Z TV News

Z TV News This Channel Tv System

29/11/2025
চাঁদপুর -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী ডাঃ আব্দুল মোবিন সাহেবের সংক্ষিপ্ত জীবনীবীর মুক্তিযোদ্ধাডা. মোহ...
29/11/2025

চাঁদপুর -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী ডাঃ আব্দুল মোবিন সাহেবের সংক্ষিপ্ত জীবনী

বীর মুক্তিযোদ্ধা
ডা. মোহাম্মদ আবদুল মোবিন

এমবিবিএস (সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ)
সাং—ওটারচর, ডাকঘর—গজরা বাজার, ছেঙ্গারচর পৌরসভা, মতলব উত্তর, চাঁদপুর
জন্ম: ০১ জানুয়ারি ১৯৫৫
মনোনয়ন: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ)

শিক্ষাজীবন

এসএসসি (১৯৭০) — ওটারচর উচ্চ বিদ্যালয়

প্রথম বিভাগ, দুই বিষয়ে লেটার

এইচএসসি (১৯৭২) — মতলব ডিগ্রি কলেজ

প্রথম বিভাগ, দুই বিষয়ে লেটার

এমবিবিএস — সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ

১৯৭৭ সালের পরীক্ষা ১৯৭৯ সালে অনুষ্ঠিত

দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ-সম্পর্কিত অংশগ্রহণ

১৯৬৯ গণ-আন্দোলন: বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট লিডার হিসেবে নেতৃত্ব প্রদান।

১৯৭১: ইউনিয়ন পর্যায়ে বিএলএফ (BLF) এর সঙ্গে যুক্ত হয়েছিলেন।

মুক্তিযোদ্ধা সনদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেও এখনো কোনো উত্তর পাননি।

২০১৩: তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে
“মুক্তিযোদ্ধা সম্মাননা ক্রেস্ট” গ্রহণ করেন (বৃহত্তর কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য সংগঠনের পক্ষ থেকে)।

চাকরি জীবন

১৯৭৪: পারিবারিক প্রয়োজনের কারণে বিবাহ।

১৯৭৯: এমবিবিএস সম্পন্ন করার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ে মেডিকেল অফিসার হিসেবে যোগদান।

পরবর্তীতে UHFPO, ডেপুটি সিভিল সার্জন হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন।

সিভিল সার্জন পদে পদোন্নতি পেলেও ব্যক্তিগত সিদ্ধান্তে ১৭ বছর চাকরি শেষে কোনো বেনিফিট ছাড়াই চাকরি ত্যাগ।

১৯৮৮: WHO স্কলারশিপে MPH করার সুযোগ পেলেও বাবার অসুস্থতার কারণে বিদেশ যাওয়া হয়নি।

সরকারিভাবে বহু প্রশিক্ষণ (ফাউন্ডেশন ট্রেনিং, MDT, BSC ইত্যাদি) অর্জন।

১৯৯৮: BPMP হতে FCGP সম্পন্ন।

চাকরি ছাড়ার পর লাকসাম কমপ্যাথ প্রতিষ্ঠা করে ৩০ বছর ধরে চিকিৎসাসেবা প্রদান করছেন।

কুমিল্লা মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাকালে ডিরেক্টর এবং কুমিল্লা পপুলার হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

রাজনৈতিক পরিচিতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলার সাবেক আমির

বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি

সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা

১. চেয়ারম্যান — মতলব আইডিয়াল ট্রাস্ট (২৫ বছর ধরে)
২. সভাপতি — কলাকান্দা আইডিয়াল একাডেমী
৩. সভাপতি — ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, লাকসাম
৪. সভাপতি — আল আমিন ইনস্টিটিউট, লাকসাম
৫. সভাপতি — আল হেদায়ে মহিলা দাখিল মাদ্রাসা, লাকসাম
৬. ম্যানেজিং ডিরেক্টর — লাকসাম কমপ্যাথ
৭. ডিরেক্টর (প্রতিষ্ঠাকালীন) — কুমিল্লা মেডিকেল সেন্টার
৮. প্রতিষ্ঠাতা চেয়ারম্যান — কুমিল্লা পপুলার হাসপাতাল

উন্নয়ন দর্শন ও প্রত্যাশা

মতলবের শিক্ষিত ও বিত্তশালী জনগোষ্ঠীকে সাথে নিয়ে
পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা উন্নয়ন, গুণগত শিক্ষা,
এবং নৈতিক-মানবিক সমাজ গঠনে উদ্যোগ নেওয়া।

অশ্লীলতা, দুর্নীতি, জুলুম, চাঁদাবাজি, লুটপাট—এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার।

নিজস্ব বক্তব্য

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং দলের নির্দেশে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ।

জনগণ সমর্থন দিলে যে কোনো পর্যায়ে দায়িত্ব পালনের যোগ্যতা রয়েছে।

কারো সমালোচনা না করে নিজ কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে আগ্রহী।

ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির লোভ নেই; ঈমান ও আমানতই তাঁর সর্বোচ্চ সম্পদ।

28/11/2025

Live লাকসাম ছনগাঁও পূর্বপাড়া যুব সমাজের উদ্যােগে নাইট ক্রিকেট সার্কেল টুর্নামেন্টের শুখ উদ্বোধন,স্থানঃ-হাজী আবদুল হাকিম বাড়ী সংলগ্ন।

