আস সুন্নাহ হিজামা এন্ড পলিপাস কেয়ার

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • আস সুন্নাহ হিজামা এন্ড পলিপাস কেয়ার

আস সুন্নাহ হিজামা এন্ড পলিপাস কেয়ার সুন্নাহভিত্তিক হিজামা ও পাকৃতিক উপায়ে পলিপাস চিকিৎসার বিশ্বস্ত চিকিৎসা কেন্দ্র।

08/07/2025

📌 বর্তমান যুগের কঠিন ‘ফিতনা’ বা সমস্যার নাম স্মার্ট ডিভাইস ও সোশ্যাল প্লাটফর্ম। ঈমান-আকীদা বিধ্বংসী মতবাদ এবং অশ্লীলতা ছড়িয়ে পড়া ও সহজলভ্য হওয়া তো আছেই, সেই সাথে রয়েছে ‘বিখ্যাত’ হওয়ার বাসনা। আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে ‘ফেমাস’ হওয়া এবং ‘লাইক’, ‘ভিউ’ বা ‘ফলোয়ার’ বাড়ানোই অনেকের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এই তাড়নায় স্বল্প জ্ঞান নিয়ে মানুষ দ্বীন সম্পর্কে ভুল কথা বলছে। সোশ্যাল মিডিয়া ‘শায়খ’ আর ‘হাফিঃ’তে কানায় কানায় পূর্ণ! এত ‘শায়খ হাফিঃ’রা কোত্থেকে উদয় হল? তারা হয়ত নিজেরাও টের পাচ্ছে না যে সম্পদ বা খ্যাতির লোভই তাদের চালিকাশক্তি। এখন এমন একটা সময় যখন যে কেউ ফেসবুকে বা ইউটিউবে যা-তা কিছু একটা বলে বা করেও একদল ‘অনুসারী’ জোগাড় করে ফেলতে পারে। আর যদি একটু সুন্দর চেহারা, আকর্ষণীয় কণ্ঠ, উন্নত ভাষা কিংবা ইংরেজী কিছুর শব্দের সহায়তা নিয়ে মুসলিমদের জনগুরুত্বপূর্ণ জটিল বিষয়ে উত্তপ্ত কিছু মন্তব্য করা যায় তবে সেটা তো ‘ভাইরাল’ হয়ে ওঠার সংক্ষিপ্ততম পথ! ‘ইখলাস’ সম্পর্কে জ্ঞান বা জ্ঞানের চর্চা না থাকায় অনেকেই জাহান্নামের এই পথটি বেছে নিচ্ছে। জাহান্নামের পথ কেন বললাম?

🟢 কেননা নবী (সা.) থেকে বর্ণিত তিনি বলেছেন:
من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار

যে জ্ঞানের দ্বারা আলেমদের সাথে বিতর্ক করা, অজ্ঞদেরকে তর্কে পরাস্ত করা কিংবা মানুষের দৃষ্টিকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে জ্ঞান শিক্ষা করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন৷ তিরমিযী (২৬৫৪)

