Lio O

Lio O My life allah Rules

15/10/2025

থানায় গিয়েও অনলাইনে যেভাবে জিডি করবেন -

03/10/2025

কেন কুমিল্লা বিভাগ হওয়া উচিত?
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা হলো কুমিল্লা। প্রাচীনকালে এই অঞ্চলটি ছিলো সমতট জনপদ। ইতিহাসের নানা গ্রন্থে উল্লেখ আছে—সমতট জনপদের রাজধানী ছিলো বর্তমান কুমিল্লা অঞ্চলেই। কুমিল্লার ময়নামতি, শালবন বিহার, কুটিলা মুরা, রুপ্বান মুরা, রানীর প্রাসাদসহ অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও সাক্ষী দিচ্ছে যে, কুমিল্লার ইতিহাস দুই শত নয়, বরং প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরনো।

📖 ১৭৯০ সালে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা জেলা (তখনকার ত্রিপুরা) গঠিত হয়। ১৭৯০ থেকে ১৮২০ সাল পর্যন্ত নোয়াখালী (তখনকার ভোলুয়া) জেলা কুমিল্লার ত্রিপুরার অধীনেই ছিলো। পরবর্তীতে ১৮২১ সালে নোয়াখালী জেলা আলাদা হয়। অর্থাৎ যারা বলে "নোয়াখালী ২০০ বছরের পুরনো জেলা"—আসলে সেই জেলা জন্ম নিয়েছে প্রাচীন কুমিল্লার কোল থেকেই।
✊ ইতিহাস, ঐতিহ্য আর প্রশাসনিক গুরুত্বের দিক থেকে কুমিল্লা সবসময়ই একধাপ এগিয়ে। অথচ কুমিল্লা এখনো বিভাগ হয়নি, যা কুমিল্লা ও নোয়াখালী উভয় জেলার মানুষকে প্রশাসনিকভাবে নানা সমস্যার সম্মুখীন করছে।

🔎 নোয়াখালী ও কুমিল্লার প্রশাসনিক বাস্তবতা:
আজও নোয়াখালীর অধিকাংশ বিভাগীয় কার্যক্রম কুমিল্লার মাধ্যমে পরিচালিত হয়। উদাহরণস্বরূপ—
1️⃣ নোয়াখালীর শিক্ষা বোর্ড → কুমিল্লা
2️⃣ নোয়াখালীর কর অঞ্চল → কুমিল্লা
3️⃣ নোয়াখালীর সড়ক ও জনপথ জোন → কুমিল্লা
4️⃣ নোয়াখালীর আনসার ও ভিডিপি জোন → কুমিল্লা
5️⃣ নোয়াখালীর স্কাউট জোন → কুমিল্লা
6️⃣ নোয়াখালীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট → কুমিল্লা
7️⃣ নোয়াখালীর হাইওয়ে পুলিশ জোন → কুমিল্লা
8️⃣ নোয়াখালীর কৃষি, সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের জোনাল অফিস → কুমিল্লা
9️⃣ নোয়াখালীর টিচার্স ট্রেনিং কলেজ → কুমিল্লা
👉 শুধু এই ৯টি নয়, বাস্তবে নোয়াখালীসহ কুমিল্লা অঞ্চলের জন্য মোট ৩২টি বিভাগীয় অফিস কুমিল্লার অধীনে রয়েছে।
⚖️ তাহলে প্রশ্ন হলো—যেখানে ইতিহাস, ঐতিহ্য ও প্রশাসনিক কাঠামো সবই কুমিল্লাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেখানে কুমিল্লা কেন এখনো বিভাগ হবে না?
কুমিল্লা বিভাগ হলে—
✔️ নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুরের মানুষ আর চট্টগ্রামের অধীনে নয়, বরং নিজেদেরই এক ঐতিহাসিক শহরের মাধ্যমে প্রশাসনিক সেবা পাবে।
✔️ চট্টগ্রামের অযাচিত ভোগান্তি ও হয়রানি থেকে মুক্তি মিলবে।
✔️ কুমিল্লার ২০০০ বছরের ইতিহাস ও ঐতিহ্যের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

24/09/2025
17/09/2025

বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS) শুরু হয়েছে ল্যান্ড ম্যানেজমেন্টকে ডিজিটাল ও স্বচ্ছ করার উদ্দেশ্যে।

