Molla Nazim Uddin & Tariq Munawer

Molla Nazim Uddin &     Tariq Munawer ইসলামের আসল দাওয়াত হচ্ছে একজন মুসলমানের চরিত্র।

শায়খ মোল্লা নাজিম উদ্দীন
পার্সোনাল সহকারি : 01717-269636

15/05/2025

হজ্জের দু'আর স্থান কোন কোন জায়গায়।

25/04/2025

আলহামদুলিল্লাহ,♥️🇧🇩♥️
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকে সারাদিনব্যাপী এলাহাবাদ ইউনিয়ন, দেবীদ্বার, কুমিল্লা গণসংযোগ চলছে। উপস্থিত ছিলেন, কুমিল্লার উত্তর জেলা জামায়াত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম শহীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

22/04/2025

এই নজরুল ইসলাম আলেমদের বিরুদ্ধে লিখে লিখে আসিফ নজরুল হয়েছে ।
কোমলমতি ছাত্ররা বোঝেনি এই আসিফ নজরুল ফ্যাসিস্টদের ছদ্মবেশে বিটিএমের লোক হিসেবে ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছে।
উপদেষ্টা থেকে তাকে শীঘ্রই প্রত্যাহার করতে হবে।
৬মে সূর্য ডুবার আগে এটি এম আজহারুল ইসলাম ভাইকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে
সেই ব্যবস্থা ৬মে সকাল থেকেই করতে হবে ।
একই দিন বিডিআর ভাইদের সকল মামলা প্রত্যাহার করে তাদের ক্ষতিপূরণ দিয়ে সূর্য ডোবার আগেই তাদেরকে বাড়িতে ফেরাতে হবে।

কে ছুটিতে থাকলো আর না থাকলো সেটা দেখার সময় আর নেই!
এ সরকার তো শপথ নিয়েছিল মজলুমদেরকে উদ্ধার করবে বলে
তাহলে মজলুমদের উদ্ধারে কেন কাল ক্ষেপণ করছে?

মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী

22/04/2025

যুদ্ধাপরাধ ট্রাইবুনাল যে শতাব্দির সর্বনিকৃষ্ট কোর্ট তা শিশু বাচ্ছাও জানে। ফ্যাসিস্টদের বিদায়ের আট মাস পরও এই ক্যাঙ্গারু কোর্টের রায়ে আজহার ভাইকে জেল খাটতে হবে? মনে হচ্ছে- আরেক ফ্যাসিস্ট ক্ষমতায় বসে আছে!!
না- কি ‘র’ এর প্রেতাত্মা এখনও দূর হয় নি।

৬ মে মাজলুমের মুক্তি না হলে, ৬ মে বিকেলেই ড, ইউনুস ও ড, আসিফ নজরুলের বাস ভবন ঘেরাও করা উচিত।

ড. আবুল কালাম আজাদ বাশার

22/04/2025

অতিরঞ্জিত কোন কিছুই ভালো ভয় আনে না। উপদেষ্টা আছিস নজরুল মাজলুম জননেতা এটিএম আজহার ভাইয়ের মুক্তি নিয়ে নানান নাটকের জন্ম দিচ্ছে। তিনি আসলে চাচ্ছেন টা কি কেউ কি বলতে পারেন?

লক্ষণ বেশি ভালো দেখা যাচ্ছে না। প্রফেসর ড. ইউনুস সরকারকে আমরা সাপোর্ট দিচ্ছি। তার মানে এই নয় আসিফ নজরুল বারবার অন্যায় করবে আমরা মেনে নিব। জামায়াত ইসলামী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে।

পূর্বের ক্ষমতাসীনরা আসিফ নজরুলের চেয়েও বিশাল ক্ষমতাধর এবং শক্তিশালী ছিল। এটা তাকে মনে রাখতে হবে। আসিফ নজরুল যতদিন এই সরকারে থাকবে এই সরকার নিরাপদ নয়। তাই সকলকে সাবধান করে দিচ্ছি। তার ব্যাপারে সকলে সতর্ক হোন।

