
19/07/2025
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর প্রিয় বন্ধু হযরত মোহাম্মদ (সঃ) এর প্রিয় মাতৃভূমিতে আসতে পেরেছি। এসেছি আজ ২১ দিন হলেও এখনো অবসর আছি। তবে আল্লাহ যেহেতু তিনার বন্ধুর দেশে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন ইনশাআল্লাহ আমার রুজি -রুজগারের ব্যাবস্থাও মহান আল্লাহই করবেন।
"হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিল"