History Fact Ai Bangla

History Fact Ai Bangla Please follow and like my new page,
(5)

একটা জাতিকে খাদ্য অভাবের মাধ্যমে শেষ করে ফেলছে। অথচ জাতিসংঘ মানবাধিকারের নামে বুলি উড়ায়..!🥲💔
26/07/2025

একটা জাতিকে খাদ্য অভাবের মাধ্যমে শেষ করে ফেলছে। অথচ জাতিসংঘ মানবাধিকারের নামে বুলি উড়ায়..!🥲💔

Finally they're are married! 🥹❤️
26/07/2025

Finally they're are married! 🥹❤️

আমার এবং আপনার সবার স্বপ্ন,,, আল্লাহ যেনো কবুল করুক,,আমিন..! 🤲
26/07/2025

আমার এবং আপনার সবার স্বপ্ন,,, আল্লাহ যেনো কবুল করুক,,আমিন..! 🤲

নিঃসন্দেহে যাকে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে! সে পুরো পৃথিবীর ঘুরে হলেও আপনার কাছেই আসবে।❤️🌸
26/07/2025

নিঃসন্দেহে যাকে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে! সে পুরো পৃথিবীর ঘুরে হলেও আপনার কাছেই আসবে।❤️🌸

26/07/2025

হে উম্মাহ'র শাসক গোষ্ঠী সেদিন কোন অজুহাত দেখাবে? যেদিন এই দুটি পা সাক্ষী দেবে!🥲

সূর্য এর মা (Sharmin Sathi) আন্টির স্টাটাস...Brave Kid ❤️"আমার ছেলে সূর্য সময়ের একটা ভিডিও দেখলাম। সেখানে সূর্য ওর স্কুল...
25/07/2025

সূর্য এর মা (Sharmin Sathi) আন্টির স্টাটাস...

Brave Kid ❤️

"আমার ছেলে সূর্য সময়ের একটা ভিডিও দেখলাম। সেখানে সূর্য ওর স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে আছে।

এই ভিডিওটা অনেকে হয়তো দেখেছেন। সূর্য কীভাবে বেঁচে গেলো সে কথা বলি। সূর্য রবিবারে ক্লাসে না যাওয়ায় হোমওয়ার্ক ছাড়াই পরের দিন ২১ জুলাই সোমবার ক্লাসে গিয়েছে। সেজন্য ডিটেনশন ক্লাসে ওর ক্লাস টিচার যেতে বলে। ডিটেনশন ক্লাস বলতে যারা হোমওয়ার্ক করে না বা ক্লাসে পড়া দিতে পারে না তাদেরকে ছুটির পরে এক্সট্রা টাইম স্কুলে রেখে পড়া আদায় করে বাসায় পাঠানো হয়।

সূর্যের ক্লাস টিচার বাপ্পি স্যার সূর্যসহ পাঁচজনকে বলে, তোমরা ওই কর্নারের ক্লাস রুমে যাও। আমি একটু পরে আসছি। সূর্যসহ পাঁচজন একেবারে ভবনের শেষ রুমের আগের রুমে যাচ্ছে। ঠিক সেই সময়ে বিকট আওয়াজ শুনে সূর্য পেছন দিকে তাকিয়ে দেখে ওরই ক্লাসরুমের সামনে দাউ দা উ করে আ গু ন জ্ব। লছে। একজন ক্লাস রুম থেকে বের হতে গিয়ে মূহুর্তের মধ্যে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেলো। ওরা ঘাবড়ে গিয়ে দ্রুত কর্নারের ক্লাস রুমে ঢুকে গেলো।

ওদের ডিটেনশন রুম পর্যন্ত আ গু। ন পৌঁছোতে পারেনি। রুমের ভেতর আ গু নের তাপ এসে তাপমাত্রা ৭০° সেন্টিগ্রেডের মতো ছিল (সূর্যের কথা অনুযায়ী)। সূর্যের মনে হচ্ছিল শরীর তাপে পু ড়ে যাচ্ছে। ওরা পাঁচজন জানালার কাছে গিয়ে শ্বাস নেবার চেষ্টা করছিল। কারণ তখন রুমের ভেতর কালো ধোঁয়ায় শ্বাস নিতে পারছিলো না। শ্বাস নিতে গেলে মনে হচ্ছিল ভেতরটা পু ড়ে যাচ্ছে।

পরিস্থিতি একটু স্বাভাবিক হবার পর সূর্য ক্লাস রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই কয়েকজন ছাত্র ভীড়ের ভেতর থেকে হাত দিয়ে ইশারা করছে ডান দিকে যাবার জন্য। সূর্য ডান দিকে তাকাতেই দেখে ওখানে গ্রিল কেটে একটা বের হবার রাস্তা তৈরি করা হয়েছে। ও দেখে এগিয়ে গিয়ে বলে, আপনারা দাঁড়ান। আমি আমার বন্ধুদের নিয়ে আসছি। সূর্য তাড়াতাড়ি ওর বন্ধুদের ডেকে বাইরে নিয়ে আসলো। এরপর কার্নিশের ওপরে দাঁড়িয়ে থেকে আগে বন্ধুদের নামার সুযোগ করে দিলো।

