Inspire Waves

Inspire Waves

Finding my zest for life.

আতা গাছে তোতা পাখিডালিম গাছে মৌরিপন মিয়া স্বীকার করলোএটাই তার বউ!হাহাহা এটাই বাস্তব 👻
16/10/2025

আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
রিপন মিয়া স্বীকার করলো
এটাই তার বউ!
হাহাহা এটাই বাস্তব 👻

A total of 12,51,111 students -- 6,18,015 were male and 6,33,096 females -- registered for the exams under 11 education ...
16/10/2025

A total of 12,51,111 students -- 6,18,015 were male and 6,33,096 females -- registered for the exams under 11 education boards. However, nearly 27,000 students did not appear in the exams.

Yes আমরা কুমিল্লার ইতর!!কুমিল্লার মানুষকে ইতর বলে কেন জানেন?বৃটিশ আমল থেকেই কুমিল্লার মানুষেরা খুব বুদ্ধিমান ছিল। তাই বৃ...
13/10/2025

Yes আমরা কুমিল্লার ইতর!!

কুমিল্লার মানুষকে ইতর বলে কেন জানেন?
বৃটিশ আমল থেকেই কুমিল্লার মানুষেরা খুব বুদ্ধিমান ছিল। তাই বৃটিশরা তাদেরকে বলতো Information Technology Organizer অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবস্থাপক।

অর্থাৎ, বৃটিশ শাষণামলে অফিসের লোকজনের মধ্যে কুমিল্লার মানুষেরা ছিল খুবই দক্ষ ও বিচক্ষণ। বিশ্বে খাদিশিল্প, সমবায় আন্দোলনের উদ্ভাবনই কুমিল্লার স্থানীয়দের দ্বারা। ঢাকাই মসলিনের কারিগররা ছিল কুমিল্লারই। বৃটিশরা এই অঞ্চলের লোকদের মধ্যে চারটি মৌলিক গুণ দেখতে পেয়েছিলেন-

1.Intellectuality =(বোধশক্তি)
2.Talent =(প্রতিভা)
3.Obligation =(দায়িত্ব)
4.Reliability =(বিশ্বাসযোগ্যতা)

ওই চারটি শব্দের প্রথম অক্ষর দিয়ে তৈরি করা সম্মানসূক শব্দ ITOR বা 'ইতর'। এই সংক্ষেপন শব্দ দ্বারা কুমিল্লাবাসীদেরকে সম্মান দেখাত বৃটিশরা। এমনকি সদ্যপ্রয়াত রানি ২য় এলিজাবেথও।

আজ যারা মূর্খ, হিংসুক, ছোটমনের মানুষ- তারা না জেনেই কুমিল্লার সম্মানসূচক উপাধীকে ইতর বলে ঠাট্টা বিদ্রূপ করে।

আসলে 'ITOR' (ইতর) কোন উপহাস নয়। ইতর হলো- মেধা, যোগ্যতা, ভালবাসা, মর্যাদা আর মূল্যবোধের অহংকার।

টেকা যে মাইনষেরে কই থেকে কই লইয়া যায় মাবুউদদদ!
17/09/2025

টেকা যে মাইনষেরে কই থেকে কই লইয়া যায় মাবুউদদদ!

প্রতি'মা'তেই দুর্গা -🪷১৪৩২
14/09/2025

প্রতি'মা'তেই দুর্গা -🪷
১৪৩২

31/08/2025

চীনের বিশ্ববিদ্যালয়ে যাবেন, দেখবেন ছাত্র-শিক্ষকরা দিন-রাত কাজ করছে। রাজনীতি তো দূরের কথা, ফালতু কথা বলে সময় নষ্ট করার সুযোগ ওদের নেই।

জাপানের বিশ্ববিদ্যালয়ে যাবেন, দেখবেন শিক্ষকদের রুমের লাইট বন্ধ হয় না। সকাল সাতটা থেকে শুরু হয়। অনেকের লাইট জ্বলে রাত দশটা পর্যন্ত।

কোন পোস্টার নাই। নেতা নাই। হলে রাজনীতি নাই। ছাত্রদের সংগঠণের নামে, ব্যানার টানিয়ে কোন কার্যক্রম নাই। ঐ ধর-ঐ মার এসব নাই। যে যার মতো স্বাধীনভাবে চলছে। পড়ছে। কাজ করছে। আবিষ্কার-উদ্ভাবন করে যাচ্ছে। কারণ একটা প্রতিষ্ঠান, প্রতিটা শিক্ষার্থীর। কোন দলের কাছে নত হওয়ার জন্য না। কোন দলের ছায়ায় চলার জন্য না।

ইউরোপে যাবেন, তাই দেখবেন। জার্মানী, সুইডেন, ফিনল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবী নাড়া দেয়া আবিষ্কার-উদ্ভাবন নিয়ে আছে। তাদের ছাত্ররা ২২-২৩ বছর বয়সে পিএইচডি শুরু করে। অসংখ্য তরুণের চোখ ভরা স্বপ্ন।

আর সে বয়সী বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দলীয় রাজনীতি নিয়ে আছে। এক দল আরেক দলকে খেদায়। দিনভর হাউকাউ! কিসের পড়াশুনা! কিসের গবেষণা! ছাত্র-শিক্ষকরা মিলে দলাদলি, রাজনীতি নিয়ে ব্যস্ত। এমন নোংরা সংস্কৃতি পৃথিবীর কোথাও নাই। আফ্রিকার ক্ষুধাপীড়িত দেশেও না। -এতোই দুর্ভাগা আমরা! -এতোই দুর্ভাগা আমার দেশ!

