khan's saheb Family

khan's saheb Family Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from khan's saheb Family, Digital creator, Cumilla.

21/08/2024

বাসায় পানি ঢুকতেছে দেখলেই সবার আগে বিদ্যুতের মেইনসুইচ, গ্যাসের লাইন সব বন্ধ করে দিন।
সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন।

05/08/2024

Alhamdulliah....

10/07/2024

স্বভাবগত ভাবে মিথ্যে বলে যাওয়া মানুষগুলো বড্ড ভয়ংকর। কারণ তারা মিথ্যের আশ্রয় নেয় প্রয়োজনে, অপ্রয়োজনে। তারা হয়তো নিজেরাও জানেনা তারা কতখানি ভয়ংকর তাদের নিজেদের জন্য এবং আশেপাশের মানুষের জন্য। কারণ তারা স্বভাবে মিথ্যাবাদি, কথায় কথায় মিথ্যে বলা তাদের অভ্যেস।

নিজের অহংকারী আর মিথ্যে রুপটা রক্ষা করতে গিয়ে কত শত মিথ্যে গল্প বানাতে হয়! আবার অনেক সময় নিজের পাতা ফাঁদে নিজেরাই ধরা পরে যায় কিন্তু এই মানুষ গুলোর আবার চক্ষু লজ্জাও বড্ড কম! হয়তো পরক্ষণেই ভূলে গিয়ে এত টুকু কুন্ঠা বোধ নেই -যেন কিছুই হয়নি!

বছরের পর বছর কেটে যায়, কোনো একদিনও কি তাদের রিয়েলাইজেশন আসে? হয়তো আসে, হয়তো কোনো দিনই না! কারন ততদিনে মিথ্যে নামক বিষটা রন্ধ্রে রন্ধ্রে জায়গা করে নিয়েছে । মিথ্যে তাকে করেছে উদ্ধত, করেছে ভয়ংকর আত্নবিশ্বাসী যার মূলে রয়েছে নড়েবড়ে আভিজাত্য।

মিথ্যে এমন একটা বিষ এটা একবার ভিতরে ঢুকে গেলে অক্টোপাসের মত আষ্ঠেপৃষ্ঠে লেপ্টে থাকবে, নিজের কাছে সম্মান টুকুনও হারিয়ে ফেলবেন। প্যাথলজিক্যাল লায়ার বা খুনি ভয়ংকর, এটা একটা অসুখ।

জীবনটা অনেক ছোট, অনেক সাধারন, অনেক সহজ। আর এ ছোট্ট জীবনে নিজের কাছে পরিস্কার ইমেজ খুব জরুরী।

A lot of care should be taken in choosing a life partner.  Marriage is not for 30 minutes every night.  The remaining 23...
09/07/2024

A lot of care should be taken in choosing a life partner. Marriage is not for 30 minutes every night. The remaining 23 hours and 30 minutes should also be kept in mind. Otherwise life will fall apart.

Many are getting married without knowing why they are getting married. Some are getting married to fulfill their luxurious hobbies. Some marry to build social status. Someone is getting married on emotion. Someone is happily married. Someone is getting married. Someone is getting married to be trendy.

One has to pay a high price for building a house with someone without valuing oneself.

Marriage is a necessity. The first requirement is to satisfy sexual needs in legitimate ways. Then get a close friend. Finding a soul mate.

If the mentality does not match, if there is a big difference between thoughts and feelings, if the goals and objectives of life are not the same, then one has to spend the whole life with a thorn in the neck. Those who lose patience, step down the path of once life-destroying decisions like divorce.

No one can be exactly the same. This is true. Again, if you don't understand each other's heart, the distance between the two will be created, but that is also true. So whether the fan above the head moves slowly or quickly, whether the dinner is eaten late or early, can sacrifice each other as to whether the food is salty or salty. But that does not mean that two people belong to two different worlds. The fundamental wants and needs of the two will be quite different.

There is also something pleasing to the eye. It is a basic need. If the partner does not like it, then the marriage becomes meaningless. Only the 'married' plate is on the shoulders; Partner's hand is not available.

It is not possible to go into someone's mind before marriage and verify these things. then

The understanding of two people will be such that - one is anger and one is pride, one is upset and one is heartache; Even if you don't say it verbally, the other person will understand.

