Badal Krishna

Badal Krishna জীবনে কখনো নিজের গুনের অহংকার করতে নেই কারন,পাথর জখন "জলে"পরে তখন তার নিজের ওজনের জন্যই "ডুবে"যায়।

19/06/2025

#বাবা
একজন স্ত্রী ১৭ বৎসর ঘর-সংসার করার পর স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, "পুরুষগণ ঈশ্বরের প্রদত্ত এক অশেষ অতিথি ।
কেননা,
তারা স্বীয় যৌবনকে নিজ স্ত্রী-সন্তানদের জন্য বলিদান করে দেয়। তাদের উপর ভর করেই আমরা জীবনের সুখ-শান্তি ও অপার সৌন্দর্য উপভোগ করে থাকি।
পুরুষ জাতি তো এমন এক স্বত্বা, যারা স্বীয় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎের জন্য সর্বাত্মক পরিশ্রম করে থাকেন।
কিন্তু এমন কঠোর পরিশ্রম আর বলিদানের সত্যেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি একরাশ হতাশা আর দুঃখ-কষ্ট দিয়ে।

যদি তারা একটু ফ্রেশ ও স্বাচ্ছন্দ্যের জন্য বাহিরে যায় তাহলে বলি, 'বে-পরওয়াহ'
যদি ঘরে বসে থাকে তাহলে বলি, অলস ও অকর্মণ্য!
যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি, নির্দয় ও হিংস্র!
যদি স্ত্রীকে চাকরী করা থেকে বারণ করে তাহলে বলি, সেকেলে বা অনাধুনিক!
যদি মায়ের সাথে সুসম্পর্ক রাখে তাহলে বলি, 'মা পাগল'
যদি স্ত্রীর সাথে প্রেমময় আচরণ করে তাহলে বলি, বৌ পাগল!
এতদসত্যেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর, যে তার সন্তানদেরকে সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখি দেখতে চায়।
একজন পিতা এমন এক রোবট, যিনি তার সন্তানদের থেকে সর্বদিক থেকে নৈরাশ হওয়ার পরেও তাদের মনপ্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তাদের মঙ্গলের জন্য আর্শীবাদ করে।
একজন বাবা তো এমন এক মহাপুরুষ , যিনি স্বীয় সন্তানদের সকল কষ্ট সহ্য করেনেন। তখনও, যখন সন্তান বাবার পায়ের উপর পা রেখে চলতে শিখে এবং তখনও, যখন বড় হয়ে বাবার বুকের উপর পা রেখে চলে যায়।
একজন বাবা পৃথিবীর এক এক মহাপুরুষ , যিনি সারাজীবনের কষ্টার্জিত মহামূল্যবান সম্পদগুলো অকাতরে সন্তানদেরকে দিয়ে দেন।
যদি মা সন্তানদেরকে ৯ মাস পেটে ধারণ করে থাকেন,তবে বাবা সারাজীবন স্বীয় ব্রেইনের মধ্যে ধারণ করে চলতে থাকেন।
পৃথিবীটা ততক্ষণই সু্ন্দর ও উপভোগ্য মনে হয় যতক্ষণ 'বাবা' নামক সত্বার ছায়া মাথার উপর বিরাজমান থাকে।
তাই বেঁচে থাকলে বাবাদের কদর করুন। চলে গেলে তাঁদের জন্য দু'হাত তুলে প্রর্থনা করুন। ঈশ্বর সকলের মা-বাবাকে সুখে-শান্তিতে রাখুন।

সংগৃহীত #

With Noureen Afrose – I just got recognized as one of their top fans! 🎉
17/05/2025

With Noureen Afrose – I just got recognized as one of their top fans! 🎉

পাপে জয়,পাপে ক্ষয়,,,অতি পাপে মরণ হয়,,,‌‌‌‌‌‌‌সময় কিন্তু কথা কয়,,,রূপে রূপে রূপান্তর,,,সময় কিন্তু জাদুকর,,,আজকে তোম...
03/05/2025

পাপে জয়,পাপে ক্ষয়,,,
অতি পাপে মরণ হয়,,,
‌‌‌‌‌‌‌সময় কিন্তু কথা কয়,,,
রূপে রূপে রূপান্তর,,,
সময় কিন্তু জাদুকর,,,
আজকে তোমার কালকে আমার,,,🙏🙏

💫সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয়না।কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ  ওজন করা...
26/04/2025

💫সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয়না।
কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।
এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন জায়গায় অবস্থান করছেন সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।
তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।..............ll

💫জীবনে কিছু সম্পর্ক হারায় না,সময়ের ব্যবধান বাড়তে পারে,যোগাযোগ কম হতে পারে কিন্তু হৃদয়ের গভীরে তারা থেকে যায় স্মৃতি ...
10/04/2025

💫জীবনে কিছু সম্পর্ক হারায় না,সময়ের ব্যবধান বাড়তে পারে,যোগাযোগ কম হতে পারে কিন্তু হৃদয়ের গভীরে তারা থেকে যায় স্মৃতি হয়ে,,অনুভূতি হয়ে।
একজন মানুষ যখন তার অতীতে ফিরে তাকায় তখন শৈশবের বন্ধুর কথা মনে পড়ে যাদের সাথে বহু বছর কথা হয়নি,তবুও পুরোনো কোনো স্মৃতি মাথায় এলে এক অন্যরকম অনুভুতি তৈরি হয়।
আবার কখনো কখনো এমন কিছু অপরিচিত মানুষের সাথে দেখা হয় যাদের সাথে আর কখনো দেখা হওয়ার সম্ভাবনা নেই তবুও তারা কোনো না কোনো কারণে মনে জায়গা করে নেয়।
জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই তবুও তারা হয়ে ওঠে সবচেয়ে আপনজন।
ভালো থাকুক আমার সেই সব আপনজন,,,💐,

💫দুঃখ নিজের মধ্যেই নিরাপদ     বাইরে গেলেই হাসির খোরাক,
05/04/2025

💫দুঃখ নিজের মধ্যেই নিরাপদ
বাইরে গেলেই হাসির খোরাক,

💫মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয়, দূর থেকে তো চাঁদকেও সুন্দর মনে হয়,,,,
07/02/2025

💫মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয়,
দূর থেকে তো চাঁদকেও সুন্দর মনে হয়,,,,

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Badal Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share