19/11/2024
আম জনতার বস্ আসিফ আকবর
আশা করছি আপনারা সবাই
আমাকে ফলো করবেন
আমিও ফলো ব্যাক দিব আপনাদের
আর জে রনি, আমার ফ্যান। তাঁকে আমি চিনি ফেসবুকের মাধ্যমেই। নিঃশর্ত ভালবাসা শিক্ষা বিষয়ক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। সফরকালে বিশ্বের সব প্রান্তেই বহু ফ্যানদের সাথে মিশেছি, রনি সম্পূর্ন আলাদা। আমি যথাসম্ভব ধৈর্য্য নিয়ে ফ্যানদের ফেস করার চেষ্টা করি, কারন ওরা আমার শক্তি। মাঝে মাঝে খুব রেগেও যাই, বকাবকি করি। তবে নো রেজাল্ট, এরা বকাবকিও পছন্দ করে।
গতবছর একটা সফরে মালয়েশিয়া ছিলাম প্রায় পনের দিন। রনি কুয়ালালামপুর থেকে অনেকটা দুরে জহুরবারু থাকে। সময়টা ছিল ঈদের, অলরেডি ওখানে যোগাযোগ প্রায় বন্ধ। আমি তাঁকে ডেকেছি আমার সাথে থাকার জন্য, আমার কাজের সুবিধার জন্য। তখনও আমি বুঝতে পারিনি রনি আসতে চাইলে সেটা তার জন্য অনেক কষ্টের হবে। সে টারজানের মত কিভাবে যেন চলে এলো, এবং আমার সাথে মালয়েশিয়ায় ছায়ার মত থাকলো শেষ দিন পর্যন্ত।
রনি তার কাজ এবং সেখানে অবস্থান নিয়ে সমস্যায় ছিল। বুঝতে পেরেছি পরে, তবে ঐসব নিয়ে তার মধ্যে কোন প্রতিক্রিয়া ছিলনা। আমার প্রতি তার ভালবাসার পারদটা ঠিক কোথায় অবস্থান করছে সেটাও বুঝতে পারিনি। এটুকু বুঝেছি, রনির মত হওয়া দূষ্কর। স্বভাবে চুপচাপ, প্রখর ব্যক্তিত্ব আর চূড়ান্ত দায়িত্বশীলতার মুর্ত প্রতীক আমার এই আর জে রনি। ছবি তোলায় ওর কোন আগ্রহ দেখিনি, উল্টো আমিই সেধে সেধে ছবি তুলেছি। রনির কাছ থেকে অনেক পন্ডিতের শেখার অনেক কিছু আছে, আমিও শিখেছি। আজ স্নেহের রনির জন্মদিন। শুভ জন্মদিন রনি, আনন্দে বাঁচো। সাধারন থাকতে পারাটা সবচেয়ে অসাধারন কাজ, রনি তুমি অসাধারন...
ভালবাসা অবিরাম...
ছবি- বিপ্লব ( কুয়ালালামপুর)