Sajid

Sajid প্রিয় দেশকে ভালোবাসি.��. আর এই
দেশের জন্যই জীবন দেব ইনশাআল্লাহ ��

ইন্টেরিম যে করিডর দিছে এইটা নিয়া খুব একটা পড়াশোনা করার টাইম পাইনাই। আজকে করলাম।আর এখন বুঝতেছি, Bangladesh just committ...
04/05/2025

ইন্টেরিম যে করিডর দিছে এইটা নিয়া খুব একটা পড়াশোনা করার টাইম পাইনাই। আজকে করলাম।

আর এখন বুঝতেছি, Bangladesh just committed one of the most dangerous geopolitical moves in its recent history under the illusion of “humanitarian aid”।

দেশবাসীর অনুমতি ছাড়া, রাজনৈতিক দলগুলার সাথে আলোচনা না কইরা, ইন্টেরিম UN হিউম্যানিটারিয়ান করিডর খুইলা দিছে চট্টগ্রাম-আরাকান রুটে।

আসেন আগে বুঝি “Humanitarian Corridor” আসলে কী। UN এইটারে বলে সাহায্য পাঠানোর রাস্তাঘাট। কিন্তু বাস্তবে ওরা যেইটা বানায়:
➤ এনজিও টাইপ তাঁবু বসে
➤ ইনটেলিজেন্স অফিসার ঢুকে
➤ “মানবিক সহায়তা”র নামে মিলিটারি ম্যাপিং হয়
➤ বিদেশি অস্ত্র, ড্রোন, ডেটা আস্তে আস্তে ঢুকে
➤ কিছুদিন পর সেই অঞ্চল আর নিজের থাকে না

Corridor = Invasion

আসেন কিছু বাস্তব উদাহরণ দেখি — করিডর কেমনে দেশ ধ্বংস করে:

✓ সিরিয়া:
→ "মানবিক সাহায্য"র নামে তাবু বসানো হইছিল।
→ এরপর সেই রাস্তাতেই অস্ত্র ঢুকছে, বিদ্রোহী ট্রেনিং ক্যাম্প বসছে।
→ ISIS আর আল-নুসরা এই করিডরের মাধ্যমেই তৈরি হইছে।

✓ ইরাক:
→ "No-fly zone" ছিল কাগজে।
→ বাস্তবে সেই অঞ্চলে US মিলিটারি বেস দিছিল।
→ সাদ্দামের পতনের রাস্তাটা এই ভাবেই বানাইছিল।

✓ লিবিয়া:
→ "Protection corridor" দেয়া হইছিল Qaddafi’র বিরুদ্ধে বিদ্রোহীদের জন্য।
→ এক মাসের মধ্যে NATO ওই করিডর দিয়া ঢুইকা পুরা দেশ বোমায় উড়ায়া দিল।

✓ গাজা:
→ "মানবিক সাহায্য" পাঠানোর জন্য Rafah গেটে করিডর খুলছিল।
→ এখন জানেন কী? সেই রাস্তাই মোসাদ-এর লোকজন ঢুকতে ব্যবহার করে।
→ গোপন ইন্টেল, হামাস সদস্যদের লোকেশন, সব কিছু ওই গেট দিয়া বের হয়।

✓ আফগানিস্তান:
→ "সাহায্য দিতে CIA করিডর বানায়" — এই ছুতা দিয়া বেস তৈরি করে।
→ সেখান থেকেই চালানো হইছে ড্রোন হামলা, খুন, আর গোয়েন্দা অপারেশন।

এইগুলা ফ্যান্টাসি না। এইগুলা প্রমাণিত সত্য।

প্রশ্ন হইল —
বাংলাদেশ আজকে করিডর খুলে দিয়া বললো "এইটা মানবতা", তারপর ৬ মাস পরে যদি
→ সেখানে NGO দিয়া মিলিটারি ম্যাপিং হয়,
→ কোন এক রাতে surveillance drone নামে,
→ কোন এক সকালে UN interfaith cleric গিয়ে মুসলিম ক্যাম্পে বক্তৃতা দেয়,
→ আর ২ বছর পরে সেই এলাকাই “safe zone” ঘোষণার নামে দখল হয়,

তখন আপনি আমি কী করতে পারবো?

