Zakir Abdin

Zakir Abdin আপনাকে স্বাগতম
Volunteer:Al-Abdin Foundation
💎WhatsApp⏩ +9607907061
(12)

04/06/2025

জাতীয় রাজস্ব বোর্ডের
নতুন নিয়মে বিদেশ থেকে প্রবাসীরা বছরে একটির বেশি নতুন ফোন নিলে ট্যাক্স দিতে হবে৷ ইউনুস স্যার, প্রবাসীদের কাঠি দিয়েন না৷ আপাতত এতটুকুই বললাম৷

আমি শাহাদাত হোসেন নামের এই ভাইটিকে অনলাইনে চিনি,সে অনলাইন ব্যবসা করে৷ সারাদেশে ওর  কয়েকশ উদ্যাক্তা রয়েছে৷ পাশাপাশি ওর "A...
03/06/2025

আমি শাহাদাত হোসেন নামের এই ভাইটিকে অনলাইনে চিনি,সে অনলাইন ব্যবসা করে৷ সারাদেশে ওর কয়েকশ উদ্যাক্তা রয়েছে৷ পাশাপাশি ওর "All in One Market" নামে একটি দোকানও রয়েছে৷ দোকানের ঠিকানা ওয়ার্ড ৪৭, ফায়দাবাদ, ট্রান্সমিটার, বায়তুর রহমত মসজিদের সামনে, দক্ষিণখান থানা, ঢাকা৷
গতকাল ২রা জুন ২০২৫ তারিখ রাত ১০ টার দিকে স্থানীয় এক স:ন্ত্রাসী ওর দোকানে গিয়ে এক বোতল মধু জোর করে নিয়ে আসতে চাইলে ও বাঁধা দেয়৷ কিছুক্ষণ পর ওরা ২০-২৫ জন গিয়ে জোর করে মধুর বোতলটি নিয়ে খাওয়া শুরু করে৷ এরপর লোকজন নিয়ে আসার খরচ হিসেবে ১০ হাজার টাকাও দিতে বাধ্য করে৷ নাহলে তুলে নিয়ে যাওয়ার হু'মকি দেয়৷
মধু চাঁ'দবাজরা ২৪ ঘন্টার মধ্যে ১০ হাজার টাকাসহ ওর মধুর দাম না দিয়ে আসলে চাদবাজদের ছবিসহ নাম প্রকাশ্যে আনা হবে৷ উক্ত এলাকায় যারা আগামী নির্বাচনে অংশ নিবেন তাদেরকে বিষয়টি দ্রুত সুরাহা করবার অনুরোধ থাকলো৷
এভাবে চললে বেশিদিন চুপ থাকতে পারবো না৷
যোগযোগ : শাহাদতের ফোন নম্বর -+880 1615-786777

সন্ত্রাসী কোন দলের হতে পারে না তারা সমাজ নষ্ট করে। সুষ্ঠু বিচার হওয়া চাই,চিতড্ডা ইউনিয়নে এমনটা কামনা করি নাই, তাদের বিচ...
31/05/2025

সন্ত্রাসী কোন দলের হতে পারে না তারা সমাজ নষ্ট করে।
সুষ্ঠু বিচার হওয়া চাই,চিতড্ডা ইউনিয়নে এমনটা কামনা করি নাই, তাদের বিচার জনসম্মুখে হতে হবে,হওয়া চাই
তীব্র ও নিন্দা ও প্রতিবাদ জানাই

কুমিল্লার বরুড়ায় ঘূর্ণিঝড় 'শক্তি'র তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি সহ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলায় বিদ্যুৎ সংযোগ...
30/05/2025

কুমিল্লার বরুড়ায় ঘূর্ণিঝড় 'শক্তি'র তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি সহ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।১.আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্ল...
28/05/2025

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।

১.আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" পড়বেন।

২.আমার মৃ'ত্যুকে অকাল মৃ'ত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।

৩.আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না, জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসুল (সাঃ) কতৃক নিষিদ্ধ কাজ।

৪.আমার মৃ'ত্যুতে চল্লিশা, কুল-খানি, মিলাদ করবেন না।কারণ এটা স্পষ্ট বিদ'আত।

৫.যারা আমার মৃ'ত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

৬.আমার ল!শ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।

৭.আমার লা"শকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন।

৮.লা"শ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।

৯.আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন "আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"। আমার কবরের আজ!ব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন "আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান"।

