Farjana Kabir Ish*ta

Farjana Kabir Ish*ta Be Your Own Brand..

মহামুক্তিযুদ্ধের মন্ত্র ফারজানা কবির ঈশিতা ২০২৫ ইং ধর্ষকের এই অভয়ারণ্যে..ধর্ষিতা সে নারী এ দেশের সকল পুরুষের মায়ের চোখ....
10/07/2025

মহামুক্তিযুদ্ধের মন্ত্র
ফারজানা কবির ঈশিতা
২০২৫ ইং

ধর্ষকের এই অভয়ারণ্যে..
ধর্ষিতা সে নারী এ দেশের সকল পুরুষের মায়ের চোখ...
ফুটে আছে বস্ত্রহীন দেহের প্রতিটি ক্ষতে !
সে নারী আমি ও এই মাটির প্রতিটি কন্যা, জায়া,জননী!
সে নারী নির্বাক থাকা তোমাদের কন্যা
যে আজ ধর্ষকের খাটে ভেঙে পড়া শেকল হয়ে কাঁপে!
সে নারী তোমাদেরই বোন
যে বোনের ভবিষ্যৎ পুড়ে গেল নরকের আগুনে,
এ কোন ভূখণ্ড!!যেখানে ধর্ষক বটবৃক্ষ..
তার শেকড় রাষ্ট্রযন্ত্রের গর্ভে রক্ত খেয়ে লালিত হয় নিরাপদ নিরাপত্তায়...!
এই জাতির শিরায়-উপশিরায় রক্ত নয়..
৭১-এর গণকবর থেকে চুঁইয়ে পড়া পাকিস্তানি বীর্য স্রোত বয়! গুমোট আকাশে শোনা যায় হায়েনার হাসি..!
জেনে রাখো পাকিস্তানি প্রেতাত্মারা..
সেই ধর্ষিতার চোখেই জ্বলে উঠেছে একাত্তরের মশাল!
তার পুড়ে যাওয়া ভবিষতের ছাই থেকে জ্বলে উঠবে সাত কোটি চিতার শিখা..!
তারই ক্ষত বিক্ষত দেহে আঁকা হচ্ছে নতুন বাংলাদেশের রক্তমানচিত্র!
তার নিঃশব্দ চিৎকার হয়ে উঠেছে বিপ্লবের প্রথম সংবিধান..ধর্ষকের রক্তে লেখা হবে মুক্তি !
সেই নারীই এখন বাংলার দূর্গা,যার লাঞ্ছিত দেহেই জন্ম নেবে সূর্যোদয়ের বাংলাদেশ..।

ক্ষতের ক্ষমতায়ন ফারজানা কবির ঈশিতা ৬.৭.২০২৫ ইং জোড় করে ধরে রাখার কিছু নেই,  নেই কিছু জোর করে ধরে থাকার..!আমার আকাশের চা...
07/07/2025

ক্ষতের ক্ষমতায়ন
ফারজানা কবির ঈশিতা
৬.৭.২০২৫ ইং

জোড় করে ধরে রাখার কিছু নেই,
নেই কিছু জোর করে ধরে থাকার..!
আমার আকাশের চাঁদকেও আমি দেখেছি
অন্য নক্ষত্রের আলোয় মিশে যেতে রাতের কপাট ভেঙে!
আমার ক্ষতের কাছেই শিখেছি আমি..
নিজের অশ্রু নিজেকেই গিলে নিতে হয় নীরবে..
লবণ জলের স্বাদ মেখে নিয়েছি তাই জিভে..!
শিখেছি রিদপিণ্ডের ক্ষতের ক্ষরণে বিষাদের বসত গেড়ে
জীবনের দুর্বোধ্য ব্যকরণ..
বুকের রক্তিম জলাশয়ে ফুটিয়েছি শ্মশানের পদ্ম..
পাপড়িতে জ্বলে যার আমারই দাহ্য শিয়রের চিতা...
আমারই ছাইয়ে জন্ম নেয় তার পল্লব!
আমার ভাঙনের উপর একা হাতে গড়েছি স্বর্ণসেতু..
আমারই শূল বিদ্ধ হাত ফুটিয়েছে রৌদ্রের ফুল!
আমাকে দগ্ধ করার ক্ষমতা এখন কেবলই আমি রাখি..
আমার ভস্মেই জেগে ওঠে পৌরাণিক যুগের অমর ফিনিক্স পাখি!

