Md Adnan Sami

Md Adnan Sami এটা আমার নতুন পেইজ সবাই ফলো করবেন,,ধন্যবাদ

- আয়না দেখার বাহানায় প্রতিনিয়ত' আমি অক্ষম তুচ্ছ-যোগ্যহীন এর হতাশা ভরা মুখটা দেখি..!💔😅
24/09/2025

- আয়না দেখার বাহানায় প্রতিনিয়ত' আমি অক্ষম তুচ্ছ-যোগ্যহীন এর হতাশা ভরা মুখটা দেখি..!💔😅

 #মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়...
24/09/2025

#মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।

পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

প্রতিবেশীরা জানান,সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি।পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লাশ বিছানায় এবং দুই শিশুর লাশ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

নিহতের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান।তিনি এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন।নিহত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।

23/09/2025

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

23/09/2025

ই/জ"রা"য়ে(লের ৩ গু/প্তচর কে জা/হান্না/মে পাঠিয়ে দিল হা"মা"স

20/09/2025

পেশা তার চুরি করা।চুরি করে যা পাই তা বিক্রি করে নেশা করে।নেশা করে নিজের শরীরকে কি করছে একবার দেখেন!🙄😒 #

টানা খুনের ঘটনায় আতঙ্কিত কুমিল্লাবাসী, কুমিল্লায় গত সাত দিনে দশের অধিক খু'ন।
18/09/2025

টানা খুনের ঘটনায় আতঙ্কিত কুমিল্লাবাসী, কুমিল্লায় গত সাত দিনে দশের অধিক খু'ন।

এই বাচ্চা টা সাপের কামড়ে মারা গেছে,সাপে কামড়ানোর পর তাকে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে,তারা জানায় তাদের কাছে এন্টি...
18/09/2025

এই বাচ্চা টা সাপের কামড়ে মারা গেছে,সাপে কামড়ানোর পর তাকে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে,তারা জানায় তাদের কাছে এন্টি ভেনম নেই। এন্টি ভেনম না থাকাটা
শুধু ব্যর্থতা না রীতিমতো অন্যায়,, এটার প্রতিবাদে সবাই কে এগিয়ে আসা উচিত। আমরা চর অঞ্চলের মানুষ ক্ষেত খামারে ফসল উৎপাদন করে খেতে হয়, সাপে কাটার রিক্স অনেক বেশি আমাদের। এর জন্য এন্টি ভেনম খুবই প্রয়োজন,,প্রতিবছরই সাপের কামড় খায় মানুষ, মারা ও যায় অনেকেই। সবার জায়গা থেকেই প্রতিবাদ করা উচিত।😭😭

কুমিল্লা চান্দিনা থানা  শ্রীমন্তপুর  গ্রাম চাহেদ আলীর মোড় হতে কতক্ষণ আগে এই বাচ্চাটিকে একজন মহিলা ছিনতাই করে নিয়ে গেছে ক...
17/09/2025

কুমিল্লা চান্দিনা থানা শ্রীমন্তপুর গ্রাম চাহেদ আলীর মোড় হতে কতক্ষণ আগে এই বাচ্চাটিকে একজন মহিলা ছিনতাই করে নিয়ে গেছে কেউ সন্ধান পেলে জানাবেন।

বি: দ্র: বাচ্চা অনেক কান্নাকাটি করতেছে, এমনটাই দেখেছেন পথচারীরা কিন্তু ছিনতাইকারী নিয়ে যাচ্ছে এটা বুঝতে পারেনি। পরবর্তীতে বাচ্চার মা এসে বাচ্চা খোঁজলে জানতে পারে।

বাচ্চার বয়স ৬বছর। মোবাইল-01640645658
゚viralシfypシ゚viralシalシ

জানা যায়, মেয়েটির বাবা নেই। মা প্রবাসে থাকে এবং দ্বিতীয় বি য়ে করেছে। সেই সুযোগেই তার ছোট বোনের সহযোগিতা নিয়ে তাকে ধর্......
16/09/2025

জানা যায়, মেয়েটির বাবা নেই। মা প্রবাসে থাকে এবং দ্বিতীয় বি য়ে করেছে। সেই সুযোগেই তার ছোট বোনের সহযোগিতা নিয়ে তাকে ধর্...রিত করে বি য়ে করে এই মালা 'ও ন।

সুশান্ত কুমার ওরফে সুশান্ত আউলিয়া সাতক্ষীরা জেলার শ্যাম নগর থানার ভৈরব নগর গ্রামের খুদিরাম আউলিয়ার ছেলে। ইতোমধ্যে এলাকাবাসী তাদের দুইজনকে আ ট ক করেছে। এখন কিভাবে এটা সমাধান করে তাই দেখতে হবে।

Join Us: Save Our Sisters (Official)
@

রাজবাড়ী-তে অটো রিক্সাওয়ালার একমাত্র মেয়ে; ফে"স"বু"কে প্রেম করে  চী"নে"র ৪৩ বছর বয়সী ভদ্রলোক-কে বিয়ে করে এলাকায় চাঞ্...
15/09/2025

রাজবাড়ী-তে অটো রিক্সাওয়ালার একমাত্র মেয়ে; ফে"স"বু"কে প্রেম করে চী"নে"র ৪৩ বছর বয়সী ভদ্রলোক-কে বিয়ে করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।

জানা যায় -" ভদ্রলোক নাকি প্রেমের টানে ছুটে এসেছে সদূর চী"ন থেকে!" অসহায় রিক্সাওয়াল বাবা কিছুইতে রাজি ছিলেন না এই বিয়েতে।

মেয়ে বলেন -"যদি আমাকে এই ছেলের সাথে বিয়ে না দেন, তাহলে ট্রে/নে"র নিচে মা'"থা দিবো।"

মেয়ের এমন আচরণে, বাবা একরকম বা"ধ্য হয়েই মে"য়ে হারানোর ভ"য়ে, বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যান রিক্সা চালাক বাবা।

"আমার প্রশ্ন: সদূর চী"ন থেকে আসা ৪৩ বছর বয়সী এই লোক যদি, স্ব-দেশে ফিরে গিয়ে আর ফিরে না আসে?" তখন কি হবে এই মেয়েটির?

