18/09/2025
ভাঙা কাঁটার পঙক্তি
ফারজানা কবির ঈশিতা
২০২৫ ইং
কখনো একা হয়েছিলাম আকাশের নীলে,
কখনো বা রোদ্দুরে পুড়ে ছাই হয়েছিলাম ভুলে..
হাত বাড়ালেই চোখে পড়ে শূন্যতার দাগ,
কারো ফেলে যাওয়া হাসি জমে থাকে মেঘে মেঘে।
বেদনা আমার বুকে তার গেড়েছে বসত,
তার চোখে অনিদ্রা, হাতে কালো ক্ষত..
কাঁটার মতোন ফুটে থাকে স্মৃতিরা রাতের নির্জনতায়
রক্ত ঝরে, শুকোয় না, জমতে থাকে ধীরে ধীরে..!
তুমি কি কখনো থেমে দেখেছো নিজের ছায়াকে?
সেও তো কাঁদে, যখন তুমি ফিরে তাকাও না...
আমি হয়তো জন্ম নিয়েই ভুল করেছিলাম,
না হয় জন্ম নিয়েই শিখেছিলাম হারাতে।
ভালোবাসার অদৃশ্য ছুরি আমাকে কেবল ক্ষতের ক্ষরণই দিয়েছে
সময়ের গায়ে আমি লিখে যাই সে বেদনার কবিতা,
মৃত্যুও যেখানে হার মানে, শূন্যতা হয় আত্মহারা..
হাহাকারের সে রক্তাক্ত গাথা হারিয়ে যায়
ভাঙা হৃদয়ের নিঃশব্দ চিৎকারে..।