একই স্ক্রিপ্ট বারবার। শুধু রং আর ভাষা বদলায়।

এই করিডরের পেছনে খেলোয়াড় কারা?
লেখা : সৌরভ খান
©

07/04/2025

আজকে ফিলিস্তিন ও গাজার পক্ষে ইলিয়টগঞ্জ বাজারে সর্বস্তরের জনগণের প্রতিবাদী আন্দোলন।

22/03/2025
ঈদের ছুটিতে  #রাঙামাটি  ডে নাইট ট্রিপ 😍💠যাত্রার তারিখঃ➡ ইদের ৪র্থ  দিন রাত ১০ টায় দড়ানী পাড়া  ( ইলিয়টগন্জ মুরাদনগর কুমিল...
16/03/2025

ঈদের ছুটিতে #রাঙামাটি ডে নাইট ট্রিপ 😍

💠যাত্রার তারিখঃ
➡ ইদের ৪র্থ দিন রাত ১০ টায় দড়ানী পাড়া ( ইলিয়টগন্জ মুরাদনগর কুমিল্লা) থেকে

➡️ভ্রমন: ইদের শনিবার সারাদিন ঘুরব ইনশাআল্লাহ

💠যা যা দেখবোঃ
>ঝুলন্ত ব্রিজ।
>শুভলং ঝর্না।
>কাপ্তাই লেক।
>পলওয়েল পার্ক।
>বৌদ্ধ বিহার।
>আদিবাসীদের তাতীপল্লি।

💠 ইভেন্ট ফিঃ জনপ্রতি ৯০০/- টাকা মাত্র ।
বি:দ্র; ইদের জন্য ফি কিছুটা বেশি নিতে হচ্ছে 😊
বাকী সব কিছু নিজ দায়িত্ব।

💠 আসন সংখ্যাঃ ৪৫ জন.
➡ছেলে/মেয়ে/কাপল/ পরিবার উভয়ে যেতে পারবেন

💠 যা যা থাকছে নাঃ
>আসার দিন রাতের খাবার।
>প্যাকেজে উল্লেখ নাই এমন কিছু।
>হাইওয়ে হোটেল বিরতিতে খাবার ।

💠 বুকিং কনফার্ম মানি - ৫০০ টাকা. ( কোন কারনে না গেলে অফেরতযোগ্য )
➡️➡️ ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন।
সাইফুল ইসলাম : 01862611693

06/03/2025

এই বিড়ালটি হসপিটালের বেডে সবসময় এইভাবে বসে এবং শুয়ে থাকে। প্রত্যেক রুগিরাও বিড়ালটি কে অনেক আদর করে। আসলে ভালো হলে সবার ভালো বাসা পাওয়া যায়।

02/01/2025

পড়াশোনা করতে ভালো লাগেনা কাজ করতেই ভালো লাগে। ছুটির দিনের গল্পের মতো।

13/12/2024

বাশ ঝারের মধ্যে পাখির বিকট আওয়াজ যা শুনলে ভয়ে গা শিউরে উঠবে এবং পাশাপাশি ভালো ও লাগবে।

08/12/2024

কাবুল থেকে দামেস্ক হয়ে বিজয়ের ধ্বনি ছড়িয়ে পড়ুক দিল্লি ও ওয়াশিংটন।
❝লিল্লাহি তাকবির❞ ✊🏻

08/12/2024

মামুর কেউ নাই তারপরও মামুয়ে সপ্নে মামিরে দেখে 😁😁

06/12/2024

দেশের জন্য মরতে পারি
অগ্নিবীণা ধরতে পারি
ভয় করি না ভয়,
আবার না হয় যুদ্ধ হবে
আমার মাটি শুদ্ধ হবে
ছাড় কিছুতে নয়!💪💪💪

Address

Daranipara , Illiotgonj , Moradnagar , Cumilla
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Sajid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share