অতি আবেগ কী বি"প"জ্জনক নয়?

゚viralシfypシ゚viralシalシ # #

আমার মৃ/ত্যুর জন্য কেউ দায়ী না..খুব পরিচিত একটা লাইন, অনেক Su❗cide নোটে পাওয়া যায়। কিন্তু সত্যি কেউ দায়ী না? নাকি আসলে আ...
13/09/2025

আমার মৃ/ত্যুর জন্য কেউ দায়ী না..

খুব পরিচিত একটা লাইন, অনেক Su❗cide নোটে পাওয়া যায়। কিন্তু সত্যি কেউ দায়ী না?

নাকি আসলে আমরা- পরিবার, বন্ধু, শিক্ষক, সহকর্মী অজান্তেই কোথাও দায়িত্বটা এড়িয়ে যাই?

প্রতিদিন পৃথিবীতে গড়ে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ নিজের জীবন শেষ করছে।

সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয় এগুলো একেকটা ভাঙা স্বপ্ন, একেকটা অদৃশ্য যন্ত্রণা, একেকটা সম্পর্কের ফাটল, আর নীরব চিৎকার, যা হয়তো কেউ শুনতে চায়নি।

বাইরে থেকে স্বাভাবিক হাসি, ক্লাসের আড্ডা, অফিসের রুটিন বা সোশ্যাল মিডিয়ার রঙিন ছবি দেখালেও ভিতরে চলছিলো নিঃশব্দ এক যুদ্ধ।

একটা আত্ম/হ/ত্যা মানে শুধু একজনের মৃ/ত্যু নয়, তার সঙ্গে ভেঙে যায় অসংখ্য মন। বাবা-মায়ের বুক শূন্য হয়ে যায়, কখনো সন্তানের পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, কিংবা প্রিয় মানুষটা নিঃশব্দে হারিয়ে যায়।

কেউ সারাজীবনের মতো হারিয়ে যাবার পরে অপরাধবোধ মনে হয় “আমি কি একটু খোঁজ নিতে পারতাম না?”

দায়িত্বটা কে নিবে, কীভাবে নিতে পারে?

📒 পরিবার: সন্তানের আচরণ বদল, নীরবতা বা অতিরিক্ত অস্থিরতা খেয়াল করা জরুরি। তাদের শোনা, সময় দেয়া এটাই হতে পারে সবচেয়ে বড় সাপোর্ট।

📒 শিক্ষক: শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীর মানসিক পরিবর্তনগুলো দেখার দায়িত্বও তাদের। একটা “তুমি ঠিক আছো?” প্রশ্ন হয়তো বড় সংকেত হয়ে দাঁড়াতে পারে।

📒 বন্ধু: হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাকে বুঝতে চেষ্টা করা, প্রয়োজনে জোর করে হলেও পাশে বসা বন্ধুত্বের সত্যিকারের পরিচয় এটাই।

📒 সমাজ: কাউকে ছোট করা, অপমানিত বা কলঙ্কিত করা, এই বিষয়গুলোকে স্বাভাবিক না মনে করা, বরং খোলাখুলি আলোচনার জায়গা তৈরি করা দরকার।

📒 আর নিজে: নিজেকে একবার দেখুন, স্রষ্টার দেয়া সবচেয়ে মূল্যবান হচ্ছে “নিজ প্রাণ”, আপনাকে বাঁচতে হবে আপনি হয়ে। বিপদ জীবনের অংশ, সাহায্য চাওয়া নিজেকে ভালবাসারই অংশ।

একটা ফোনকল, একটা সহানুভূতির হাত, বা নিঃশব্দে পাশে থাকা এই ছোট্ট ছোট্ট যত্নই কারো ভাঙা পৃথিবীতে আলো জ্বালাতে পারে, ভেঙ্গে যাওয়া সম্পর্ককে নতুনভাবে আশা দেখাতে পারে।

আসুন আমরা শুধু সংখ্যার হিসাব না করে প্রতিটি কষ্টের পেছনের মানুষটাকে দেখি। প্রতিটা প্রাণের সাথে জড়িয়ে থাকে স্বপ্ন, আশা আর ভালোবাসায় ভরা একটা পুরো পৃথিবী।

#

দে লাগাই দে, যত ক্ষতিপূরণ লাগে আমি দিব !জিসান ভাই বাইক ও মোবাইল ডা*কাত দলের কাছে হারানোর পর, জিসান ভাইয়ের কথা শুনে বাইকে...
12/09/2025

দে লাগাই দে, যত ক্ষতিপূরণ লাগে আমি দিব !

জিসান ভাই বাইক ও মোবাইল ডা*কাত দলের কাছে হারানোর পর, জিসান ভাইয়ের কথা শুনে বাইকের কথা দ্বিতীয়বার আর না ভেবে সজোরে আ ঘা ত করে ডা*কা *ত দের ওপর Foysal Ahmed Bhuiyan ভাই আর জিসান। বিপদে বন্ধুর পরিচয় এটাকেই বলে।

🇹🇭 ゚viralシfypシ゚viralシalシ

Address

Cumilla
3510

Alerts

Be the first to know and let us send you an email when Md Adnan Sami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share