১০.আমার হয়ে দান-সাদাকা করবেন। আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

১১.আমার মৃ'ত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন।আপনার সময়ও অতি নিকটে।

১২. আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না।

১৩.আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সাদকাহে জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দু'আ করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ।

১৪.আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি ম"রে যাই পরিবারের কাছে চাইবেন (পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন)। আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

১৫.আমার জন্য বেশি বেশি দুআ করবেন। আমার নামে গী'বত করবেন না। কারণ, আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি।

আল্লাহর কাছে আকুলতা, আল্লাহ যেন আমাদের ইমানের সহিত ক!লিম! উচ্চারণের মাধ্যমে শ"হী'দি মৃ'ত্যু দান করেন।আমিন।
©Zakir Abdin

With এম আর প্রধান – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
25/05/2025

With এম আর প্রধান – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

প্রয়োজনে প্রয়োজন ছিলা অনেকের — অনেকেই তোমাকে শুধু নিজের স্বার্থে মনে রাখে, ভালোবাসা থেকে নয়।প্রয়োজনে তুমি হিরো, অপ্রয়োজন...
25/05/2025

প্রয়োজনে প্রয়োজন ছিলা অনেকের — অনেকেই তোমাকে শুধু নিজের স্বার্থে মনে রাখে, ভালোবাসা থেকে নয়।প্রয়োজনে তুমি হিরো, অপ্রয়োজনে একেবারেই অচেনা।তোমাকে যেই সম্মান করবে, যেই ভালোবাসবে সময়-সুযোগ ছাড়াই তাদেরকে আঁকড়ে ধরো।আর যারা শুধু প্রয়োজনের বন্ধু তাদের জন্য সময় নষ্ট করো না। জীবন একটাই নিজের ভালো থাকাটা আগে শেখো। Zakir Abdin

আজ রাত ৯টায় আমি থাকছি জয়েন্ট লাইভে—Ismat Hasan ভাইয়ের আমন্ত্রণে।উদ্যোক্তা হিসেবে নিজের পথচলার কিছু গল্প শেয়ার করবো,আর বল...
24/05/2025

আজ রাত ৯টায় আমি থাকছি জয়েন্ট লাইভে—
Ismat Hasan ভাইয়ের আমন্ত্রণে।

উদ্যোক্তা হিসেবে নিজের পথচলার কিছু গল্প শেয়ার করবো,
আর বলবো—কীভাবে ধীরে ধীরে গড়ে তুলেছি আমার ABDIN প্রোডাক্টের জায়গা।

লাইভে দেখা হবে তো?

আমার এই ছোট জীবনে স্বপ্ন গুলা দেখি অনেক বড় বড়। মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। Abdin Tea Launching আগামী ২৩ মে শুক্রবার,ইনশা...
21/05/2025

আমার এই ছোট জীবনে স্বপ্ন গুলা দেখি অনেক বড় বড়। মানুষ তার স্বপ্নের চেয়ে বড়।
Abdin Tea Launching
আগামী ২৩ মে শুক্রবার,ইনশাআল্লাহ

আমি অযত্নে, অবহেলায় বেড়ে ওঠা এক বেরঙ্গিন ফুল! পৃথিবীর সব মানুষ সঠিক,শুধু আমি মানুষটাই ভুল!Zakir Abdin
21/05/2025

আমি অযত্নে, অবহেলায় বেড়ে ওঠা এক বেরঙ্গিন ফুল! পৃথিবীর সব মানুষ সঠিক,শুধু আমি মানুষটাই ভুল!
Zakir Abdin

আপনাদের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে চাই ABDIN ব্র্যান্ডের নতুন যাত্রা Abdin Tea            #চা       #আবদীন  #আবদীন_চা
17/05/2025

আপনাদের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে চাই
ABDIN ব্র্যান্ডের নতুন যাত্রা Abdin Tea

#চা
#আবদীন #আবদীন_চা

17/05/2025

যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে
যখন থেকে ভূলকে ভূল, সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ..

Address

Barura
Cumilla
3560

Alerts

Be the first to know and let us send you an email when Zakir Abdin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share