এডমিন পোস্ট;

21/04/2025

আগামীকাল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের রায়ের শুনানি। জাতির সাথে কোন ধরনের টালবাহানা না করে নিঃশর্ত মুক্তি দিন।

বিগত অবৈধ সরকারের ক্যাঙ্গারু ট্রাইবুনালের রায় বাতিল করতে হবে। এটি ছিল বিগত কয়েক দশকের মধ্যে শ্রেষ্ঠ জুলুম।

21/04/2025

ইমাম মাহদী কোন বংশে আসবে?

20/04/2025

পায়ে হেঁটে বাড়িতে বাড়িতে গিয়ে যারা ইসলামী ব্যাংক গঠন করেছিল তারাই এর প্রকৃত মালিক। তাদের কাছেই গ্রাহকরা সবচেয়ে বেশি নিরাপদ। সংস্কার শেষে মূল মালিকদের ন্যায্য হিস্যা উপযুক্ত মূল্যে বুঝিয়ে দিন। এটাই সবচেয়ে বড় ন্যায়বিচার।

এই লোকটার কতো সমালোচনা আমরা করি, আবার মাঝে মাঝে প্রশংসা করতেও বাধ্য হই!ওনাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। এত সাদামাটা!আসলেন...
19/04/2025

এই লোকটার কতো সমালোচনা আমরা করি, আবার মাঝে মাঝে প্রশংসা করতেও বাধ্য হই!

ওনাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। এত সাদামাটা!

আসলেন। জুতা হাতে নিয়ে অজু করতে গেলেন। আশেপাশে কেউ নাই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গার উপদেষ্টা – কোনো হইহুল্লোড় নাই। মানে উনি যে এখানে আসছেন আলাদা কোনো উত্তেজনা নাই।

একজন সাধারণ মুসুল্লির মতোই। শুধু সাধারণ না। গরীব একজন মুসুল্লির মতো যেন এলেন, জীর্ণশীর্ণ দেখতে!

এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল! জুলাই শহীদদের কারণে এই সৎ মানুষগুলার দেখা পেলাম।

আল্লাহ তাকে রহম করুন।

চীনের প্রস্তাবিত ১ম হাসপাতালটি কুমিল্লায় চায় এই জেলার জনগন। কারণ কুমিল্লা এমন একটি গুরুত্বপূর্ণ  পয়েন্ট বাংলাদেশের জন্য...
17/04/2025

চীনের প্রস্তাবিত ১ম হাসপাতালটি কুমিল্লায় চায় এই জেলার জনগন। কারণ কুমিল্লা এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বাংলাদেশের জন্য যা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রাণ কেন্দ্র। চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগের সকল মানুষ যানজটমুক্ত একটা সুন্দর সেবা নিতে পারবে। রাজধানীর কাছাকাছি হওয়ায় দ্রুত সেবা মিলবে এবং ঢাকার চাপ কমবে। সেই সাথে সর্বোচ্চ সংখ্যক মানুষ সেবা পাবে বলে মনে করেন।

15/04/2025

একাধিক জায়গায় আহলে হাদীস মসজিদে হামলা ও ভাঙচুর হয়েছে। এধরণের কাজ নিসন্দেহে নিন্দনীয়। তবে আমি ভাবছি অন্য কথা।

বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী একজন বুদ্ধিজীবি এবং একজন ছাত্র উপদেষ্টা মাজারে হামলা নিয়ে বেশ সোচ্চার ছিলেন এবং আছেন। তারা কি আহলে হাদীস মসজিদে হামলা নিয়েও সোচ্চার হবেন?

নিজ নীতিতে কনসিসটেন্ট হলে হবার কথা।

14/04/2025

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Molla Nazim Uddin & Tariq Munawer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Molla Nazim Uddin & Tariq Munawer:

Share

Category