08/07/2025

🎁 ইবনুল কায়্যিম (র.) বলেন:
“... এজন্য প্রতিফল কর্মের অনুরূপ হয়ে থাকে – তা ভালো হোক বা মন্দ। কাজেই,
👉 যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ্‌ তার দোষ গোপন রাখবেন।
👉 যে ব্যক্তি কোনো ঋণগ্রস্তের ভার লাঘব করে, আল্লাহ্‌ দুনিয়া ও আখিরাতে তাকে স্বস্তি দেবেন।
👉 যে ব্যক্তি কোনো ঈমানদারের দুনিয়াবী কষ্ট দূর করবে, আল্লাহ্‌ কিয়ামতের দিনের কষ্টগুলোর একটি তার থেকে দূর করে দেবেন।
👉 যে ব্যক্তি ক্রয়বিক্রয় সম্পন্ন হওয়ার পর আক্ষেপকারীর জন্য ক্রয়বিক্রয় বাতিল করবে, আল্লাহ কেয়ামতের দিন তার পদস্খলনকে উপেক্ষা করবেন।
👉 যে ব্যক্তি তার ভাইয়ের দোষ খুঁজে বেড়াবে, আল্লাহ্‌ তাঁর দোষত্রুটি অন্বেষণ করবেন।
👉 যে ব্যক্তি কোনো মুসলিমের ক্ষতি করবে, আল্লাহ্‌ তাঁর ক্ষতি নির্ধারণ করবেন।
👉 যে ব্যক্তি কাউকে ভারাক্রান্ত করবে, আল্লাহ তাকে ভারাক্রান্ত করবেন।
👉 যে ব্যক্তি কোনো মুসলিমকে এমন জায়গায় পরিত্যাগ করবে যেখানে তার সহায়তার প্রয়োজন ছিল, আল্লাহ্‌ তাকে এমন জায়গায় পরিত্যাগ করবেন যেখানে তার সহায়তার প্রয়োজন।
👉 যে ব্যক্তি কাউকে ক্ষমা করবে, আল্লাহ্‌ তাকে ক্ষমা করবেন।
👉 দয়াকারীদেরকে পরম দয়াময় দয়া করেন। আল্লাহ তার বান্দাদের মধ্যে কেবল দয়ালুদেরকেই দয়া করেন।
👉 যে ব্যক্তি দান করবে, তিনি তার উপর ব্যয় করবেন।
👉 যে ব্যক্তি সম্পদ আটকে রাখবে, আল্লাহও তার সম্পদের বরকত আটকে দেবেন।
👉 যে ব্যক্তি নিজের হক ছেড়ে দেবে, আল্লাহও ঐ ব্যক্তির ক্ষেত্রে নিজের হক ছেড়ে দেবেন।
👉 যে ব্যক্তি ছাড় দেবে, আল্লাহও তাকে ছাড় দেবেন।
👉 যে ব্যক্তি খুব চুলচেরা হিসাব করবে, আল্লাহও তার চুলচেরা হিসাব করবেন।...
[ইলামুল মুওয়াক্কিঈন ১/১৫০]

23/06/2025
🌿 পুরুষদের জন্য প্রাকৃতিক সমাধান! 🌿আপনার আত্মবিশ্বাস ও দাম্পত্য জীবন ফিরিয়ে আনুন MH Natural Care-এর বিশ্বস্ত হারবাল ফর্...
23/06/2025

🌿 পুরুষদের জন্য প্রাকৃতিক সমাধান! 🌿
আপনার আত্মবিশ্বাস ও দাম্পত্য জীবন ফিরিয়ে আনুন MH Natural Care-এর বিশ্বস্ত হারবাল ফর্মুলায়!

🦁 Special Men’s Power & Kasturi Super Power – এখন একসাথে!

🔹 দুর্বলতা কাটিয়ে এনে দেবে দীর্ঘস্থায়ী শক্তি
🔹 সহবাস সময় ও উত্তেজনা বৃদ্ধি করে
🔹 দ্রুত বীর্যপাত রোধে কার্যকর
🔹 যৌনশক্তি ও বীর্য উৎপাদন বৃদ্ধি করে
🔹 ধ্বজভঙ্গ, লি... ছোট বা দুর্বল সমস্যার প্রাকৃতিক সমাধান
🔹 সে..-শক্তি বাড়িয়ে এনে দাম্পত্য জীবনে এনে দেবে সুখ ও তৃপ্তি
🔹 সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও ১০০% প্রাকৃতিক

🍀 বিশ্বাসে আস্থা রাখুন, স্বাস্থ্য ফিরিয়ে আনুন প্রাকৃতিক উপায়ে।
📦 এখনই অর্ডার করুন — স্টকে সীমিত!