অন্ধকারের আলোকলিপিফারজানা কবির ঈশিতা ২০২৫ ইং চাঁদ যখন নিজের কঙ্কাল গোনে,  আমি শুনি তোমার নি:শ্বাসের নক্ষত্রমালা..অস্পষ্ট...
23/06/2025

অন্ধকারের আলোকলিপি
ফারজানা কবির ঈশিতা
২০২৫ ইং

চাঁদ যখন নিজের কঙ্কাল গোনে,
আমি শুনি তোমার নি:শ্বাসের নক্ষত্রমালা..
অস্পষ্ট কোনো নীহারিকার গল্পে জড়ানো
যেখানে হারিয়ে যায় সব শেষ হওয়ার শুরু...
রাতের কপাটে লেগে থাকে তোমার চুলের ঘ্রাণ,
অনেক দিনের বৃষ্টিহীন ভারি মেঘের মতো ।
আমার দিনগুলো এখন ভাঙা পালকের খামার,
উড়তে ভোলা পাখিদের আত্মকথা জমতে থাকে যেখানে প্রতিমুহূর্তে।
তুমি কি সত্যিই যাও নাকি শুধু পরিণত হও
অদৃশ্য এক গ্যালাক্সির মায়ায়?
আমার আঙুলের ডগায় লেগে থাকা তোমার নাম
লিখে দেয় প্রতিবার ভুল কক্ষপথের সমীকরণ..
অঙ্কের শূন্যতায় ভেসে যায় চিরকালের চিঠি...।
এই পৃথিবী এখন এক বিষাদ লবণের হ্রদ,
তোমার ছায়া ডুবে যায় প্রতিফলনে।
আমি বালির ঘড়ি ভাঙি প্রতিদিন সূর্যোদয়ের আগে,
যেন সময়কে ঠেকিয়ে রাখি এক মুঠো ধূলোয়,
রাতের বুকে এঁকে যাই স্পাইরাল নদী..!
তোমার ফিরে আসার সমস্ত সম্ভাবনার মানচিত্রে..
যেদিন আকাশ তার শেষ তারা খুঁজবে
আমার বুকের ভেতর জ্বলবে নিভে যাওয়া সূর্যের গান।
তোমাকে না পাওয়ার এই অনন্ত মহাযাত্রায় আমি একা নই পৃথিবীর সমস্ত অসমাপ্ত চাঁদ জড়ো হয় আমার শিরায় শিরায়,
হৃদয়ের অন্ধকারে লেখে এক মহাকাব্য নক্ষত্রঝরা প্রেমের...।

অনুপস্থিতির অনন্ত বসন্তফারজানা কবির ঈশিতা ২০২৫ ইং হয়তো আবার হাঁটবো আমরাকোনো শীতের শেষে ফোটা অমরন্দ ফুলের পথে,  যেখানে সম...
19/06/2025

অনুপস্থিতির অনন্ত বসন্ত
ফারজানা কবির ঈশিতা
২০২৫ ইং

হয়তো আবার হাঁটবো আমরা
কোনো শীতের শেষে ফোটা অমরন্দ ফুলের পথে,
যেখানে সময়ের গায়ে জমেছে ধূসর শেকড়,
কথাগুলো উড়ে যায় পাতার শব্দে শব্দে...
তোমার চোখে হয়তো তখন জমবে না আগের সেই নীল,
আমার কণ্ঠে ভাঙা গ্লাসের মতো কাঁপবে শব্দের খণ্ড;
জীবনের হিসাব-নিকাশে হারিয়ে যাওয়া সংখ্যাগুলো
গুছিয়ে বলবো কোনো গল্প নয়, শুধু ক্ষতের ইতিহাস...
"ভালো আছো?" সে এক অপ্রাসঙ্গিক প্রশ্ন
ভালো থাকার অর্থই তুমি ছাড়া বদলে গেছে!
তবুও হেসে বলবে, "চলে যাবো এখন..."
আমি দাঁড়িয়ে থাকবো রোদের মিথ্যে উষ্ণতায়...
একসময় যেখানে জমেছিল আমাদের অর্ধেক রোদ,
আর বাকি অর্ধেকে লুকিয়েছিলাম চোখের জল...
না পাওয়ার এই নদী পাড়ি দিয়ে
জীবন এখন ফেলে আসা ঘাটের স্মৃতি;
তোমার অভাবের ফাঁক দিয়েই ঢোকে আলো,
অন্ধকারে লেখা হয় নতুন কোনো গল্পের ভূমিকা...
যদি দেখা না হয় আর, জেনো
এই অনুপস্থিতিই সবচেয়ে নিষ্ঠুর উপস্থিতি
তুমি নেই, তাই তো ঘরের কোণায় কোণায় তুমি!
প্রতিটি ফাঁকা চেয়ারে বসে তোমার ছায়া,
অব্যক্ত ভালোবাসার গন্ধ মাখে আমার একাকী কফির কাপে...
অপূর্ণতা নামক এই গহ্বরই পূর্ণতার চূড়ান্ত ভাষ্য
তোমাকে না পেয়েই পেয়েছি সমস্ত রোদ বৃষ্টির গণিত!
যেখানে শূন্যতাই শেষ কথা নয়, বরং অনির্বচনীয় এক মহাকাব্যের নিঃশব্দ প্রারম্ভিক..।

