Sumon Media

Sumon Media "জীবনে বাবা-মায়ের ভালোবাসার চেয়ে দামী ভালোবাসা আর কিছু হতে পারে না।"

I Love You BaBa

I Miss You Ma

04/06/2025

রামমোহন জাকির চেয়ারম্যান মাঠে আজ শেষ গরু ছাগলের হাট বসেছে

গোপালনগর গ্রামের খিজির আহমেদ সরকার দীর্ঘ অনেক বছর আগে মারা যান।তিনি একজন সাধারণ প্রকৃতির মানুষ ছিলেন,মানুষের,সাথে মিশে য...
21/05/2025

গোপালনগর গ্রামের খিজির আহমেদ সরকার দীর্ঘ অনেক বছর আগে মারা যান।
তিনি একজন সাধারণ প্রকৃতির মানুষ ছিলেন,মানুষের,সাথে মিশে যেতেন সহজে।

খুব ভালো জ্ঞান ছিল,একজন শিক্ষক থেকে দক্ষ ছিলেন তিনি,গ্রামের সকল শ্রেণির মানুষ খিজির ভাইকে পছন্দ করতো,

আল্লাহপাক উনাকে জান্নাত বাসী করুক🤲

20/05/2025

চাকরি করা সহজ,
কিন্তু দায়িত্ব নিয়ে চাকরি করা কঠিন।
যতক্ষণ কর্মটা'কে দায়িত্ব হিসেবে দেখতে পারবেন না,ততক্ষণ বুঝতে হবে আপনার ভিতরে স্বার্থ কাজ করছে।
যদি চাকরি'টা কে দায়িত্ব ভেবে কাজ করতেন,তাহলে আপনাকে সবাই সম্মান করতো,আপনার কথায় কর্মফল পাওয়া মানুষগুলো মনে রাখতো।

আর আমি সবসময় আলহামদুলিল্লাহ বলে এই কারণে যে, আমার মতো নগণ্য ব্যক্তিকে নিয়ে অনেক লোক সমালোচনা করে।
তবে সমালোচনা করার কারণে আমি মন খারাপ করি না,কারণ ভালো কাজের সমালোচনা থাকে।এটা মুরুব্বিরা বলে থাকেন।

আর একটা কথা মাথায় রাখবেন সবাই,
রিজিকের মালিক মহান আল্লাহ,আপনি চাইলে একজনের নামে সমালোচনা করে,খারাপ বুঝাতে গিয়ে তার রিজিক বন্ধ করতে পারবেন না।
আল্লাহ্ যাকে দেয়,বান্দা তা চাইলে কেড়ে নিতে পারে না।

পরিশেষে একটা কথায় বলবো:-
কারো দিকে সমালেচনার আঙুল তুলার আগে চিন্তা করবেন,যার দিকে একটি আঙুল তুলেছেন,তার বিপরীতে কিন্তু আপনার আরও চারটি আঙুল আপনার দিকে আছে।।

আগে নিজে পরিবর্তন হোন,তারপর অন্যকে নিয়ে সমালেচনা করবেন।

আল্লাহ সকল'কে বুঝার তৌফিক দান করুক 🥰

স্কাউট প্রশিক্ষণ ২০২৫স্কাউটের প্রতি আলাদা টান সবসময় রয়ে যায়।🥰
19/05/2025

স্কাউট প্রশিক্ষণ ২০২৫

স্কাউটের প্রতি আলাদা টান সবসময় রয়ে যায়।🥰

বাবা-মেয়ের...❤️🥰
10/05/2025

বাবা-মেয়ের...❤️🥰

বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের নারায়ণপুর গ্রামে খুবই সুন্দর নান্দনিক একটি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে। নারা...
30/04/2025

বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের নারায়ণপুর গ্রামে খুবই সুন্দর নান্দনিক একটি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে।
নারায়ণপুর হাশেমিয়া জামেমসজিদ ও আস শামীম ইন্টারন্যাশনাল মাদ্রাসা।

প্রিয় শামীমুল ইসলাম শামীম ভাইয়ার স্বপ্নের মসজিদ ও মাদ্রাসা প্রায় সম্পন্নের পথে।
আল্লাহ মাদ্রাসা মসজিদকে কবুল করুক,প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক।

20/04/2025

" ম্যাস গেদারিং ফর প্যালেস্টাইন "
২৬ এপ্রিল ২০২৫, সকাল ৯ ঘটিকা৷
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, রমনা, ঢাকা।

ফিলিস্থিনের মুক্তির লড়াই দুনিয়ার আপামর মুক্তিকামী মানুষের লড়াই। আসুন দল-মত নির্বিশেষে সবাই এই লড়াইয়ে শামিল হই।

Address

Cumilla

Telephone

+8801823599735

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon Media:

Share