Salma Zahan

Salma Zahan �Assalam alaikum ��...Hello Everyone �... This is me SALMA MOIN SAIMA... Everyone is welcome to come to my channel..��

নাম ছিল বিল হাস্ট। মানুষ তাঁকে চিনত “স্নেক ম্যান” নামে। সারা জীবন বিষধর সাপ নিয়ে কাটিয়েছেন তিনি—তবে শুধু বিনোদনের জন্য...
12/08/2025

নাম ছিল বিল হাস্ট। মানুষ তাঁকে চিনত “স্নেক ম্যান” নামে। সারা জীবন বিষধর সাপ নিয়ে কাটিয়েছেন তিনি—তবে শুধু বিনোদনের জন্য নয়, বরং এক বিস্ময়কর বিশ্বাস থেকে। তাঁর মতে, সাপের বিষেই লুকিয়ে আছে বহু রোগের ওষুধ, এমনকি সুস্থতার চাবিকাঠিও।

শুরুর গল্পটা একটু অন্যরকম। ১৯১৭ সালে, মাত্র সাত বছর বয়সে খেলতে খেলতে প্রথমবার সাপ ধরেন হাস্ট। তখন থেকেই শুরু হয় সাপের প্রতি এক অদ্ভুত টান। ধীরে ধীরে পড়াশোনার গণ্ডি ছেড়ে পা রাখেন সাপের জগতে। নিজেই একটা ভ্রাম্যমাণ সাপ প্রদর্শনী দল গড়ে তোলেন এবং দেশজুড়ে ঘুরে ঘুরে মানুষের সামনে বিষধর সাপ নিয়ে দেখাতে থাকেন নানা কৌশল।

কিন্তু এখানেই শেষ নয়। ১৯৪৭ সালে মিয়ামিতে গড়ে তোলেন “Miami Serpentarium”—একটা অভিনব সাপঘর, যেখানে প্রতিদিন দর্শকদের সামনে সাপের বিষ সংগ্রহ করতেন তিনি নিজে। আর তার পাশাপাশি শুরু করেন আরও এক অভূতপূর্ব কাজ—নিজের শরীরে অল্প মাত্রায় সাপের বিষ ইনজেকশন নেওয়া।

প্রথমে অল্প করে, পরে রীতিমতো নিয়ম করে নানা বিষধর সাপের বিষ নিতে শুরু করেন—কোবরা, মাম্বা, র‍্যাটল স্নেক, আরও কত কী! উদ্দেশ্য একটাই—শরীরে এমন প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, যাতে সাপের কামড়েও প্রাণ না যায়।

এই অদ্ভুত পদ্ধতিই পরে তাঁকে অন্তত ২০ বার বাঁচিয়ে দিয়েছিল—যেখানে অন্য কেউ হলে নিশ্চিত মৃত্যু হতো। শুধু তাই নয়—তাঁর শরীরে গঠিত অ্যান্টিবডি কখনো কখনো অন্যের শরীরেও ব্যবহার করা হয়েছে। জানা যায়, এভাবে অন্তত ২১ জন মানুষের প্রাণ বাঁচানো গিয়েছে।

মজার বিষয়, তিনি ছিলেন না কোনো ডাক্তার কিংবা বৈজ্ঞানিক। তবুও অভিজ্ঞতা, সাহস আর নিষ্ঠার কারণে বহু চিকিৎসক ও গবেষক তাঁর সঙ্গে কাজ করতে চাইতেন। সাপের বিষ দিয়ে আর্থরাইটিস, এমনকি মাল্টিপল স্ক্লেরোসিসের চিকিৎসা নিয়েও তিনি নানা পরীক্ষা চালান।

আর অবিশ্বাস্য হলেও সত্যি—এই ‘বিষ-পুরুষ’ বেঁচে ছিলেন একশো এক বছর। ২০১১ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি বিশ্বাস করতেন, সাপের বিষই তাঁকে সুস্থ রেখেছে এত বছর।

।। সংগৃহীত।।
কপি- মোঃ জিয়াউর রহমান

゚viralfbreelsfypシ゚viral ゚

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গা"!: জা বাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছে...
25/07/2025

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গা"!: জা বাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছে। আর দুআ কর‌ছে সমু‌দ্রের ঢেউ যেন এ গু‌লে‌া‌কে গাজা উপকূ‌লে পৌঁ‌ছে দেয়। আল্লাহ তাআলার প‌ক্ষে তা ক‌ঠিন কিছু নয়। তি‌নি শিশু মূসা‌কে ফেরাউনের ঘা‌টে পৌঁ‌ছে‌ দি‌য়ে‌ছি‌লেন।
আল্লাহ তায়ালা ভাইদের এ প্রচেষ্টাকে কবুল করুন, আমিন।

