Z TV News

Z TV News This Channel Tv System

09/10/2025

Live জুলাই সনদ এর আইনি ভিত্তি পি,আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের বিশিষ্ট্য নাগরিকদের সাথে মতবিনিময় সভা।আয়োজনেঃ-বাংলাদেশ জামায়াত ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভা।

09/10/2025

মোটর সাইকেল ও সিএনজির সং*ঘ*র্ষে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে আজ সকাল ১১টায় লাকসাম উত্তর বাইপাস প্রবাসী আব্দুল কাদেরের বাড়ীর সামনে।(এখানে কার ভুল হয়েছে,কমেন্ট করুন)

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে,উপকূল সার্ভিস বাস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার।। ১১০১৯৩ গাড়ির নাম্বার।।
09/10/2025

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে,
উপকূল সার্ভিস বাস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার।।
১১০১৯৩ গাড়ির নাম্বার।।

09/10/2025

Live হোন্ডা সিএনজি সংঘর্ষে একজন নি*হ*ত। ঘটনাটি ঘটেছে,আজ সকালে লাকসাম মনারগঞ্জ রোডের মোহাম্মদপুর এলাকায়।

নোয়াখালী মহাত্মা গান্ধীর ছাগল চো"র"১৯৪৬ আর ২০২৫"১৯৬৪ সালে নোয়াখালী দাঙ্গা হয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা মোহন দাস ...
09/10/2025

নোয়াখালী মহাত্মা গান্ধীর ছাগল চো"র
"১৯৪৬ আর ২০২৫"
১৯৬৪ সালে নোয়াখালী দাঙ্গা হয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা মোহন দাস করমচাঁদ গান্ধী নোয়াখালী অঞ্চলে গিয়ে প্রায় তিন মাস কাটান। খালি পায়ে মোট ১১৬ মাইল হেঁটে প্রায় ৪৭টি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন তিনি। সাথে ছাগল এনেছিলেন। মহাত্মা গান্ধী ছাগলের দুধ খুব পছন্দ করতেন। কিন্তু নোয়াখালীর 'কাশেম ফৌজের' এর সদস্যরা গান্ধীর ছাগল চুরি করে। পরে গান্ধীজি ‘নির্মলা’ নামের একটি ছাগল সংগ্রহ করেন।

সূত্র: বিবিসি বাংলা ০২ অক্টোবর ২০১৯
৬৪টির দাঙ্গায় কুমিল্লায় কোন দাঙ্গা হয়নি কুমিল্লাবাসী নোয়াখালীর ক্ষতিগ্রস্তদের সহযোগীতা করে ছিলো।
আমারা এখনো বৃহত্তর কুমিল্লা বৃহত্তর কুমিল্লা ভাই ভাই।

09/10/2025
মনোহরগঞ্জের নাথেরপেটুয়া বাজারে  সাবেক আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেট...
08/10/2025

মনোহরগঞ্জের নাথেরপেটুয়া বাজারে সাবেক আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেট সংলগ্ন সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় এক সাবেক নেতার বিরুদ্ধে। বাজার কমিটির পক্ষে স্থানীয় ব্যবসায়ী মো. মুসলিম খাঁন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেটের পাশে বিনয়ঘর মৌজার (জে.এল নং-৪৫৯, খতিয়ান নং-৯১৩, সাবেক দাগ নং-৮০, হাল দাগ নং-২০০) সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন নাথেরপেটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম। তিনি ওই জমিতে দোকান নির্মাণ করে প্রতি মাসে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা ভাড়া আদায় করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি আবুল কালাম সরকারি রাস্তার প্রায় ১৬ শতক ও ললিত মোহন সাহার ১০ শতকসহ মোট ২৬ শতক জমি জোরপূর্বক দখল করে বাজার সম্প্রসারণের নামে নতুন করে দোকানঘর নির্মাণ করছেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং পাশের একটি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে।

অভিযোগকারী মো. মুসলিম খাঁন বলেন, “আবুল কালাম কোনো বৈধ মালিকানা ছাড়াই খাস জমি দখল করে রেখেছেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং বাজারের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ইউনিয়ন যুবদল নেতা কামাল হোসেনের ক্ষমতার দাপটে কেউ এই বিষয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না। "

এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম বলেন, “আমি খাস জমি অথবা অন্য কারো দখল করিনি। আমার খরিদ করা জায়গায় ঘর তুলেছি। তবে রাস্তার কিছু জায়গা দখলে আছে, সরকার চাইলে যেকোনো সময় দিয়ে দেবো।”

মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন বলেন, “বাজারের একজন ব্যবসায়ী সরকারি খাস জমি দখল নিয়ে লিখিত অভিযোগ করেছেন। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, “সরকারি খাস জায়গা কেউ দখল করে রাখার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাই করে জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।”

08/10/2025

Live লাকসাম নরপাটি হাই স্কুল মাঠে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠান পরিদর্শনে কুমিল্লা ৯ লাকসাম মনহরগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ড.সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দীকি।

07/10/2025

লাকসামে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটের ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ফাটিয়ার দাবিতে মানববন্ধন আয়োজনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জিয়াদ ও ভিডিও জার্নালিস্ট পারভেজের উপর দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কুমি...
07/10/2025

এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জিয়াদ ও ভিডিও জার্নালিস্ট পারভেজের উপর দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন। দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি। গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

07/10/2025

লাকসাম গন সংযোগে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও কুমিল্লা ৯ লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. এ কে এম জাহাঙ্গীর

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Z TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Z TV News:

Share