29/05/2025
একবিংশ শতাব্দীর সেরা স্পিচ।
এযাত্রায় ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে জিতে গেলে শুধু বুরকিনা ফাসো নয় পুরো আফ্রিকা জিতে যাবে।
পৃথিবীর মোট প্লাটিনামের ৯০%, হিরার ৬৫% আর সোনার ৩০%, কোবাল্টের ৭০% শুধু আফ্রিকাতেই পাওয়া যায় অথচ আফ্রিকার ৬১% মানুষ ২ বেলা খেতে পায় না। এরচেয়ে নিষ্ঠুর নিয়তি আর কী হতে পারে!
সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে মালি, বুরকিনা ফাসো, নাইজার শিরদাঁড়া শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারলে একদিন আফ্রিকার অন্য দেশগুলোও এই আন্দোলনে যুক্ত হবে। আফ্রিকার সম্পদের অধিকার এমহাদেশের মানুষ পেলে ফ্রান্সের মত লুটেরারা না খেয়ে মরবে, সেদিনের অপেক্ষায় থাকলাম।
ক্যাপ্টেন ট্রাওরের জন্য মন থেকে দোয়া।