👇
🛒 [Shop Now]

📞 বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন:
01983934892

23/06/2025

বিসমিল্লাহ
আত্মীয়তার বন্ধন রক্ষার আদাব
১. আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আত্মীয়তার বন্ধন রক্ষা করব, তাদের সাথে উত্তম আচরণ করব।
২. দুনিয়াবি লাভের উদ্দেশ্যে আত্মীয়তার বন্ধন রক্ষা করব না। আত্মীয়-স্বজনকে দান-দাক্ষিণা করলে, তারা আমার প্রতি অনুগত থাকবে, আমার বিপদে পাশে দাঁড়াবে, এমন ‍উদ্দেশ্য মনে রাখব না।
৩. আত্মীয়-স্বজন আমার সাথে মন্দ আচরণ করলেও, আমি আত্মীয়তার বন্ধন রক্ষায় পিছপা হবো না।
৪. আত্মীয়-স্বজনের অভাব-চাহিদার প্রতি খেয়াল রাখব। দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
৫. প্রথমে একেবারে নিকটাত্মীয়ের প্রতি দরদী হবো, তারপর পযায়ক্রকে দূরের আত্মীয়ের প্রতি।
৬. আত্মীয়-স্বজন অন্যায় আচরণ করলেও, আত্মীয়তার দাবি হল, আমি তার সাথে উত্তম আচরণ করব। মন্দের বদলে মন্দ আচরণ করব না।
৭. আত্মীয়-স্বজনকে ভালো কাজের আদেশ করব, মন্দ কাজে নিষেধ করব। এটাও আত্মীয়তার বন্ধন রক্ষার দাবি। কাজটা হেকমত ও বুদ্ধিমত্তার সাথে করব। হুকুমের স্বরে কথা বলব না।
৮. আত্মীয়-স্বজনের সুখেদুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করব। তারা শরিয়তবিরোধী কাজে লিপ্ত থাকলে, নরম ভাষায় বিরত রাখার চেষ্টা করব। বোঝানো অব্যাহত রাখব। তাদের জন্য দোয়া করতে থাকব।

🌿বদহজম, বুক জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য কিংবা যেকোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন? আর নয় চিন্তা! 🌿আমাদের আয়ুর্বেদিক হ...
18/06/2025

🌿বদহজম, বুক জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য কিংবা যেকোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন? আর নয় চিন্তা! 🌿
আমাদের আয়ুর্বেদিক হজমি পাউডার দিচ্ছে কার্যকর সমাধান!
✅ বদহজম দূর করে
✅ কোষ্ঠকাঠিন্য কমায়
✅ বুক জ্বালাপোড়া থেকে মুক্তি দেয়
✅ আলসার সহ যেকোনো ধরনের গ্যাস্ট্রিকের জন্য কার্যকরী

আজই আপনার হজমি পাউডার অর্ডার করুন এবং সুস্থ থাকুন!

📢 দুর্বলতা আর নয়, এবার শরীর হবে চাঙ্গা! 📢ক্লান্ত লাগে? শরীরে কি এনার্জির অভাব? 💪🏼আপনার দৈনন্দিন জীবনে পর্যাপ্ত প্রোটিনের...
17/06/2025

📢 দুর্বলতা আর নয়, এবার শরীর হবে চাঙ্গা! 📢
ক্লান্ত লাগে? শরীরে কি এনার্জির অভাব? 💪🏼
আপনার দৈনন্দিন জীবনে পর্যাপ্ত প্রোটিনের অভাব পূরণ করতে এসে গেছে "All Protein Infallible Medicine"!
✨ "All Protein Infallible Medicine"-এর অবিশ্বাস্য কার্যকারিতা: ✨
✅ প্রোটিনের ঘাটতি পূরণ: আপনার শরীরের প্রয়োজনীয় প্রোটিনের যোগান দিয়ে দুর্বলতা দূর করে।
⚡ এনার্জি বৃদ্ধি: দিনভর থাকুন প্রাণবন্ত ও সতেজ! কাজে পান দ্বিগুণ উৎসাহ।
👶 দেহের বৃদ্ধি: সঠিক পুষ্টির মাধ্যমে শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে।
🧱 কোষ গঠন: নতুন কোষ তৈরি করে এবং শরীরের অভ্যন্তরীণ গঠনকে মজবুত করে।
🩹 ক্ষয় পূরণ: আঘাত বা রোগের পর শরীরের দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে।
😌 শরীরের ব্যথা নিবারণ: শরীরের ছোটখাটো ব্যথা কমাতে বিশেষভাবে কার্যকর।
যারা দুর্বলতা অনুভব করছেন, যাদের শরীরে প্রোটিনের অভাব রয়েছে, যারা আরও বেশি কর্মক্ষম থাকতে চান – তাদের জন্য "All Protein Infallible Medicine" হতে পারে আপনার সেরা সঙ্গী!
🌱 "All Protein Infallible Medicine" – সুস্থ জীবনের পথে আপনার বিশ্বাসযোগ্য সহযোগী!