28/11/2025

লাকসামে বিএনপি'র দুই গ্রুপে নতুন উ*ত্তে*জ*না 🔥
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদলের বক্তব্য ঘিরে রাস্তায় জসিম সমর্থিত নেতাকর্মীদের ভি*ক্ষো*ব মি*ছি*ল

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আল্লামা মামুনুল হক সাহেব এর মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিস  রিক্সা  প্রতীকের সংসদ সদস্য...
28/11/2025

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আল্লামা মামুনুল হক সাহেব এর মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা M***i Mahbub

28/11/2025

Live লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদলের কুরুচিপূর্ন বক্তব্যর প্রতিবাদে বি*ক্ষো*ভ মি*ছি*ল।

28/11/2025

Live লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদলের কুরুচিপূর্ন বক্তব্যর প্র*তি*বাদে বি*ক্ষো*ব মি*ছি*ল।

27/11/2025

আবারো ভূমিকম্পে কাপলো রাজধানী |

হিরু হুমায়ুন গুমের ১২বছরে সামিরা আজিম দোলার বিবৃতিঃপ্রিয় লাকসাম-মনোহরগঞ্জবাসী,আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত বেদনার্ত হৃদয়...
27/11/2025

হিরু হুমায়ুন গুমের ১২বছরে সামিরা আজিম দোলার বিবৃতিঃ

প্রিয় লাকসাম-মনোহরগঞ্জবাসী,
আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত বেদনার্ত হৃদয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম হিরু আঙ্কেল এবং লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজ ভাইকে। আপনারা অবগত আছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক সাইফুল ইসলাম হিরু আঙ্কেল, হুমায়ুন কবির পারভেজ ভাই ও জসিম ভাইকে RAB পরিচয়ে গুম করা হয়। তাদেরকে গুম করার আগে লাকসামে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে হিরু আঙ্কেল এর মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘লাকসাম ফ্লাওয়ার মিলে’ প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। গুম হওয়া জসিম ভাই ও আটক নয়জন আমাদের মাঝে ফিরে আসলেও আমরা আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম হিরু আঙ্কেল ও হুমায়ুন কবির পারভেজ ভাইকে গত এক যুগ তথা ১২ বছরেও আমাদের মাঝে ফিরে পাইনি।

প্রিয় লাকসাম-মনোহরগঞ্জবাসী,
আপানারা নিশ্চয়ই জানেন, গুম হওয়া সাইফুল ইসলাম হিরু আঙ্কেল ও হুমায়ন কবির পারভেজ ভাইয়ের উপর নির্ভর করেই আমার বাবা মরহুম কর্নেল আনোয়ারুল আজিম লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নে রাজনীতি করে গেছেন। এই দুই রাজনীতিবিদ ও তাদের পরিবারের সঙ্গে আমার বাবার ছিল হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আমার বাবা মুত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তাদেরকে হৃদয় দিয়ে স্মরণ করে গেছেন। তাদের সন্ধান নিশ্চিতে বাবা সর্বদা তৎপর ছিলেন। কিন্তু রাষ্ট্রের নির্মমতায় আমরা গত ১২ বছরেও তাদের সন্ধান নিশ্চিত করতে পারিনি। তাদের ভাগ্য কি ঘটেছে তাও আমরা জানতে পারিনি। স্বাধীন দেশে আমরা এমন বিচারহীনতা চাইনি।

প্রিয় সাইফুল ইসলাম হিরু আঙ্কেল ও হুমায়ুন কবির পারভেজ ভাইয়ের এর পরিবারের মতো আজ আমিও বাকরুদ্ধ। তাদেরকে সান্তনা জানানোর ভাষা আমার নেই। আমি বলতে চাই যে, আজকের দিনটি লাকসামের ইতিহাসে এক কলঙ্কময় দিন। যারাই এর নেপথ্যে জড়িত আমি তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমি সামিরা আজিম দোলা কথা দিচ্ছি- আমার বাবার আদর্শ হৃদয়ে ধারণ করে আজীবন হিরু আঙ্কেল ও পারভেজ ভাইকে হৃদয় দিয়ে স্মরণ করবো। বাবার মতো তাদের পরিবারের সঙ্গে আজীবন সুসম্পর্ক বজায় রাখতে চাই। পরিশেষে, সাইফুল ইসলাম হিরু ও আঙ্কেল ও হুমায়ুন কবির পারভেজ ভাই যদি বেঁচে থাকেন তাহলে দ্রুতই আমাদের মাঝে ফিরিয়ে আসার প্রত্যাশা থাকলাম। আর তারা যদি গুমের পর হত্যাকা-র শিকার হয়ে থাকেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে লাকসাম-মনোহরগঞ্জবাসীর মতো আমারও প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গুমের রহস্য উদঘাটন হোক। আর এ গুমের সঙ্গে যত শক্তিশালী ব্যক্তিই জড়িত থাকুন জনসম্মুখে তাদের মুখোশ উন্মোচন হোক

সামিরা আজিম দোলা
ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী
কুমিল্লা ০৯ সংসদীয় আসন

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Z TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Z TV News:

Share