Anamul Huzur

Anamul Huzur Islamic life

10/07/2025
মুসলিম বিদ্বেষী, ভারতীয় জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গানকে আমি জাতীয় সঙ্গীত হিসেবে মানি না।খুব দ্রুত গণভোটের আয...
11/06/2025

মুসলিম বিদ্বেষী, ভারতীয় জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গানকে আমি জাতীয় সঙ্গীত হিসেবে মানি না।

খুব দ্রুত গণভোটের আয়োজন করে এই সঙ্গীতকে জয় বাংলা করে নতুন বাংলাদেশে নতুন কোন জাতীয় সংগীত রচনা করা হোক।

একজন বাংলাদেশী হিসেবে আপনার মতামত কি??

🌙🌙🌙 EID MUBARAK 🌙🌙🌙تقبل الله منا ومنكم.Free Palestine 🇵🇸🇵🇸🇵🇸
31/03/2025

🌙🌙🌙 EID MUBARAK 🌙🌙🌙
تقبل الله منا ومنكم.
Free Palestine 🇵🇸🇵🇸🇵🇸

আমার ছাত্র জায়ান সাউথ কোরিয়ান প্রবাসী  🇰🇷🇰🇷🇰🇷 বাংলাদেশে 🇧🇩🇧🇩🇧🇩 এসেছে।অনলাইনে আমার কাছে কায়দা, আমপারা শেষ করে এখন সে ক...
27/01/2025

আমার ছাত্র জায়ান সাউথ কোরিয়ান প্রবাসী 🇰🇷🇰🇷🇰🇷 বাংলাদেশে 🇧🇩🇧🇩🇧🇩 এসেছে।
অনলাইনে আমার কাছে কায়দা, আমপারা শেষ করে এখন সে কোরআন শরীফ পড়তেছে এবং পাশাপাশি আয়াতুল কুরসি সহ আমপাড়ার কিছু ছোট সূরাও মুখস্ত করে ফেলেছে।
ما شاء الله
আমি কথা দিয়েছিলাম তাকে পুরস্কৃত করব। যেই কথা সেই কাজ। আজকে প্রথমবারের মতো জায়ানের সাথে আমার সামনাসামনি দেখা হয়। আর আজকেই তাকে তার পুরস্কার বুঝিয়ে দিয়েছি।

আল্লাহ আমার ছাত্রকে দীন ইসলামের খাদেম হিসেবে কবুল করুক।
🤲🏻🤲🏻🤲🏻
امين

14/01/2025

গ্যাস সিলিন্ডারের আগুন একটি বড় বিপদের কারণ হতে পারে। এই ভিডিওতে গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর ৬টি কার্যকর পদ্ধতি কথা বলা হয়েছে । আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে
এই পদ্ধতিগুলো জানা অত্যন্ত জরুরি।

#গ্যাসসিলিন্ডার #আগুন #নিরাপত্তা #জরুরিটিপস #বাঁচুন #দুর্ঘটনা #সুরক্ষা #জীবনরক্ষা #ঘরবাড়ি #রান্নাঘর #ফায়ারসেফটি

12/01/2025

FREE DR AAFIA SIDDIQUI: A CALL FOR JUSTICE AND CLEMENCY

Please support our sister. আমাদের বোন আfiয়া সিddiকি কে মুক্ত করার জন্য সাইন করুন এই পিটিশন। আর অনেক বেশি শেয়ার করুন। প্ল...
12/01/2025

Please support our sister.
আমাদের বোন আfiয়া সিddiকি কে মুক্ত করার জন্য সাইন করুন এই পিটিশন। আর অনেক বেশি শেয়ার করুন। প্লিজ।

387,108 signatures are still needed! FREE DR AAFIA SIDDIQUI: A CALL FOR JUSTICE AND CLEMENCY

27/11/2024

জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর টমছম ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর পূবালী চত্বরে এসে সমবেত হয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দাবি জানান, জুলাইয়ের গণ-আন্দোলনে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে এই সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। গণ-আন্দোলনে হত্যাকাণ্ডের বিচারের দাবিকে এই সরকার অগ্রাধিকার দিয়ে বিচারকার্য দ্রুত শুরু করতে হবে।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলার নেতারা বক্তব্য দেন।
তারা জুলাই গনহত্যার বিচারের দাবির সাথে, ইসকনের সন্ত্রাসি কতৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার বিচারের দাবির কথা জানান।

মঙ্গলবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। বিকাল সাড়ে তিনটার দিকে আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) ছিলেন। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।

এই ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন আইনজীবী সংগঠন আজ সারাদেশের আইনজীবী সমিতিতে বিক্ষোভ সমাবেশ করবে।

27/11/2024

জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর টমছম ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর পূবালী চত্বরে এসে সমবেত হয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দাবি জানান, জুলাইয়ের গণ-আন্দোলনে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে এই সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। গণ-আন্দোলনে হত্যাকাণ্ডের বিচারের দাবিকে এই সরকার অগ্রাধিকার দিয়ে বিচারকার্য দ্রুত শুরু করতে হবে।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলার নেতারা বক্তব্য দেন।
তারা জুলাই গনহত্যার বিচারের দাবির সাথে, ইসকনের সন্ত্রাসি কতৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার বিচারের দাবির কথা জানান।

মঙ্গলবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। বিকাল সাড়ে তিনটার দিকে আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) ছিলেন। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।

এই ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন আইনজীবী সংগঠন আজ সারাদেশের আইনজীবী সমিতিতে বিক্ষোভ সমাবেশ করবে।

27/11/2024
27/11/2024

Address

Cumilla

Telephone

+8801965364143

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamul Huzur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anamul Huzur:

Share