💕অল প্রোটিন 💕 এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন আজই যোগাযোগ করুন নিম্ন ঠিকানায়
01983-934892

যেখানে পাওয়া যাবে আত্মার খোরাক
17/06/2025

যেখানে পাওয়া যাবে আত্মার খোরাক

17/06/2025

পথটা কষ্টের লাগছে? মনে হচ্ছে আর সহ্য করা যাচ্ছে না? থেমে যাবেন না... আপনি কার জন্য লড়ছেন, তা ভুলে যাবেন না।

---
জান্নাত — এ পুরস্কার কোনো সাধারণ পথচারীর জন্য নয়। এটা সেই বান্দার জন্য, যিনি কাঁদে, লড়ে, সবর করে — তবুও ফিরে তাকায় না। আপনার সামনে থাকবে কাঁটা, ক্লান্তি, সংশয়। কিন্তু আপনি চলবেন, কারণ আপনি জানেন — আল্লাহর রাহে আপনার প্রতিটি পদক্ষেপ ওজন পাবে মীযানে ।

---
আল্লাহর ওলি হওয়ার পথ আরাম নয় — এ পথ কাঁটার, ত্যাগের, রক্ত-ঘামের। কিন্তু সেই রক্ত একদিন জান্নাতের সুগন্ধে পরিণত হয়। সেই কষ্টই একদিন হবে আল্লাহর সান্নিধ্যের টিকিট।

---
আপনার রব আপনাকে দেখছেন। তিনি দেখছেন — আপনি কিভাবে দাঁত চেপে ধরে সবর করছেন,কিভাবে চোখের পানি লুকিয়ে দুআ করছেন,কিভাবে হেরে যাওয়ার পরও উঠছেন শুধুমাত্র তাঁর জন্য।

---
তাই, থামবেন না। পিছিয়ে যাবেন না। চলতে থাকুন — কারণ আপনার শিখর জান্নাতের দরজায় গিয়ে ঠেকবে, ইন শা আল্লাহ। সেই শিখরই একদিন ঘোষণা দেবে — "তোমার কষ্ট বৃথা যায়নি।"

---
আল্লাহ তাআলা বলেন,

"(হে মুসলিমগণ!) তোমরা কি মনে করেছ, তোমরা জান্নাতে (এমনিতেই) প্রবেশ করবে, অথচ এখনও পর্যন্ত তোমাদের উপর সেই রকম অবস্থা আসেনি, যেমনটা এসেছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। তাদেরকে স্পর্শ করেছিল অর্থ-সংকট ও দুঃখ-কষ্ট এবং তাদেরকে করা হয়েছিল প্রকম্পিত, এমনকি রাসূল এবং তাঁর ঈমানদার সঙ্গীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? মনে রেখ, আল্লাহর সাহায্য অতি নিকটেই।"
--- [সূরা বাকারাহ, আয়াত:২১৪]

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when আস সুন্নাহ হিজামা এন্ড পলিপাস কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আস সুন্নাহ হিজামা এন্ড পলিপাস কেয়ার:

Share