06/06/2024

পৃথিবীতে যতগুলো কারণে প্রেম বা বন্ধুত্ব হয়,
তার মধ্যে অন্যতম হলো
আবেগতাড়িত হয়ে একজনের রুপ,গুন কিংবা সৌন্দর্যে বিমোহিত হয়ে নিজেকে একরকম গুড়িয়ে ফেলা।

অর্থাৎ, যার জন্য এতটা আবেগে আপনি ভেসেছেন,সে হয়তো আপনার জন্য উপযুক্তই ছিল না।

একজন মানুষের সঙ্গী নিঃসন্দেহে প্রয়োজন।

কিন্তু সঙ্গী বেছে নিতে জীবনের ঝুঁকি নেবার মতো বোকামি কখনোই কাম্য নয়।

আমরা সময়ের টানাপোড়েনে উপলব্ধি করতে পারি না,

অসম প্রেম কিংবা স্বার্থপর বন্ধুতা আসলে সমাজকে কি বার্তা দেয়?

জীবন আপনার..............

15/05/2024

অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সবথেকে ভালো কারন চিৎকার করে কখনো নির্দোষ প্রমান করা যায় না..!
Say only Patience patience patience for Justice to Allah

02/05/2024

চমৎকার একটি লেখা। কপি না করে পারলাম না।
আর হ্যা বাংলাদেশের ছবিটাও দুর্দান্ত হয়েছে। আমরা যে যেভাবে পারছি এভাবেই দেশটাকে ছিড়ে ছিড়ে খাচ্ছি।