আমেরিকার ছেলে-মেয়েরা আছে রোবট নিয়ে। নতুন নতুন ড্রাগ আবিষ্কার নিয়ে। মেশিন লার্নিং নিয়ে। মহাকাশ গবেষণা নিয়ে। ২৫-২৬ বছর বয়সী তরুণরা উদ্যোক্তা হচ্ছে। লক্ষাধিক স্টার্টআপ প্রতিবছর চালু হয় আমেরিকায়। এমন কোন বিষয় নেই যেটা নিয়ে আমেরিকার তরুণরা পড়ে না। গবেষণা করে না। ভাবে না।

আমরা কি কখনো এসব শিখবো না? শিখতে চাইবো না? নাকি জীবনভর নিজেদের ব্যার্থতাকে, অন্যের ষড়যন্ত্র আর চক্রান্ত বলেই মানুষকে বিভ্রান্ত করবো?

পাশের দেশ ভারত, ২৩ টা বিশ্বমানের আইআইটি গড়ে তুলেছে। আমরা সে মানের একটা প্রতিষ্ঠানও গড়তে পারিনি আজো। একটাও না। অথচ এটা ২০২৫ সাল! এগুলো আর কতো বুঝাবো! আর কতো লিখবো!

সারা দুনিয়া তার তরুণদের কাজে লাগায় বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য। আর আমরা আমাদের তরুণদেরকে দলীয় দাস বানিয়ে রাখি -চিন্তায়, মগজে, কার্যক্রমে!

Collected.

ইঞ্জিনিয়ারিং পাশ করে অধিকাংশ স্টুডেন্ট কেন দেশ ছেড়ে বিদেশ যায় তার উত্তর এই ছবি!
27/08/2025

ইঞ্জিনিয়ারিং পাশ করে অধিকাংশ স্টুডেন্ট কেন দেশ ছেড়ে বিদেশ যায় তার উত্তর এই ছবি!

Kingboi 💀
18/08/2025

Kingboi 💀

🎙️| Anamul Haque’s cryptic msg via fb:

“I don’t need to talk much. My bat speaks for me — and it will never stay silent.”

ইন্ডিয়া থেকে এসে দেশ ধ্বংস করে চলে গেছে আহারে
18/08/2025

ইন্ডিয়া থেকে এসে দেশ ধ্বংস করে চলে গেছে আহারে

24/07/2025

এদেশে শোকের আয়ু
এক ইস্যু থেকে আরেক ইস্যু পর্যন্ত!

©

22/07/2025

#ব্রেকিং_নিউজ
মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, মাথা ফা'টলো ৩ শিক্ষার্থীর

Hasnat Abdullah ??

‎এটা জাস্ট একটা ফালতু উদ্যোগ! এই কলেজে যারা পড়ে তাদের ফাইনানশিয়াল ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো।শুধুমাত্র সরকারিভাবে ট্রিটমে...
22/07/2025

‎এটা জাস্ট একটা ফালতু উদ্যোগ! এই কলেজে যারা পড়ে তাদের ফাইনানশিয়াল ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো।শুধুমাত্র সরকারিভাবে ট্রিটমেন্ট করা হলে আমার মনে হয়না কোনো আর্থিক সহায়তার দরকার আছে! দয়া করে লাশের রাজনীতি বন্ধ করুন।

‎এই কয়েকটা বাচ্চার চিকিৎসা খরচ দেয়ার টাকা সরকারের নাই? নাকি এই দূর্ঘটনার দায় জনগণের যে ফান্ড রেইসের জন্য ব্যাংক একাউন্ট দেয়া হল?আমাদের ট্যাক্স এর টাকা কই? প্রবাসীদের রেমিট্যান্স কই? এই যে স্মরণকালের সর্বোচ্চ রেমিট্যান্স ইনফ্লো হইল সেই টাকা কই? অদ্ভূত একটা দেশ তো!

‎আমেরিকারে আপনি নিজে নাকি দূর্যোগে ডলারের বান্ডেল দিয়া সাহায্য করছেন, এহন বাংলাদেশের সময় টাকা ভিক্ষা করা লাগে ক্যান !
‎এই দেশের বাতাস খেয়ে বড়ো হোননাই বলে নাকি !?

‎ইতিমধ্যেই প্রমাণ হয়েছে এই উপদেষ্টা পরিষদ অকার্যকর। এতবড় ট্রাজেডির পরেও রাত ৩ টা পর্যন্ত সময় লেগেছে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করতে?

‎মায়ের বুকে সন্তানের লাশ ফিরাই দেন, আর্মি রে বলেন লাশের হিসাব দিতে। দেশের মানুষ নিরাপত্তা চায়, আপনার ভিক্ষা করা টাকায় ক্ষতিপূরণ চায় না।

Address

Biswaroad, Cumilla City Corporation
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspire Waves posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share