19/08/2025
জনপ্রিয় একটা প্রবাদ আছে; পুরুষ রাগ করলে হয় বাদশা, আর নারী রাগ করলে হয় বেশ্যা।
মানে পুরুষ যতই রাগ কর তুমি ঠিক। রাগ তোমার মাথার তাজ। তোমার মাথার মুকুট! আর নারী রাগ করবে না। সে সহ্য করবে। না করলে তার চরিত্র খারাপ!
আর এইভাবে যুগে যুগে পুরুষ রাগকে বৈধতা দেওয়া হয় । তো পুরুষও রাগ হলেই বউ পেটায়। বউয়ের কাজ হল স্বামীর রাগ সহ্য করা।
পুরুষ একদিন বউ পেটায়, ২ দিন বউ পেটায়, ৩ দিন বউ পেটায়। পেটাতে পেটাতে মেরে ফেলে। রাগ পুরুষের গর্ব, তাই পুরুষ রাগ করবে, নারী সহ্য করবে।
পুরুষ রাগের মাথায় বউ পিটিয়ে মেরে ফেলবে। কিন্তু বউ কিছুই বলতে পারবে না। তানা হলে সমাজ বলবে বউয়ের দোষ। স্বামী মুখে মুখে তর্ক করে। স্বামী তালাক দিতে পারবে না, তাহলে সমাজ বলবে কাবিন ব্যবসায়ী। মেয়ে বাবা মায়ের কাছে গেলে সমাজ বলবে মেয়ের বাবা মা চালাক। তাই মেয়ের সংসার হয়নি। মেয়ে আলাদা হলে বলবে মেয়ের চরিত্র খারাপ, পরকীয়া করে।
স্বামী বউ পেটাবে, পেটাতে পেটাতে মেরে ফেলবে তাও ঐ নারীর দোষ! তার বাবা মায়ের দোষ! পুরুষের কোনো দোষ নেই। রাগ পুরুষের মাথার মুকুট। পুরুষ সব জান্নাতি। বরং নারীরা জাহান্নামি!
দয়াকরে কেউ ত্যান্যা প্যাঁচাতে আসবেন না।