আমার ছেলেকে আমি যে শিক্ষা দিয়ে বড় করেছি তার যথাযথ ব্যবহার ও করে দেখালো জাতিকে। আমার ছেলেকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। আমি কখনো ওকে বলিনি, বাবা, তোমাকে এ প্লাস পেতে হবে। কখনো বলিনি তোমাকে ফার্স্ট হতে হবে। আমি সব সময় চেয়েছিলাম আমার ছেলে সূর্য যেন একজন মানবিক মানুষ হয়।"🖤

Only Honours students can understand..! ☺️
25/07/2025

Only Honours students can understand..! ☺️

প্রেমের টানে আমেরিকার তরুণী এখন বাংলাদেশে 🤣
25/07/2025

প্রেমের টানে আমেরিকার তরুণী এখন বাংলাদেশে 🤣

“হে আল্লাহ! আমাদের বংশধারা থেকে এমন নেক (সৎ) সন্তান দান করো, যারা তোমার ইবাদত সুন্দরভাবে করবে।” 🤍✨
25/07/2025

“হে আল্লাহ! আমাদের বংশধারা থেকে এমন নেক (সৎ) সন্তান দান করো, যারা তোমার ইবাদত সুন্দরভাবে করবে।” 🤍✨

দারাজের 59 tk mystery box থেকে পাওয়া, এটা পইরা আমি এখন কই যাবো 🙂
25/07/2025

দারাজের 59 tk mystery box থেকে পাওয়া, এটা পইরা আমি এখন কই যাবো 🙂

25/07/2025

গাজা বাসির অবস্থা দেখেন,আর আমরা কত শান্তিতে আছি,,,আহা!তবু ও আমাদের কতো অভিমান, অভিযোগ 🙂
আল্লাহ তুমি গাজাবাসীদের রক্ষা করো, আমিন 🤲

বৃহস্পতিবার রাতে আব্বু চলে যায়। শুক্রবার বাদ জুম'আ জানাজা শেষ করে সবাই আব্বুকে ফ্রিজিং ভ্যান রেখে বাড়িতে চলে আসে। কারণ আ...
25/07/2025

বৃহস্পতিবার রাতে আব্বু চলে যায়।
শুক্রবার বাদ জুম'আ জানাজা শেষ করে সবাই আব্বুকে ফ্রিজিং ভ্যান রেখে বাড়িতে চলে আসে। কারণ আমার বড় বোন ও দুলাভাই বাড়ি পৌঁছাতে আসরের সময় হবে। তারপর দাফন করা হবে।

---- বাড়ির উঠানে দেখলাম পাশের বাড়ি থেকে ডেগচি ভর্তি খাবার পাঠিয়েছে। গরুর মাংস, ভাত ও ডাল।
বিশ্বাস করেন বাড়িতে এসে সবাই প্লেট নিয়ে ছুটাছুটি শুরু করে দিয়েছে। কেউ আলু খাবে না শুধু মাংস লাগবে। কেউ বলছে আরে তাড়াতাড়ি যা খাবার শেষ হয়ে যাবে। কেউ একবারের জায়গায় ৩ বার নিয়ে দিব্যি গিলছে। কেউ তো আবার খাওয়ার পর ঢেকুর তুলে পান সুপারি চাচ্ছে।
আমি ঘরের দুয়ারে বসে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম সব।
আব্বুর জন্য অনেক মায়া হচ্ছিলো। কলিজা ছিড়ে যাচ্ছিলো। মন চাইছে গিয়া শক্ত কইরা জড়াইয়া ধইরা বইসা থাকি। "আমার আব্বু তো সেই বৃহস্পতিবার থেকে কিছু খাইলো না!! এতো ঠান্ডার মধ্যে একা একা ঘুমিয়ে আছে"। আমার আম্মু, ভাই-বোন, আমার জামাই সবাই সেই বৃহস্পতিবার সকালে নাস্তা করেছি আর কিচ্ছু খাই নাই। কেউ এসে একবারের জন্য জিজ্ঞেস করে নাই কিরে আয় তোরা আগে খা। সবার খাবার খাওয়া শেষ। খাবার শর্ট পড়েছে। আবার রান্না করে পাঠিয়েছে। তারপর কেউ এসে জিজ্ঞেস করলো কিরে খাইছিস?? খাইয়া নে??
তারপর খাওয়া শেষে অনেকেই বিদায় নিয়ে চলে যাচ্ছে।
আমি শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম।

---- তারপর উপলব্ধি হলো, যা গেছে আমাদের গেছে। আমার আব্বুর জন্য তারা কেনো না খেয়ে থাকতে যাবে। তারা তো আব্বুর ভাই-বোন অনান্য আত্মীয় স্বজন মাত্র। শূন্যতা অনুভব শুধু রক্তের হয়। বাকিসব পর। দুনিয়াতে কেউ কারোর না ট্রাস্ট মি, কেউ নাহ্!!
এরকম পরিস্থিতিতে যেনো আল্লাহ তায়ালা আর কাউকে না ফেলে।
"বাবা ছাড়া প্রতিটি সেকেন্ড যেনো এক একটি বছরের ন্যায়" এই শূন্যতা, অপূর্ণতা সারাজীবনের।

"রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা"

Address

Cumilla

Opening Hours

Monday 01:00 - 12:30
Tuesday 01:00 - 12:30
Wednesday 01:00 - 12:30
Thursday 01:00 - 12:29
Saturday 01:00 - 12:00
Sunday 01:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when History Fact Ai Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share