
10/07/2025
মহামুক্তিযুদ্ধের মন্ত্র
ফারজানা কবির ঈশিতা
২০২৫ ইং
ধর্ষকের এই অভয়ারণ্যে..
ধর্ষিতা সে নারী এ দেশের সকল পুরুষের মায়ের চোখ...
ফুটে আছে বস্ত্রহীন দেহের প্রতিটি ক্ষতে !
সে নারী আমি ও এই মাটির প্রতিটি কন্যা, জায়া,জননী!
সে নারী নির্বাক থাকা তোমাদের কন্যা
যে আজ ধর্ষকের খাটে ভেঙে পড়া শেকল হয়ে কাঁপে!
সে নারী তোমাদেরই বোন
যে বোনের ভবিষ্যৎ পুড়ে গেল নরকের আগুনে,
এ কোন ভূখণ্ড!!যেখানে ধর্ষক বটবৃক্ষ..
তার শেকড় রাষ্ট্রযন্ত্রের গর্ভে রক্ত খেয়ে লালিত হয় নিরাপদ নিরাপত্তায়...!
এই জাতির শিরায়-উপশিরায় রক্ত নয়..
৭১-এর গণকবর থেকে চুঁইয়ে পড়া পাকিস্তানি বীর্য স্রোত বয়! গুমোট আকাশে শোনা যায় হায়েনার হাসি..!
জেনে রাখো পাকিস্তানি প্রেতাত্মারা..
সেই ধর্ষিতার চোখেই জ্বলে উঠেছে একাত্তরের মশাল!
তার পুড়ে যাওয়া ভবিষতের ছাই থেকে জ্বলে উঠবে সাত কোটি চিতার শিখা..!
তারই ক্ষত বিক্ষত দেহে আঁকা হচ্ছে নতুন বাংলাদেশের রক্তমানচিত্র!
তার নিঃশব্দ চিৎকার হয়ে উঠেছে বিপ্লবের প্রথম সংবিধান..ধর্ষকের রক্তে লেখা হবে মুক্তি !
সেই নারীই এখন বাংলার দূর্গা,যার লাঞ্ছিত দেহেই জন্ম নেবে সূর্যোদয়ের বাংলাদেশ..।