■এটা থেকে আমরা বুঝতে পারি মন থেকে চাইলে অনেক কিছুই করা সম্ভব। ❤️

যাচ্ছ কোথা?স্বর্গ যেথা।কিসের জন্য? পৃথিবী জঘন্য।নিষ্ঠুর মৃত্যু বুঝি?হ্যা, বাবুজি।কেমন মৃত্যু তবে?পুড়ে মরেছে সবে।মরলো কজ...
23/07/2025

যাচ্ছ কোথা?
স্বর্গ যেথা।
কিসের জন্য?
পৃথিবী জঘন্য।
নিষ্ঠুর মৃত্যু বুঝি?
হ্যা, বাবুজি।
কেমন মৃত্যু তবে?
পুড়ে মরেছে সবে।
মরলো কজন?
শিশুরা অনেকজন।
কেমনে হলো?
কারণ স্কুলে গেল।
কী বলো ভাই?
সত্যি- দেখতে এসেছিল সবাই।
কী হল কি কেমন করে?
মাথার উপর প্লেন পড়ে।
আঃ বল কি।
পুরো শরীর পুড়েছে বৈকি।
এই কেবলি?
হলো মায়ের বুকও খালি।
বাঃ কী দেশ!
বাংলা শেষ।
এবার থামো।
মরে যেন বাঁচলাম আমিও।
আমিও যাই?
তৈরী থেকো রোজ, মশাই।

মাত্র ১ দিন আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল বড় বোন নাফিয়া। আর আজ সেই পথেই পাড়ি দিল ছোট ভাই নাফি।একদিন ধরে হাসপাতালের বে...
23/07/2025

মাত্র ১ দিন আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল বড় বোন নাফিয়া। আর আজ সেই পথেই পাড়ি দিল ছোট ভাই নাফি।
একদিন ধরে হাসপাতালের বেডে নিথর পড়ে ছিল নাফি, যুদ্ধ করছিল জীবন আর মৃত্যুর মাঝখানে।
কিন্তু শেষমেশ, ওর কোমল চোখগুলোও চিরতরে বন্ধ হয়ে গেল।

একটি বাড়ি থেকে একসাথে দুই সন্তানের বিদায়...
একজন মায়ের বুক আজ শূন্য,
একজন বাবার বুক আজ নিঃস্ব।

এই শোক শুধু শব্দে প্রকাশ করা যায় না। এটা অনুভবের বাইরে। এটা মৃত্যু নয়, এ যেন বেঁচে থেকেও প্রতিদিন মরার নাম।
বাবা-মা এখন কাকে বুকে নিবে? কার মাথায় হাত রেখে বলবে “ভয় পাস না, আমি আছি”?

এই দুই ভাইবোনের হাসিমুখ আজ আর শুধু ছবিতে রয়ে গেল…
স্কুলে শিক্ষা নিতে গিয়ে একঝাঁক স্বপ্নও ঝরে গেল।

আল্লাহ যেন এই দুই নিষ্পাপ সন্তানের জান্নাত নসিব করেন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য দান করেন।

@ সংগৃহীত

Note :photo generated by Ai
#ভাইবোন #বিমান_দুর্ঘটনা #বাংলাদেশ #শেষবিদায় #ভাইরাল_পোস্ট #আল্লাহর_দয়ার_আশায় #হৃদয়বিদারক #জীবনের_নির্মমতা

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি...
21/07/2025

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ...জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া

এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।এই মৃত্যু দুর্ঘটনা নয়। এটা ব্যর্থতা। এটা দুর্নীতি। এটা বিশ্বাসঘাতকতা।

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সৌল অফ ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

বিমান দূর্ঘটনা দিয়াবাড়ি উত্তরামাইলস্টোন স্কুল অনেক বাচ্চা মারা  ৩০+ গেছে ।😭 অনেক হাসপাতালে আছে অনেক ব্লাড প্রয়োজন।প্ল...
21/07/2025

বিমান দূর্ঘটনা দিয়াবাড়ি উত্তরা
মাইলস্টোন স্কুল অনেক বাচ্চা মারা ৩০+ গেছে ।😭 অনেক হাসপাতালে আছে অনেক ব্লাড প্রয়োজন।প্লিজ সবাই এগিয়ে আসুন।
Urgent blood donors are needed for Dhaka Medical Burn Unit, Uttara Adhunik Medical College,and Monsur Ali Medical College.
Please come forward and help!🤲🩸

"কিছু মা কেবল তাদের সন্তানদের জন্যই বেঁচে থাকেন "❤️‍🩹
18/07/2025

"কিছু মা কেবল তাদের সন্তানদের জন্যই বেঁচে থাকেন "❤️‍🩹

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬প্রাথমিক ভাবে ধারণা করা হয় 🔹 জ্বর বা ইনফেক...
17/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

Pic for attention, AI generated pic

08/07/2025

🌿Don't miss this video and keep enjoy❤️‍🔥🙃



Royal Garden Restaurant Uttara ゚ The Royal Garden

Address

Cumilla

Telephone

+8801624810862

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salma Zahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salma Zahan:

Share