Zakir Abdin

Zakir Abdin আপনাকে স্বাগতম
Volunteer:Al-Abdin Foundation
💎WhatsApp⏩ 01827773216
(10)

06/09/2025

আপনার আজকের পরিশ্রমই আগামীকাল আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে।

আমার অর্থ নেই তবে বুক ভরা অনেক বড় বড় স্বপ্ন আছে সেই সাথে  হার না মানা অদম্য ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম করার মন মানসি...
06/09/2025

আমার অর্থ নেই তবে বুক ভরা অনেক বড় বড় স্বপ্ন আছে সেই সাথে হার না মানা অদম্য ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম করার মন মানসিকতা যা আমার কাছে অর্থের চেয়েও দামি।

05/09/2025

কাউকে উড়তে দেখে তার ডানাকাটার ধান্দা বাদ দিয়ে নিজেই উড়তে শিখুন

মাত্র ৩মাস-ই  বন্ধ হয়ে গেল টাকার মেশিন! মালদ্বীপ প্রবাসী কুমিল্লার ছেলে ফরহাদ ডিউটির সময় ব্রেন স্টোক  করে চলে গেলেন না...
03/09/2025

মাত্র ৩মাস-ই বন্ধ হয়ে গেল টাকার মেশিন!
মালদ্বীপ প্রবাসী কুমিল্লার ছেলে ফরহাদ ডিউটির সময় ব্রেন স্টোক করে চলে গেলেন না ফেরার দেশে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭😭😭😭😭😭😭

02/09/2025
*🩺 সফল চিকিৎসায় রোগীর আস্থা — ডা. মোঃ দিদারুল আলম শিশির স্যারের প্রতি কৃতজ্ঞতা 🙏*রহমত আলী ভাই অনেকদিন ধরেই কোমরব্যথা ও হ...
02/09/2025

*🩺 সফল চিকিৎসায় রোগীর আস্থা —
ডা. মোঃ দিদারুল আলম শিশির স্যারের প্রতি কৃতজ্ঞতা 🙏*
রহমত আলী ভাই অনেকদিন ধরেই কোমরব্যথা ও হাঁটুর ব্যথায় ভুগছিল। অনেক চিকিৎসা করিয়েও তেমন উন্নতি হয়নি। এরপর জানতে পারে ডা. মোঃ দিদারুল আলম শিশির স্যারের কথা।
স্যারের অভিজ্ঞতা, পরিষ্কার ব্যাখ্যা ও যত্নশীল ব্যবহারে রহমত আলী খুব দ্রুতই উন্নতি অনুভব করে। সে জন্য সে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

তিনি শুধুমাত্র একজন চিকিৎসক নন, বরং একজন সত্যিকারের গাইড যিনি রোগীকে ধাপে ধাপে সুস্থতার পথে নিয়ে যান।
হাড়-জোড়া, স্পাইন, লিগামেন্ট বা ট্রমা -বিষয়ক সমস্যায় যারা ভুগছেন, আমি তাঁদের নিঃসংকোচে এই বিশেষজ্ঞ সার্জনকে দেখানোর পরামর্শ দেব।

📍 *রোগী দেখবেন:*
*প্রতিটি শুক্রবার | সকাল ১১টা – বিকাল ৫টা পর্যন্ত*
*স্থান:* *রয়েল হাসপাতাল, বরুড়া*

📞 সিরিয়ালের জন্য কল করুন:
01832-89 49 76
01861-67 98 28

*বিশ্বাসে ভরসা, চিকিৎসায় সাফল্য!*

বাবার কাছে ছবি এভাবে তোলে পাঠাইতে হয়!Hasib Bin Zakir
02/09/2025

বাবার কাছে ছবি এভাবে তোলে পাঠাইতে হয়!
Hasib Bin Zakir

মানুষ কি ভাববে , কি বলবে এটা ভাবতে ভাবতে  আমাদের অনেক কাজই করা হয় না। মানুষের এতো সময় কোথায় আমাদের নিয়ে ভাবার?  আসলে আমা...
29/08/2025

মানুষ কি ভাববে , কি বলবে এটা ভাবতে ভাবতে আমাদের অনেক কাজই করা হয় না। মানুষের এতো সময় কোথায় আমাদের নিয়ে ভাবার? আসলে আমাদের কাজে প্রতিবন্ধকতা তৈরি বা থামিয়ে দেয়ার জন্য আমরা নিজেরাই দায়ী।

29/08/2025

মানুষ বাঁচে কয়দিন এমন কিছু করে যান
যেন আপনি মরার পরও মানুষ আপনাকে মনে রাখে আপনার সৎকর্মের জন্য 🖤

29/08/2025

কেউ খবর না নিলে নিজেকে খারাপ ভেবো না কারণ এই পৃথিবীতে খবর নেওয়ার লোক কম আর খবর ছড়ানোর লোক বেশি আছে

🌿 মানুষকে ঠকানো সহজ...কিন্তু ঠকিয়ে যা পাবেন,তা হজম করা সবচেয়ে কঠিন..! 💭🖤 সত্যের পথে থাকুন🤍 সৎ থাকাই আসল বিজয়---🔖  #সত...
29/08/2025

🌿 মানুষকে ঠকানো সহজ...
কিন্তু ঠকিয়ে যা পাবেন,
তা হজম করা সবচেয়ে কঠিন..! 💭

🖤 সত্যের পথে থাকুন
🤍 সৎ থাকাই আসল বিজয়

---

🔖 #সত্যেরপথে #সততাইশান্তি #জীবনেরপাঠ #সৎমানুষ #মানুষহও

29/08/2025

Address

Barura
Cumilla
3560

Alerts

Be the first to know and let us send you an email when Zakir Abdin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share