08/07/2025
📌 বর্তমান যুগের কঠিন ‘ফিতনা’ বা সমস্যার নাম স্মার্ট ডিভাইস ও সোশ্যাল প্লাটফর্ম। ঈমান-আকীদা বিধ্বংসী মতবাদ এবং অশ্লীলতা ছড়িয়ে পড়া ও সহজলভ্য হওয়া তো আছেই, সেই সাথে রয়েছে ‘বিখ্যাত’ হওয়ার বাসনা। আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে ‘ফেমাস’ হওয়া এবং ‘লাইক’, ‘ভিউ’ বা ‘ফলোয়ার’ বাড়ানোই অনেকের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এই তাড়নায় স্বল্প জ্ঞান নিয়ে মানুষ দ্বীন সম্পর্কে ভুল কথা বলছে। সোশ্যাল মিডিয়া ‘শায়খ’ আর ‘হাফিঃ’তে কানায় কানায় পূর্ণ! এত ‘শায়খ হাফিঃ’রা কোত্থেকে উদয় হল? তারা হয়ত নিজেরাও টের পাচ্ছে না যে সম্পদ বা খ্যাতির লোভই তাদের চালিকাশক্তি। এখন এমন একটা সময় যখন যে কেউ ফেসবুকে বা ইউটিউবে যা-তা কিছু একটা বলে বা করেও একদল ‘অনুসারী’ জোগাড় করে ফেলতে পারে। আর যদি একটু সুন্দর চেহারা, আকর্ষণীয় কণ্ঠ, উন্নত ভাষা কিংবা ইংরেজী কিছুর শব্দের সহায়তা নিয়ে মুসলিমদের জনগুরুত্বপূর্ণ জটিল বিষয়ে উত্তপ্ত কিছু মন্তব্য করা যায় তবে সেটা তো ‘ভাইরাল’ হয়ে ওঠার সংক্ষিপ্ততম পথ! ‘ইখলাস’ সম্পর্কে জ্ঞান বা জ্ঞানের চর্চা না থাকায় অনেকেই জাহান্নামের এই পথটি বেছে নিচ্ছে। জাহান্নামের পথ কেন বললাম?
🟢 কেননা নবী (সা.) থেকে বর্ণিত তিনি বলেছেন:
من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار
যে জ্ঞানের দ্বারা আলেমদের সাথে বিতর্ক করা, অজ্ঞদেরকে তর্কে পরাস্ত করা কিংবা মানুষের দৃষ্টিকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে জ্ঞান শিক্ষা করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন৷ তিরমিযী (২৬৫৪)