29/11/2025
চাঁদপুর -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী ডাঃ আব্দুল মোবিন সাহেবের সংক্ষিপ্ত জীবনী
বীর মুক্তিযোদ্ধা
ডা. মোহাম্মদ আবদুল মোবিন
এমবিবিএস (সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ)
সাং—ওটারচর, ডাকঘর—গজরা বাজার, ছেঙ্গারচর পৌরসভা, মতলব উত্তর, চাঁদপুর
জন্ম: ০১ জানুয়ারি ১৯৫৫
মনোনয়ন: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ)
শিক্ষাজীবন
এসএসসি (১৯৭০) — ওটারচর উচ্চ বিদ্যালয়
প্রথম বিভাগ, দুই বিষয়ে লেটার
এইচএসসি (১৯৭২) — মতলব ডিগ্রি কলেজ
প্রথম বিভাগ, দুই বিষয়ে লেটার
এমবিবিএস — সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ
১৯৭৭ সালের পরীক্ষা ১৯৭৯ সালে অনুষ্ঠিত
দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ-সম্পর্কিত অংশগ্রহণ
১৯৬৯ গণ-আন্দোলন: বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট লিডার হিসেবে নেতৃত্ব প্রদান।
১৯৭১: ইউনিয়ন পর্যায়ে বিএলএফ (BLF) এর সঙ্গে যুক্ত হয়েছিলেন।
মুক্তিযোদ্ধা সনদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেও এখনো কোনো উত্তর পাননি।
২০১৩: তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে
“মুক্তিযোদ্ধা সম্মাননা ক্রেস্ট” গ্রহণ করেন (বৃহত্তর কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য সংগঠনের পক্ষ থেকে)।
চাকরি জীবন
১৯৭৪: পারিবারিক প্রয়োজনের কারণে বিবাহ।
১৯৭৯: এমবিবিএস সম্পন্ন করার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ে মেডিকেল অফিসার হিসেবে যোগদান।
পরবর্তীতে UHFPO, ডেপুটি সিভিল সার্জন হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন।
সিভিল সার্জন পদে পদোন্নতি পেলেও ব্যক্তিগত সিদ্ধান্তে ১৭ বছর চাকরি শেষে কোনো বেনিফিট ছাড়াই চাকরি ত্যাগ।
১৯৮৮: WHO স্কলারশিপে MPH করার সুযোগ পেলেও বাবার অসুস্থতার কারণে বিদেশ যাওয়া হয়নি।
সরকারিভাবে বহু প্রশিক্ষণ (ফাউন্ডেশন ট্রেনিং, MDT, BSC ইত্যাদি) অর্জন।
১৯৯৮: BPMP হতে FCGP সম্পন্ন।
চাকরি ছাড়ার পর লাকসাম কমপ্যাথ প্রতিষ্ঠা করে ৩০ বছর ধরে চিকিৎসাসেবা প্রদান করছেন।
কুমিল্লা মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাকালে ডিরেক্টর এবং কুমিল্লা পপুলার হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
রাজনৈতিক পরিচিতি
বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলার সাবেক আমির
বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি
সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা
১. চেয়ারম্যান — মতলব আইডিয়াল ট্রাস্ট (২৫ বছর ধরে)
২. সভাপতি — কলাকান্দা আইডিয়াল একাডেমী
৩. সভাপতি — ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, লাকসাম
৪. সভাপতি — আল আমিন ইনস্টিটিউট, লাকসাম
৫. সভাপতি — আল হেদায়ে মহিলা দাখিল মাদ্রাসা, লাকসাম
৬. ম্যানেজিং ডিরেক্টর — লাকসাম কমপ্যাথ
৭. ডিরেক্টর (প্রতিষ্ঠাকালীন) — কুমিল্লা মেডিকেল সেন্টার
৮. প্রতিষ্ঠাতা চেয়ারম্যান — কুমিল্লা পপুলার হাসপাতাল
উন্নয়ন দর্শন ও প্রত্যাশা
মতলবের শিক্ষিত ও বিত্তশালী জনগোষ্ঠীকে সাথে নিয়ে
পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা উন্নয়ন, গুণগত শিক্ষা,
এবং নৈতিক-মানবিক সমাজ গঠনে উদ্যোগ নেওয়া।
অশ্লীলতা, দুর্নীতি, জুলুম, চাঁদাবাজি, লুটপাট—এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার।
নিজস্ব বক্তব্য
ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং দলের নির্দেশে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ।
জনগণ সমর্থন দিলে যে কোনো পর্যায়ে দায়িত্ব পালনের যোগ্যতা রয়েছে।
কারো সমালোচনা না করে নিজ কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে আগ্রহী।
ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির লোভ নেই; ঈমান ও আমানতই তাঁর সর্বোচ্চ সম্পদ।