RoNy"s DaiRy

RoNy"s DaiRy I love ❤️allah❤️
যাদের আমাকে নিয়ে এলার্জি তারা আমার কাছ থেকে ১০০ হাত দূরে থাকেন জীবন আমার তাই আমি আমার আমিকে ভালোবাসি কে কি বলে তাতে আমার কিছু যায় আসেনা 🙂👎

12/01/2025

আজকের ক্লাশ

12/01/2025

Assalamu alikum gd morning

ছোট বেলার মজার ছড়া
09/01/2025

ছোট বেলার মজার ছড়া

14/12/2024

27/09/2024

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন,একটি গভীর শ্বাস নিন এবং “আলহামদুলিল্লাহ” বলুন,মনে রাখবেন খারাপ সময়ও একটা নিয়ামত,এতে আল্লাহর কাছাকাছি হওয়া যায়- শুধু ভরসা রাখুন আল্লাহর উপর শীঘ্রই সব ঠিক হয়ে যাবে, ইন’শা’আল্লাহ!'🩶

23/09/2024

হঠাৎ করেই চোখ বন্ধ করে আল্লাহ কে বলুন! ইয়া রব আমি আপনাকে ভিষণ ভালোবাসি! নিশ্চয়ই আপনি ও আমাকে ভালোবাসেন! আপনাকে ভালোবাসি মুখে ঠিকই বলি! কিন্তু কাজে কর্মে প্রকাশ করতে পারি নাহ! কিন্তু এটা সত্য, এক ইলাহ মানে আমি আপনাকে বুঝি! আমি জানি আমার এত এত নিকৃষ্ট কর্মের পরও আমাকে আপনি ভালোবাসেন! তাওবার দরজা খুলা রেখেছেন!আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলে এখনো নিয়ামত দিয়ে যাচ্ছেন!অহ্ আমার আল্লাহ আপনার প্রতি আমার যে টুকু ভালোবাসা আছে অইটুকু ভালোবাসার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান! অতঃপর আমাকে হ্মমা করে দিন!আমিন❤️

06/09/2024

আসসালামু আলাইকুম আমি একটা মডেল লাগবে পার্লারের ফটোশুটের জন্য অবশ্যই যারা ফটোশুট করবেন তাদের সব আনতে হবে
ব্রাইডাল মেকঅভার

05/09/2024

যে তোমাকে সময় দিলো, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো'। গাছের চারার মাঝে যেমন ঠিক মত জল না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে-কোন সম্পর্কেরই রঙ হারিয়ে যায়।

মানুষ টাকা দিয়ে কিনে দামি ঘড়ি উপহার দিতে পারে, কিন্তু সময় দেয় না। অথচ মানুষ জানে না সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না।

তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যাস্ততা তো থাকেই, তবুও ব্যাস্ততার মাঝেও তোমাকে একটা টেক্সট অথবা কল দিয়ে দুপুরে খেয়েছো কী না জিজ্ঞেস করার মানে, আমি আছি। অহেতুক যে কোন ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো, তুমি আশে-পাশে থাকলে আমার ভালো লাগে।

সময়ের চেয়ে সেরা উপহার আর কিছু নেই। যে মানুষটা আমাদের কাছে সেরা, তাকে দিতেও হয় সেরা উপহার। সময় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি হিসাব নেই। কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যাক্তি সুঁই হয়ে ঢুকে কুড়োল হয়ে সম্পর্কের বুক ছিড়েখুঁড়ে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না।

সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের
চেয়ে কম দিলে ' সম্পর্ক' ভেঙেচুরে ধসে যায়।

এই ধরনের পোস্ট পেতে পেইজটি ফলো করে রাখুন

Rony Chowdhury
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when RoNy"s DaiRy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share