Nishu & Rofik

Nishu & Rofik সবাই পেজ টা ফলো দিয়ে পাশে থাকবেন✅🥰😍
(40)

জনপ্রিয় একটা প্রবাদ আছে; পুরুষ রাগ করলে হয় বাদশা, আর নারী রাগ করলে হয় বেশ‍্যা। মানে পুরুষ যতই রাগ কর তুমি ঠিক। রাগ তো...
19/08/2025

জনপ্রিয় একটা প্রবাদ আছে; পুরুষ রাগ করলে হয় বাদশা, আর নারী রাগ করলে হয় বেশ‍্যা।
মানে পুরুষ যতই রাগ কর তুমি ঠিক। রাগ তোমার মাথার তাজ। তোমার মাথার মুকুট! আর নারী রাগ করবে না। সে সহ‍্য করবে। না করলে তার চরিত্র খারাপ!
আর এইভাবে যুগে যুগে পুরুষ রাগকে বৈধতা দেওয়া হয় । তো পুরুষও রাগ হলেই বউ পেটায়। বউয়ের কাজ হল স্বামীর রাগ সহ্য করা।
পুরুষ একদিন বউ পেটায়, ২ দিন বউ পেটায়, ৩ দিন বউ পেটায়। পেটাতে পেটাতে মেরে ফেলে। রাগ পুরুষের গর্ব, তাই পুরুষ রাগ করবে, নারী সহ্য করবে।
পুরুষ রাগের মাথায় বউ পিটিয়ে মেরে ফেলবে। কিন্তু বউ কিছুই বলতে পারবে না। তানা হলে সমাজ বলবে বউয়ের দোষ। স্বামী মুখে মুখে তর্ক করে। স্বামী তালাক দিতে পারবে না, তাহলে সমাজ বলবে কাবিন ব‍্যবসায়ী। মেয়ে বাবা মায়ের কাছে গেলে সমাজ বলবে মেয়ের বাবা মা চালাক। তাই মেয়ের সংসার হয়নি। মেয়ে আলাদা হলে বলবে মেয়ের চরিত্র খারাপ, পরকীয়া করে।
স্বামী বউ পেটাবে, পেটাতে পেটাতে মেরে ফেলবে তাও ঐ নারীর দোষ! তার বাবা মায়ের দোষ! পুরুষের কোনো দোষ নেই। রাগ পুরুষের মাথার মুকুট। পুরুষ সব জান্নাতি। বরং নারীরা জাহান্নামি!

দয়াকরে কেউ ত‍্যান‍্যা প্যাঁচাতে আসবেন না।

16/08/2025

সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় এইটা আমি বিশ্বাস করি🤗

14/08/2025

কাওকে উড়তে দেখে তার ডানা কাটার চিন্তা বাদ দিন...!
নিজে উড়তে চেষ্টা করুন।জীবন সুন্দর🖤🌸

08/08/2025

আমরা মানুষ চিনতে ভুল করি আর দোষ দেই ভাগ্যের😑

03/08/2025

মন খারাপ থাকলে কোনো কিছুই আর ভালো লাগে না।ইস কত কিছুই না হারাইলাম আমরা🥲

29/07/2025

মানুষ তার জীবনের বিরাট একটা অংশ অভিমান করেই কাটিয়ে দেয়😔🌸

27/07/2025

কখন কোথায় থেকে সরে আসতে হবে এইটা বুঝতে পারলে জীবন সুন্দর🌸🖤

24/07/2025

মাইলস্টোন স্কুলের যে ক্লাসরুম গুলো পুড়ে গিয়েছে সেগুলো ঠিকঠাক করার জন্যে মিস্ত্রী আনা হয়েছে, কিছু কিছু রুম ঘষেমেজে পরিষ্কার করা হচ্ছে।

রক্তের দাগ, মেঝেতে লেগে থাকা পোড়া শরীরের ঝলসানো মাংস, হাড়গোড় সবকিছুই পরিষ্কার করে সরানো হচ্ছে।

রবিবার থেকে স্কুল খোলার নির্দেশও দেয়া হয়েছে।

বাচ্চারা আবারও সেই চিরচেনা ক্লাসরুমে যাবে।
স্কাই সেকশন, ক্লাউড সেকশনের বাচ্চারা দেখবে তাদের পরিচিত অনেক বন্ধুরাই নেই, শুধু বেঞ্চে লেগে থাকা ঝলসানো মাংস আর স্মৃতিগুলো আছে।

এই ক্লাসরুমে বসেই তো একসাথে ক্লাস করতো, খেলতো, গান গাইতো ওরা। অথচ অনেকেই আর ক্লাসে আসবে না।

স্কুলের মাঠ দেখে বাকি স্টুডেন্টদেরও মনে পড়বে সেদিনের কথা।

কিন্তু বছর ঘুরলেই বাচ্চারাও হয়তো চিরায়ত নিয়ম মেনে আবারও ক্লাস করবে, গান গাইবে, খেলবে, ভুলে যাবে অনেককিছু।

পৃথিবী কারো জন্যেই থেমে থাকে না। ঝলসানো শরীরে মারা যাওয়া নিষ্পাপ বাচ্চাদের জন্যেও হয়তো থেমে থাকবে না।

এক টপিকের পর আরেক টপিক আসবে, নতুন কনটেক্সটের ভিড়ে আমরাও হয়তো ভুলে যাব সবকিছু।

কিন্তু যেই মা তার সন্তানের পোড়া লাশ ছুঁয়েছে সে-ই মা কি আর কোনদিনও ভুলতে পারবে.?

24/07/2025

আপনার আত্মসম্মানবোধ আপনার আবেগের চেয়ে বেশী হওয়া উচিৎ ☺️🌸

22/07/2025

ক্ষুদ্র জীবন আমাদের।১ সেকেন্ড এর যেখানে বিশ্বাস নাই সেখানে আমরা ভবিষ্যৎ নিয়ে কত হাজার কল্পনা করে বসি🥺

মানুষ তার ব্যবহার এর কারনে আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে👍🙂
20/07/2025

মানুষ তার ব্যবহার এর কারনে আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে👍🙂

20/07/2025

ধনী পুরুষ এর চেয়ে যত্নশীল পুরুষ হাজার গুনে উত্তম...🌸🌹

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishu & Rofik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category