#রেকর্ড_এবং_এচিভমেন্ট 👍

রেকর্ড কাকে বলি আমরা⁉️
যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই রেকর্ড বলা হয়।
কিন্তু রেকর্ড মানেই কি শ্রেষ্ঠত্ব⁉️
মেসি এক পঞ্জিকা বর্ষে ৯১ গোল করেছে, এটা রেকর্ড।
আবার কুষ্টিয়ার এক লোক ৯১ মিটার লম্বা আর্জেনটিনার পতাকা বানিয়েছে, এটাও রেকর্ড⁉️
দুটো রেকর্ড কি এক⁉️
রেকর্ড যদি কোন এচিভমেন্ট না দেয়, তাহলে সে রেকর্ডের মূল্য কি?
লক্ষ কিংবা কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গাইল, এটা কি এচিভমেন্ট? 🤭
সিংগাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী পাঁচ দেশের একটি।
এর মানে কি?
এর মানে ওরা স্বচ্ছল।
এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পিয়াজু বানাতে হয় না। 😁
এর মানে ওরা কাঁঠাল খায় এবং বীফ বার্গার খায়, কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না। 👍
ওদের দেশে ৬০০ টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পরে না, এবং ওদের দেশে টিসিবির ট্রাক ও নেই। 👍
কিন্তুু সিংগাপুর দেশটির কোন খনি নেই, চাষ যোগ্য জমিও নেই। তারপরেও ওরা ধনী দেশের তালিকায় ১-৫ এর মধ্যে থাকে।
কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে।
কেন⁉️
কারন ওদের কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গায় নি। 🤣🤪😡
কেন?
কারন ওদের এত জনসংখ্যা নেই।
চীন ইচ্ছা করলে ১০ কোটি লোক দিয়ে জাতীয় সংগীত এক সাথে গাওয়াতে পারে।
তাহলে করে না কেন?
কারন চীনে এত ছাগল নেই 😜 যাঁদের বুঝানো সম্ভব যে জাতীয় সংগীত এক সাথে গেয়ে রেকর্ড করা একটা এচিভমেন্ট।
আজকেই বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটি র‌্যাংকিং বের হয়েছে।
এতে ভারতের ৪৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ১৪ টি 🤔😦বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশের ৩ টি 😡😡😡😡বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
আবার আজকেই আমরা আরেকটি রেকর্ড করলাম। মিঠামইনে নববর্ষ উপলক্ষ্যে ১৪ কিমি দীর্ঘ আলপনা তৈরী করেছি।🤣🤪🤗 এর উদ্বোধনে থাকবেন আইসিটি মন্ত্রী। কারন এটি একটি এচিভমেন্ট। একই মন্ত্রী ইভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভ্যালি হবে আমাজন। 😡😡
যা হোক, এখন একটা কথা ভাবুন। কোনটা বেশী সম্মান জনক?
১০০০ বিশ্ববিদ্যালয়ে তিনটির স্থান পাওয়া❗👍
নাকি ১৪ কিমি আলপনা⁉️🤣
আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো সর্বোচ্চ দুরত্ব, এবং তা ৯০০ কিমি। চীন, অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে।
ওরা ইচ্ছা করলেই তা এক রাতে পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে।
তবে করে না কেন⁉️
কারন ওদের দেশে গাধা জনগনের সংখ্যা কম। 🤪😁😜ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা এচিভমেন্ট। যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবেনা শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য। 😡😡😡
একজন রিক্সাওয়ালা মাসে ২০ হাজার টাকা কামায়। একজন কাজের বুয়াকে চিনি তার মাসিক আয় ২৫ হাজারের মত। আর একজন ইন্টার্ন ডাক্তার কিংবা একজন এমবিএ কিংবা একজন ইঞ্জিনিয়ার ১৭ বছর পড়াশুনা করা, ক্লাসে টপার হয়ে চাকরি শুরু করে ২০ হাজার টাকা বেতনে।
এটা কিন্তু শুধু আমাদের দেশেই নয়। এমেরিকাতেও একজন উবার চালক একজন ফ্রেস গ্রাজুয়েটের চেয়ে বেশী উপার্জন করে।
কিন্তু তারপরেও তাদের দেশে সবচেয়ে বড় এবং ভাল ইউনিভার্সিটি এবং সব দেশ থেকে সেখানে পড়তে যায়।
এর কারন হল একজন উবার চালকের আয় এক জায়গাতেই থাকবে, কিন্তু একজন গ্রাজুয়েটের উপার্জন লাখ লাখ ডলারে চলে যাবে একদিন।
আমদের উন্নয়ন কোটি কোটি বিদেশী কামলা আর দেশী গারমেন্টস কামলাদের জন্য। এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই। এসব কামলাদের টাকা খরচ করেই আমরা ১৪ কিলোমিটারের গিনেজ রেকর্ড করি,😡😡😡😡 কোটি কন্ঠে জাতীয় সংগীত গাই। 🤪😜😁কিন্তু ১৮ কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে। 😡😡😡😡😡
রেকর্ড আর এচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারব আর দেশে দর্জির কাজ করতে পারব। কখনোই সুন্দর পিচাই সৃষ্টি করতে পারব না।

16/04/2024

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"
এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept”, অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।
সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"
এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"
ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।
এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।
ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।
এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।
কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"
এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী বড়।
ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!
অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিৎ...!
Collected

03/04/2024

"ওহে জীবন, তোমার কাছে প্রচুর অভিযোগ আছে। কিন্তু, তুমি যা দিয়েছো আমাকে, বহুজনের ভাগ্যে সেটাও জুটে না।"❤️
__ মির্জা গালিব

31/03/2024

“মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"............ রবীন্দ্রনাথ।

বিপরীতে যাঁর দানকৃত ৬০০ একর জমির উপর আজকের

📌 ঢাকা বিশ্ববিদ্যালয়,
📌 ঢাকা মেডিকেল কলেজ,
📌 বুয়েটের মতো

দেশের নামকরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতার কথা কমবেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন-দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সেসময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন “মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা!” অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবী ঠাকুর বলেছিলেন “সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করোনি”। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসবসহ আরো অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়।

আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনাতো দূরের কথা নামটাও জানেনা। আমরা এতোটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে!

মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এইসব ইতিহাস ও জানাতে হবে নতুন প্রজন্ম কে।
⚖️ Collected

31/03/2024

একমাত্র তুমি মুখ তুলে চাওনি বলেই
ভিতরে-বাহিরে এই অপার ব্যর্থতা,
শুধু তুমি মুখ তুলে চাওনি বলেই
মরুভূমি গ্রাস করে এখন আমাকে।

__মহাদেব সাহা

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when khan's saheb Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share