➡️ এটিই হতে যাচ্ছে দেশের প্রথম Plot-to-Plot ডিজিটাল জরিপ, যেখানে জমি চালেন্ডার, দাগ, খতিয়ান এবং মালিকানার তথ্য স্যাটেলাইট ও ড্রোন ব্যবহার করে একসঙ্গে নজরে রাখা হবে ।

এতে ভূমি মালিক হিসেবে আপনার করণীয় হচ্ছেন:

✅ ধাপ–১: নিজের জমির তথ্য যাচাই করুন

আপনার জেলা > উপজেলা > মৌজা > দাগ নম্বর অনুযায়ী Plot-to-Plot ম্যাপে যান

চেক করুন —
✔️ কার নাম বসেছে
✔️ দাগ নম্বর ঠিক আছে কিনা
✔️ জমির পরিমাণ ও সীমা সঠিক চিহ্নিত হয়েছে কিনা

✅ ধাপ–২: অভিযোগ ও আপত্তি জানান দ্রুত

ম্যাপে ভুল দেখলে অনলাইনে **তৎক্ষণাৎ আপত্তি বা অভিযোগ দাখিল করুন।**

BDS-এ প্রত্যেকের জন্য ভিডিও শুনানির সুযোগ থাকবে

মনে রাখবেন—যত দ্রুত দাখিল করবেন, তত সহজ হবে সংশোধন!

✅ ধাপ–৩: দলিল-পর্চা, খাজনা সহ প্রয়োজনীয় কাগজপত্র হাতে রাখুন

রেজিস্ট্রি দলিল, খতিয়ান কপি, মিউটেশন ও খাজনা রশিদ — এগুলো আপলোডের সময় কাজে লাগবে।

ডিজিটাল ম্যাপে ফিডব্যাকে প্রয়োজন হলে এগুলো প্রয়োজন হতে পারে

✅ ধাপ–৪: স্থানীয় ভূমি অফিস/ভ্যালুয়েশন অফিসের ফোকাল পয়েন্টের সাথে যোগাযোগ করুন

Zonal Settlement Office, Upazila Settlement Office বা DC office–তে গোলযোগ মারতে সাহায্য পাবেন।

ফোন করে নির্দিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলুন

✅ ধাপ–৫: সুনির্দিষ্ট নজর ও ট্র্যাকিং রাখতে ভুলবেন না

Plot-to-Plot ম্যাপে আপনার সংশোধন অনুরোধের অবস্থা নিয়মিত চেক করুন।

শুনানির তারিখ, স্ট্যাটাস মেসেজ ইত্যাদি ডট-কমে পাবেন— নিয়মিত নজর রাখুন

⚠️ কেন এখনি করণীয়:

1. ✅ একবার BDS চলে গেলে আর পুরনো দলিলের ভিত্তিতে মানে হালনাগাদ যোগাযোগ করা কঠিন হবে

2. ✅ ভুল ধরলে জমি হারানোর ঝুঁকি থাকবে

3. ✅ মোবাইল-লাইনে মুহূর্তে বাধা/জন্য তদারকি করা যাবে না

✍️ আপনার করণীয়:

Plot-to-Plot ম্যাপে নিজের দাগ চেক করুন

ভুল থাকবে, এখনই অভিযোগ করুন

প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন

20/08/2025

জম্মু কাশ্মির, পাকিস্তান, এবং ভারতের দৃশ্য দেখে কিছুটা কিয়ামতের দিনের কিছু ভয়াবহ অবস্থা অনুমান করা যাচ্ছে।

20/08/2025
15/08/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গা"!: জা বাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছে...
24/07/2025

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গা"!: জা বাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছে। আর দুআ কর‌ছে সমু‌দ্রের ঢেউ যেন এ গু‌লে‌া‌কে গাজা উপকূ‌লে পৌঁ‌ছে দেয়। আল্লাহ তাআলার প‌ক্ষে তা ক‌ঠিন কিছু নয়। তি‌নি শিশু মূসা‌কে ফেরাউনের ঘা‌টে পৌঁ‌ছে‌ দি‌য়ে‌ছি‌লেন।
আল্লাহ তায়ালা ভাইদের এ প্রচেষ্টাকে কবুল করুন।

■এটা থেকে আমরা বুঝতে পারি।
■মন থেকে চাইলে অনেক কিছুই করা সম্ভব। ❤️

24/07/2025

মা তুমি বেঁচে থাকো সারাজীবন 🤍

Address

Cumilla
3519

Alerts

Be the first to know and let us send you an email when Lio O posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share