16/06/2025

নিজের মায়ের মৃত্যু সংবাদও যেসব সন্তানদের মন থেকে হিংসা ও প্রতিহিংসাকে শান্ত করতে পারে না সে সন্তানরাই জাহান্নামি বলে পরিগণিত হয়..আর সেসব সন্তানদের জন্য কোন হেদায়েতের প্রার্থনা নয় শুধু অভিশাপ

15/06/2025

মানুষের দোষ ধরা খুবই সহজ ও সস্তা মাপের নোংরামি..কারো অকারণে দোষ ধরতে হলে শুধু প্রয়োজন অহংকার ও বিবেকহীনতা

আজ শুনি..তোমার উৎসবে বাজে বাঁশি,  আমার শূন্যতার গান গায় পুবালি হাওয়া...  তোমার নতুন প্রেমের রাঙা সিঁদুরে  মিশে আছে আমার ...
09/06/2025

আজ শুনি..তোমার উৎসবে বাজে বাঁশি,
আমার শূন্যতার গান গায় পুবালি হাওয়া...
তোমার নতুন প্রেমের রাঙা সিঁদুরে
মিশে আছে আমার অতীতের রক্ত চাওয়া!

ফারজানা কবির ঈশিতা
২০২৫ ইং

অপেক্ষা ফারজানা কবির ঈশিতা জুন ২০২৫ ইং জানি, আমার জন্য কোনো বারান্দায় আলো জ্বলেনি কখনো কোনো চোখে অধীরতা ফোটেনি ঘড়ির কা...
07/06/2025

অপেক্ষা
ফারজানা কবির ঈশিতা
জুন ২০২৫ ইং

জানি, আমার জন্য কোনো বারান্দায় আলো জ্বলেনি কখনো
কোনো চোখে অধীরতা ফোটেনি ঘড়ির কাঁটায় কাঁপতে কাঁপতে।
আমার জন্য অপেক্ষা করে নেই কেউ, ছিলো না কখনও.
ঝরা বৃষ্টির জানালায় শব্দহীন ঘর,
ফোনের পর্দা অন্ধকারে ডুবে থাকে,
দরজায় কোন শব্দ আসে না হাঁপিয়ে
সময়ের পায়ে পায়ে কেবল অদৃশ্য ধুলোর দাগ।

অস্তিত্বের নির্জন সংগীত ফারজানা কবির ঈশিতা এপ্রিল ২০২৫ ইং অন্তর্ধানের গান থামিয়ে আজ মেঘের আঁচলে বেঁধেছি পতাকা।আগুনেরা এ...
06/06/2025

অস্তিত্বের নির্জন সংগীত
ফারজানা কবির ঈশিতা
এপ্রিল ২০২৫ ইং

অন্তর্ধানের গান থামিয়ে আজ মেঘের আঁচলে বেঁধেছি পতাকা।
আগুনেরা এসে বলেছিলো..
"তোমার ছায়ার ভেতরে জমেছে বিষের বৃষ্টি..."
তাই তো আঙুলে আঙুলে লিখি আমি ছাইয়ের বর্ণমালা,
যে অক্ষর জ্বলে গেলে জন্ম নেয় অন্ধকারের শস্য..!
রাতের কাঁধে চড়ে ঘুরে বেড়াই মৌনতার গলিতে,
ধাপে ধাপে আমার পায়ের তলায় ফুটে আয়না গুহার গোলাপ
যারা নিজেদের চোখেই নিজেরা প্রেমিক।
এখন আমি এমন এক বৃক্ষ যার শেকড় ছড়ায় আকাশের দিকে,
মাটির গহ্বরে রেখে আসা সমস্ত কান্নারা পাতায় পাতায় জমে হয় শিশিরের মুদ্রা।
বাতাস! সে তো আমারই শ্বাসের পালক
উড়ে গেলে যা ভেঙে পড়ে সময়ের খোলস,
আমি আমারই শূন্যতায় বুনি সূর্যোদয়ের জাল।
ভালোবাসায় ভাসি সেই ভাঙা চাঁদের
যে চাঁদ আমারই রক্তে সাঁতার কাটে,
কাঁটার ফসলে খুঁজে পায় নিজের অস্তিত্বের নির্জন সংগীত।

