লোডশেডিং

লোডশেডিং তুমি না মানলেও আমি মানি সব ভালোবাসা পাওয়ার নয়। তারপরও আমি জানি আমার একটাই তুমি, একটাই হৃদয়।

কি আছে তোর মাঝে জানি না!!
শুধু অনন্তকাল তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে!!
ইচ্ছে করে সারাজীবন তোকে দেখি!!
সব কিছু ভুলে যাই যখন তোর ঐ মায়া ভরা মুখের দিকে তাকাই!!
আমি আমার নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে!!

11/11/2024

সম্ভবত মানুষদের ভালোবাসার চেয়ে বোবা প্রাণীদের ভালোবাসা স্রেফ উত্তম।
বোবা প্রাণীরা প্রতারণা করে না 🤍

27/03/2024

জীবনের কোন কিছুকে ধরে রাখা যায় না কোন মানুষ , কোন সম্পর্ক , কোন প্রেম , কোন আনন্দ , কোন নেশা , কোন ভালো লাগা , কিছুই চিরকালীন নয় , সবই ক্ষনকালীন , আর সেই কারণেই তা এত সুন্দর ! জীবনকে বোতলে ভরে আটকে ফেলা যায় না ৷ সিন্দুকে ভরে জমিয়ে রাখা যায় না। একেকটা মুহুর্ত শুধু আমাদের মানবজন্মকে ছুঁয়ে ছুঁয়ে যায় , সেই স্পর্শের মধ্যে দিয়ে যেতে যেতেই তাকে যেটুকু পাওয়া যায় সবটুকুই শান্তি !

26/03/2024

নিজেকে সময় দাও, অন্যরা তোমার সময় নিয়ে তোমাকে নিঃস্ব করবে কিন্তু তোমার নিঃস্বতার জন্য কোনো দায় নেবে না...

26/03/2024

না থেকেও কেউ কেউ থেকে যায়। অভিমানে, আক্ষেপে, অপেক্ষায়! পরিচিত পারফিউমের ঘ্রাণে ফেলে যাওয়া ডাকনামে। প্রিয় কবিতায়, বিষণ্ণ গানের লাইনে। বিকেলের শূন্যতায়, ঘোরলাগা একাকিত্বে। মাঝরাতের অবাধ্য চোখের জলে।

তুমি নেই; তুমি নেই। তবুও তুমি আছো; তোমার না থাকার সেই সবটা জুড়ে।

26/03/2024

বহুদিন পর বহু বছর পর হঠাৎই আমাদের দেখা হবে। হয়তো চলার পথে! দুজন দুজনের দিকে তাকিয়ে থাকবো ঝাপসা চোখে। দেখবো তোমার সাদা হয়ে যাওয়া চুলের দিকে যা ছিলো একসময় আমার ভালো লাগার কারণ। আরো দেখবো তোমার সেই চোখ, যেই চোখ একসময় আমায় খুঁজতো। তখন বোকার মতো করে খুব জানতে ইচ্ছে করবে এই বুড়ো বয়সে এসেও কি এই চোখ আমাকে খোঁজে? নাকি সেই খোঁজাটা অনেক আগেই ফুরিয়েছে? তোমার গায়ে থাকবে একটা শাড়ি যা নতুন করে আবারও আমায় মুগ্ধ করবে। সেদিন কিন্তু অতীত টেনে আর অভিমান করে থাকবো না। অভিমানের বয়স বেড়ে গেলে তারাও যে হাওয়ায় মিলিয়ে যায়!
দুজন অনেকটা পথ হাঁটবো। বাতাসের তাড়নায় আমার ফ্যাকাসে চুলগুলো উড়বে। তুমি আড়চোখে তাকিয়ে মুচকি হাসবে। হাঁটতে হাঁটতে আমিও এক মনে শুনবো তোমার সব কথা। আমি অবশ্য চুপ থাকবো না। বলবো কতো না বলা কথা। সেদিন আর কোনো রাগ অভিমান নয়, খুব হাসবো দুজনে আজগুবি সব গল্পের সাথে। শুনবো তোমার নাতী নাতনীদের কথা। পুরাতণ ক্ষ'ত। বিশ্বাস করো ক'ষ্ট হবে না। বরং খুশিই হবো এটা ভেবে যে তুমি সুখে আছো! দিনশেষে যখন সন্ধ্যা নামবে। তখন আবারো দুজন দুজনকে ছেড়ে যেতে হবে নিজ গন্তব্যে।
অবশেষে দুজন দুই পথে পা বাড়াবো। যেতে যেতে পিছন ফিরে দেখবো, যতক্ষন তোমাকে দেখা যাবে। একটা সময় পর হঠাৎ করেই তুমি অদৃশ্য হয়ে যাবে। ঠিক সেই মুহুর্তে বুকের বা পাশটা আবারও কাছে পেয়ে হারিয়ে ফেলার শোকে হু হু করে ভারী হয়ে আসবে। আবারও জিতে যাবে দীর্ঘশ্বাসেরা!💔

26/03/2024

আমারে যে ভুলের জীবন দিলো, তার জীবন হোক ফুলের । তারে বুকের ফুল দানিতে সাজিয়ে নিক কেউ।যত্ন করে ভালবাসুক। সে টের পাক ভালোবাসা সুন্দর।

