Shahrastibarta24.com

Shahrastibarta24.com সত্যের সন্ধানে।

নি/হ/তের পরিবারকে সন্ধ্যান দিন🥲দেখে মনে হচ্ছে না ঘুমিয়ে আছে? কিন্তু না চট্টগ্রাম মিরসরাই বড়তাকিয়া বাজারে হাইওয়েতে সড়ক দ...
04/04/2025

নি/হ/তের পরিবারকে সন্ধ্যান দিন🥲
দেখে মনে হচ্ছে না ঘুমিয়ে আছে? কিন্তু না
চট্টগ্রাম মিরসরাই বড়তাকিয়া বাজারে হাইওয়েতে সড়ক দূ-র্ঘট-নায় মা-রা গেছেন তিনি!
উনার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি🥲
বর্তমানে উনাকে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে রাখা হয়েছে🥲
দ্রুত শেয়ার করুন সবাই!

+8801860-008811

30/03/2025

ঈদ মোবারক।
Sharastibarta24

17/03/2025

শাহরাস্তির উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মণিপুর গ্ৰামের আজকে আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীর ছেলে কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় উপজেলার সামনে মৃত্যু বরণ করেন।ইন্না...
18/02/2025

শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীর ছেলে কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় উপজেলার সামনে মৃত্যু বরণ করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন😢

হে দয়াময় আপনি তার বাবা মা' কে শোক সহিবার তৌফিক দেন।

চাঁদপুরে আবাসিক হোটেলে মিললো যুবকের ঝুলন্ত মরদেহস্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার সংলগ্ন ‘নিউ রুপসী চাঁদপুর’...
02/02/2025

চাঁদপুরে আবাসিক হোটেলে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার সংলগ্ন ‘নিউ রুপসী চাঁদপুর’ আবাসিক হোটেল থেকে মো. রুবেল হাসান রাফি (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা-পুলিশ। রোববার বিকেলে হোটেলটির ৯ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রুবেল গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। তিনি নাম-পরিচয় গোপন করে ওই আবাসিক হোটেলে উঠেছিল।

হোটেল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক পরিচয়ে রবিউল ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেলের ৯ নম্বর কক্ষ ভাড়া নেয়। তবে সেখানে তার আসল পরিচয় গোপন রাখেন। হোটেলে তার নাম-পরিচয় দেন মোহাম্মদ আরিফুল হক (২৭)। পিতা শাহজালাল। ঠিকানা নোয়াখালী জেলার চাটখিল থানার কাচারী বাজার। মূলত তার নাম মো. রুবেল হাসান রাফি (২৮)। পিতা আবু বক্কর। ঠিকানা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রাম।

পুলিশ জানায়, ওই হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে থানায় সংবাদ দেয়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ওই ব্যক্তির স্বজনরা আসার পর ময়নাতদন্ত শেষে মরদেহ হন্তান্তর এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিয়াম ল্যাবরেটরি স্কুল, শাহরাস্তি স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ।
10/10/2024

বিয়াম ল্যাবরেটরি স্কুল, শাহরাস্তি স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ।

30/09/2024

দূর্নীতি, অনিয়ম ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (ভারপ্র.....

আসসালামু আলাইকুমশাহরাস্তি  উপজেলার সম্মানিত মৎস্য চাষিবৃন্দ, যারা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন, তারা নিম্নোক্ত ছ...
06/09/2024

আসসালামু আলাইকুম
শাহরাস্তি উপজেলার সম্মানিত মৎস্য চাষিবৃন্দ, যারা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন, তারা নিম্নোক্ত ছক মোতাবেক ক্ষতির পরিমান উল্লেখ করে এবং জাতীয় পরিচয়পত্র সহ উপজেলা মৎস্য অফিস, শাহরাস্তি চাঁদপুর বরাবর আবেদন/ তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
বি: দ্র: এক্সেল শীটে নিকোশ ফন্টে তথ্য দিবেন। নিজে বা নিকটস্থ কম্পিউটার দোকান থেকে তথ্য দেয়ার পর
তা [email protected] মেইলে পাঠিয়ে দিবেন। যারা পূর্বে তথ্য দিয়েছেন তারাও ফরমটি পূরণ করবেন।না হয় সবার তথ্য পাঠাতে অনেক সময়ের প্রয়োজন হয়ে পড়বে। কমেন্ট বক্সে মেইল আইডি দিলে আমরা এক্সেল শীটটি পাঠিয়ে দিব।
অনুরোধক্রমে উপজেলা মৎস্য অফিসার
শাহরাস্তি , চাঁদপুর
মোবাইল: 01838252465

29/08/2024
শাহরাস্তি থানার বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকা গুলোর নাম দিয়ে সহযোগীতা করুন।এবং সেই সাথে যাঁরা যাঁরা এখনো ত্রান সামগ্রী ...
28/08/2024

শাহরাস্তি থানার বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকা গুলোর নাম দিয়ে সহযোগীতা করুন।এবং সেই সাথে যাঁরা যাঁরা এখনো ত্রান সামগ্রী পাননি তারা সকলে মেসেজ করে জানাতে পারেন। এলাকার নাম এবং বাড়ির নাম উল্লেখ করবেন।

কোটা আনদোলনে চাঁদপুর সরকারি কলেজের দুই শিক্ষার্থীর অবস্থা খুব আশংকাজনক, ওদের হাসপাতালে গুরুতর ভাবে ভর্তি করানো হয়।   #কো...
17/07/2024

কোটা আনদোলনে চাঁদপুর সরকারি কলেজের দুই শিক্ষার্থীর অবস্থা খুব আশংকাজনক, ওদের হাসপাতালে গুরুতর ভাবে ভর্তি করানো হয়।
#কোটাআন্দোলন

Address

Shahrasti Upazila Sadar
Chandpur
3620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahrastibarta24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahrastibarta24.com:

Share

Shahrastibarta24

সত্যের সন্ধানে প্রতিনিয়ত