনতা তাই একধরনের relationship therapy—যেখানে ভালোবাসা ছুঁয়ে যায় শরীর ও মন।

3. যৌন সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্যও ওষুধ

নিয়মিত, সম্মতিপূর্ণ যৌনতা—
স্ট্রেস কমায়, উদ্বেগ কমায়, আর শরীরকে ভরিয়ে তোলে অক্সিটোসিন, ডোপামিন আর এন্ডোরফিনে।
এগুলোই আমাদের দেয় স্বস্তি, ঘনিষ্ঠতা আর হ্যাপিনেসের অনুভব।

4. যৌন দূরত্ব: সম্পর্কের আগাম সংকেত হতে পারে

আপনি যখন বুঝতে পারেন দীর্ঘদিন ধরে একে অপরকে ছুঁয়ে দেখেননি,
তখন সেটি হতে পারে—
অপ্রকাশিত দুঃখ, অব্যক্ত রাগ বা একে অপর থেকে মানসিকভাবে দূরে সরে যাওয়ার অ্যালার্ম।
এগুলো এড়িয়ে গেলে, সম্পর্ক ক্রমশ পড়ে যায় একঘেয়েমি আর অবিশ্বাসের ফাঁদে।

5. যৌনতা নিয়ে কথা বলা: সম্পর্কের পরিপক্কতার লক্ষণ

✔️ নিয়মিত, সম্মতিপূর্ণ যৌনতাকে একটি স্বাস্থ্যকর অভ্যাস হিসেবে মেনে নিন
✔️ শারীরিক দূরত্ব তৈরি হলে, সৎ ও খোলামেলা আলোচনার উদ্যোগ নিন
✔️ একে অপরের চাহিদা, সীমা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক তৈরি করুন
✔️ প্রয়োজনে কাউন্সেলিং সাপোর্ট নিন—নির্ভরযোগ্য, প্রাইভেট ও পেশাদারভাবে

ভালোবাসা মানে শুধু “তোমার সঙ্গে থাকবো” নয়, বরং “তোমাকে ছুঁয়ে বুঝি—আমি একা না।

কালেক্টেড

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share