আমারে যে সুতো ছেঁড়া ঘুড়ির জীবন করে আকাশ ছাড়া করলো, তারে কেউ এমন একটা আসমান দিক, সে যেন শান্তিতে উড়তে পারে। মাতাল বাতাস এসে যেন ছিড়ে না দেয় তার বুক দড়ি।

আমারে যে একলা করে গেলো, তারে যেন ছুয়ে না দেয় দূরত্বের অসুখ। সে যেন সুখের কাছে পুরো জীবন পাড় করে দেয়। সে যেন কাছাকাছি থাকে ভালো থাকার, ভালোবাসা বরাবর।

দুঃখ পথ চিনে আমারে যে ভালবাসতে গিয়ে গুছিয়ে নিলো পথ, তারে যেন ধরতে না পারে দুঃখ হয়ে ভালোবাসা। তার পথে যেন ভুল করেও ঢুকে না পরে দুঃখ হাওয়া। সে যেন শান্ত নদীর কাছে ঠাই পায়।

আমি যারে ভালোবেসে জীবনের কাছে যন্ত্রনা এক্সপ্রেস, সে যেন সন্ধান পায়, সুখ এক্সপ্রেস। চষে বেড়াক সুখের জমিন। তার স্মৃতিতে যেন টের না পায় আমারে। ছেড়ে যাওয়ার আফসোস যেন না ধরে তারে।

যারে ভালোবেসে নিঃস্ব আমি, সে যেন সঙ্গীহীন না হয়।
যারে ছাড়া আমার কোন সুখ নাই, সে যেন ব্যথা না পায়। তার ব্যথর ভাগ আমার হোক, আমার ভাগের সুখ হোক তার।

25/03/2024

"মানুষটা যেদিন চলে গেলো, ঠিকঠাক জীবনটা ওলটপালট হয়ে গেলো নিমেষেই। মুখস্ত বুলির মতো সবাই বলতে লাগলো, 'একদিন সব ঠিক হয়ে যাবে'

অনুভূতিরা বোধহয় গোলাপের পাপড়ির মতো। একদিন শুকিয়ে কাঠ হয়ে যায়, তবু প্রিয় বইটার ভাঁজে কেন যেন রয়ে যায় আজীবন।

আচ্ছা, শখের মানুষ কি শখ করে চলে যায়? কখনো নিয়তি এসে মৃত্যুর গল্প শোনায়, কখনো অবহেলা নেমে আসে অসময়ের বৃষ্টির মতো, কখনো পোষ না মানা শালিকের মতো উড়ে যায় মানুষটা।

কখনো মন উঠে যায়। একদিন সকালে মানুষটা শীতল কন্ঠে জানায়, সে চলে যাচ্ছে। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে তার প্রস্থান দেখি। যেমন করে কাঁধে ভারী ব্যাগ নিয়ে হাঁপাতে হাঁপাতে শেষ ট্রেনটাকে স্টেশন ছাড়তে দেখে অসহায় যাত্রীটা।

প্রিয় মানুষের প্রস্থান জীবনে একটা দাগ কেটে যায়। সেই দাগে কেউ এফোড় ওফোড় হয়ে যায়, কেউ বা আবার সেই দাগ সযত্নে লুকিয়ে রেখে সব সামলে নেয়। লোকে আবার বলতে শুরু করে, 'জীবন কি একজনের জন্য থেমে থাকে? অন্য কাউকে আগলে ধরে বাঁচো'

শেষ ট্রেনটা চলে যাওয়ার পরে অনেক দিন পর স্টেশনে আবার ট্রেন এসেছিলো, থেমে ছিলো অনেকটা সময়। ক্লান্ত আমি কাঁধের ভারী ব্যাগটা নিয়ে এবারও উঠতে পারি নি।

ব্যাগের ভেতর শুকনো গোলাপের পাপড়ি, এক বর্ষা নিংড়ানো স্মৃতি, অবহেলার বরফগলা নদী, সহস্র পাতার প্রত্যাখানের মহাকাব্য আর প্রস্থানের শোকসভা - সব রেখে দিয়েছিলাম। অতকিছুর ভার নিয়ে হয়তো বেঁচে থাকা হয় কোনোভাবে, কিন্তু আর কোনো ট্রেনে ঠিক উঠা হয় না।

একদিন সব ঠিক হয়ে যায়, কিন্তু কেউ কেউ আটকে থাকে ভুল স্টেশনেই। একদিন জীবন আর থেমে থাকে না, কিন্তু কারো কারো আর কখনোই ঘরে ফেরা হয় না।"
লেখা: মুশফিকুর রহমান আশিক

25/03/2024
25/03/2024

আমি মানুষ ভুলি না আমার ঠিকই মনে থাকে, কার সাথে আমি একসময় সব কথা শেয়ার করতাম, কে আমার বি'পদে শক্ত করে টেনে ধরেছিলো, আর কে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিলো, সব মনে রাখি।

হয়তো এখন আর আমাদের কথা হয়না, কিন্তু আমার সবই মনে আছে, কখনো দেখা হলে আবারও সেই পুরোনো গল্পের ঝাঁপি খুলে বসবো।

আমি সব ভুলি, কিন্তু মানুষ ভুলি না ।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when লোডশেডিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লোডশেডিং:

Share