25/09/2025
ভাবো তোএকটা ইভেন্টে গিয়ে তোমার ছোট্ট একটা হ্যালো, একটা কানেকশন, ভবিষ্যতে কত বড় সুযোগ এনে দিতে পারে!
আমি কখনো ভুলব না, প্রথমবার ইভেন্টে গিয়ে শুধু সাহস করে পাশে দাঁড়ানো একজনকে “Hi, আমি ফাহিম” বলেছিলাম। তখন মনে হয়েছিল এতো ছোট্ট একটা কথা, তাতে কীইবা হবে?
কিন্তু এখানেই আসল খেলা শুরু হলো।
আজ অবধি যত ক্লায়েন্ট প্রজেক্ট করেছি, যত বড় বড় চ্যান্স এসেছে সবচেয়ে বেশি এসেছে এই ছোট কানেকশনগুলোর মাধ্যমেই।
বিশ্বাস করবে? এই ছোট্ট স্টেপটাই আমাকে আমার পছন্দের ক্রিয়েটরদের সাথে কাজ করতে সাহায্য করেছে। আর হ্যাঁ, মাত্র ১৮ বছর বয়সেই ভালো পরিমাণে আয়ের সুযোগ পেয়েছি শুধু কারণ আমি ভয় পেয়ে চুপ থাকিনি।
তাই নেটওয়ার্কিং মানে শুধু “কথা বলা” না এটা আসলে তোমার জন্য নতুন দরজা খোলার শুরু।
• হাসি দিয়ে শুরু করো 🙂
• নিজের নাম বলো, ছোট্ট ইন্ট্রো দাও
• মানুষের কথা মন দিয়ে শোনো
• আর শেষে সোশ্যাল মিডিয়ায় কানেকশন ধরে রাখো
তাহলে, তুমি কি পরের ইভেন্টে গিয়ে শুধু অডিয়েন্স হয়ে বসে থাকবে, নাকি তোমার জন্য নতুন দরজা খুলে দেবে?
কমেন্টে বলো তুমি কি প্রথমে এগিয়ে গিয়ে পরিচিত হতে পারো? নাকি এখনো একটু ভয় কাজ করে?