Ashikur Rahman

Ashikur Rahman الَا إِلَٰهَإِلَا ٱللَٰهُمُحَمَدٌ رَسُولُٱللَٰهِ🤍🕋
Blood Group: A +ve
Last Donate:22 January 2025

🌸اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ🫡
🌸الَا إِلَٰهَإِلَا ٱللَٰهُمُحَمَدٌ رَسُولُٱللَٰهِ🤍🕋

আমি ঐ প্রভুর গোলাম যিনি পবিত্র-
সৃষ্টি জগতের বাদশাহ🕋🤍

00:00●━━━━━━━━━━━━ 04:59 ↻
⇆ㅤㅤㅤㅤ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤ ≈

There is no difference between my mother and my heart. They both keep me alive🫀🫶🏻
15/07/2025

There is no difference between my mother and my heart. They both keep me alive🫀🫶🏻

যারা ঢাকায় থাকে,তাদের কাছে সম্ভবত সব সমস্যার একটাই সমাধান, 'তুই ঢাকায় আয়!'তাদের ভাবখানা ই এমন ঢাকায় গেলেই সব সমস্যার সমা...
09/07/2025

যারা ঢাকায় থাকে,তাদের কাছে সম্ভবত সব সমস্যার একটাই সমাধান, 'তুই ঢাকায় আয়!'
তাদের ভাবখানা ই এমন ঢাকায় গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে! কল দিয়ে যদি বলি 'রাতে ঘুম হয়না' তাহলেও বলবে 'তুই ঢাকায় আয়!' 😑😑

06/07/2025

মারজুক রাসেলের একটা কথা আছে, "তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি।"

কথাডা ডাহা সত্য। আমরা কারো-কারো কাছে দু-পয়সারও দাম পাই না; আবার কারো-কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই।

সমস্যা হইলো, আমরা ঘুইরা-ফিরা তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালুলেস। আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টের উপরে রাখে, তাদের সঙ্গ আমাদের ভালো লাগে না।

মানুষ হিসেবে আমরা যথেষ্টই বেকুব। ডাইল-ভাতের হোটেলে গিয়া কাচ্চির আশায় বইসা থাকি।

30/06/2025

REMEMBER
পোস্ট ডিলেট করো সমস্যা হবে

26/06/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা বিদেশে থাকে, সবার কাছ থেকে বিদেশ যাওয়ার পরামর্শ চাইবেন না।এদের মধ্যে যারা ভালো মনের ম...
18/06/2025

আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা বিদেশে থাকে, সবার কাছ থেকে বিদেশ যাওয়ার পরামর্শ চাইবেন না।

এদের মধ্যে যারা ভালো মনের মানুষ, কথা কাজে মিল আছে, অন্যের ভালো চায়, উপকার করে, বিপদে পাশে দাঁড়ায় এমন লোকরা আপনাকে পজিটিভ কথা বলবে - বিদেশে গেলে পড়ালেখা, জব, বিজনেস, কোথায় কি কি সুযোগ, সুবিধা আছে সব শেয়ার করবে, আপনাকেও ওখানে পারি জমাতে মোটিভেট করবে।

আর যারা ছোট মনের মানুষ, সবার আগে নিজের স্বার্থ দেখে, হিংসুটে, অন্য কেউ ভালো কিছু করলে গায়ে আগুন লেগে যায়, এই টাইপের লোকরা আপনাকে বিদেশের ১০টা সমস্যাকে ১০০০ করে দেখাবে। বিদেশের লাইফ খুব কষ্ট, জব নাই, ছুটি নেই, কাজ আর কাজ। দেশের লাইফ খুব আরাম। অথচ এই লোকেদের জিজ্ঞেস করেন, যে আপনারা তাহলে ওখানে পড়ে আছেন কেন? দেশে এসে পড়েন। তখন দেখবেন তাদের পল্টি!

এরা কখনোই চাইবে না আপনি বাইরে আসেন। তারা একাই দেশের বাইরে থাকার ফুটানি করবে। দেশে আসার সময়, ২টা সাবান, ১ টা শ্যাম্পু আর কয় পিস চকলেট এনে বড় হাতেম তাঈ সাজবে।

তাই যার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, তার সততার ব্যাপারে ১০০% নিশ্চিত হলে পরেই তার কথা শুনবেন।

16/06/2025

মনে রাখবেন যতদিন না আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন। ততদিন কেউই আপনার পাশে থাকবে না।

07/06/2025

তোমায় ছাড়া আরও একটি ঈদ😢

06/06/2025

পাড়ার গরিব পরিবারের জন্য বড়সড় একটি ছাগল কিনে কুরবানির জন্য হাদিয়া পাঠাল এক দানশীল ব্যক্তি। পাঠানোর সময় বলে দিল, দাতার নাম যেন না বলা হয়। পরদিন দাতা কুরবানির হাটে গিয়ে দেখলেন, দান করা ছাগলটা নিয়ে গরীব মানুষটা বাজারে হাজির।
দাতা বেচারা তার মনে বেশ ব্যথা পেল। তারপরও যাচাই করার জন্য এগিয়ে গিয়ে জানতে চাইল,
-ছাগলটা বিক্রি করবেন?
-জি,
-ছাগলটা নিজে পেলেছেন?
- জি না, আল্লাহর এক দয়ালু বান্দা আমাকে ছাগলটা কুরবানির জন্য হাদিয়া পাঠিয়েছেন। আমার এক গরীব আত্মীয় আছে। কুরবানির সামর্থ নেই। চিন্তা করলাম, এতবড় ছাগল আমি একা কুরবানি না দিয়ে, এটাকে বিক্রি করে, কুরবানির উপযোগী দুটি ছাগল কিনতে পারি। একটা নিজের জন্য আরেকটা গরিব আত্মীয়ের জন্য। দুটি কুরবানি হলে, দাতাও দ্বিগুন সওয়াব পাবেন, গরীব আত্মীয়ও খুশি হবে।

©শায়খ আতিক উল্লাহ (হাফিঃ)

03/06/2025

তোমার ইনকাম কেমন তোমার বউ কেমন তোমার লাইফস্টাইল কেমন এগুলি অনলাইনে দেখানো থেকে বিরত থাকো | মানুষের চোখে পড়লে জাস্ট ধ্বংস হয়ে যাবে

কথা, কারো ভালোলাগে, কারো ভালোমতো লাগে
02/06/2025

কথা,
কারো ভালো
লাগে,
কারো ভালো
মতো লাগে

Address

Cumilla

Telephone

+8801831773201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashikur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category