অন্তিম আলোর যাত্রাফারজানা কবির ঈশিতা ২০২৫ ইং এই কঙ্কালের ফাঁকে ফাঁকে জমে থাকা রাতগুলো  তোমার হাতের তালুতে গলে যাবে সাগর ...
03/06/2025

অন্তিম আলোর যাত্রা
ফারজানা কবির ঈশিতা
২০২৫ ইং

এই কঙ্কালের ফাঁকে ফাঁকে জমে থাকা রাতগুলো
তোমার হাতের তালুতে গলে যাবে সাগর হয়ে,
আমার শ্বাসের গুরো চাঁদের গায়ে আঁকবে অদৃশ্য এক গ্রহণ..
সময়ের কণ্ঠে বাজবে ধাতব নিঃশব্দতা।
পৃথিবীর ত্বকে উড়ে যাবে পাখিরা,
কিংবা মৃত নক্ষত্রের কঙ্কাল চিবোবে সমুদ্র...
তোমাকে হাঁটতে হবে সেই পথে
যেখানে পাথরের ভাষা শিখেছে মানুষের মৃত্যু,
যেখানে মাটির গন্ধে মিশে আছে সব যুগের অব্যক্ত চিৎকার।
তোমার রক্তের নীলিমায় ভাসবে প্রাচীন গুহার গায়ে লেখা চিহ্ন,
আমাকে আবিষ্কার করতে হলে ভাঙতে হবে আকাশের আয়নাবাজি,
স্পর্শ করতে হবে ধুলোর গর্ভে লুকিয়ে থাকা অগ্নিপিণ্ডের জন্মরহস্য।
শহরের ভাঙা কাঁচে আটকে যাওয়া প্রতিধ্বনি
ফিরে পেলে তার আদি ভাষা,
তুমি একাকার হয়ে যাবে সেই মুহূর্তে,
যখন মাটির নিচে আমার হাড়ের ফাঁকে ফুটে উঠবে
অন্ধকারের ফসল..তোমার চোখের তারা জ্বালিয়ে।
সভ্যতার শেষ আলো নিভে যাবে
তোমারই শিরায় সঞ্চিত এক বেনামী নদীর গল্পে..
যেখানে জেগে উঠলে পুনর্জন্ম
আমি হারিয়ে যাবো তোমার রক্তের নীল অক্ষরে।

আমি কোথাও যাইনি...ফারজানা কবির ঈশিতা জুন ২০২৪ ইং এখনো যদি শোনোশুনবে এই নিঃশ্বাসের কম্পন...আমি কোথাও যাইনি..এক পাও ফেলিনি...
02/06/2025

আমি কোথাও যাইনি...
ফারজানা কবির ঈশিতা
জুন ২০২৪ ইং

এখনো যদি শোনো
শুনবে এই নিঃশ্বাসের কম্পন...
আমি কোথাও যাইনি..এক পাও ফেলিনি দূরে।
তুমি যাকে "বিদায়" বলো,
সে তো শুধু এক মৌনতার নামান্তর;
তোমারই হৃদয়ের জানালায় বসে
আজও আমি দেখছি বৃষ্টি ধোওয়া সন্ধ্যা...
তোমার বাগানে যখন ঝরে পাতা,
গুনো না একা, গুনো না হতাশায়
আমিই তো সেই বাতাস, যে পাতাদের ছুঁয়ে বলে
ফিরবো আবার, সবুজ হবে আবার সময়।
তুমি "পর" বলেছো, ভেবেছো সব শেষ..!
যেখানে মিশে গেছি রক্তের গন্ধে,
"পর" শব্দটাই তো পর সেখানে..!
তোমার চোখের ভাষা বদলালেও,
আমার চোখে তুমি সেই যার হাসিতে মিশে ছিলো
রক্তজবার মতো লাল সকাল...
হ্যাঁ, জানি অন্য কেউ শুনবে তোমার গল্প,
কিন্তু জানো কি?
তোমার গল্পের পাতায় পাতায়
আমার নাম লেখা থাকবে অদৃশ্য কালিতে
যেমন নদীর তলায় লেগে থাকে ভালোবাসার পুরনো পাথর...
তুমি যতো দূরেই যাও আমার ছায়া নয়, আমি নিজেই
থাকবো তোমার চোখের কোণে,
তোমার নিঃশ্বাসের গভীরে,
তোমার নিশ্চুপ কান্নার স্বাদে... আমি যাইনি...
শুধু হয়তো থেমে আছি তোমারই ভেতরে
একটা শ্বাসের ব্যবধানে।

Address

Cumilla

Telephone

+8801955563669

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana Kabir Ish*ta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share