30/01/2025
কিছু বিদায় শব্দহীন হয়, কিছু সম্পর্কের শেষ হয় ব্যাখ্যাহীন। সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেইগুলোই, যা কখনো বলা হয় না, ব্যাখ্যা করা হয় না, শুধু নীরবতার গভীরে হারিয়ে যায়।
হঠাৎ করে নেমে আসা নিস্তব্ধতা, না বলা কথা, উত্তরহীন প্রশ্নগুলো—সবকিছুই রাতের অন্ধকারে আরও তীব্র হয়ে বাজে। আমি শুয়ে থাকি, ভাবতে থাকি, প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি ছুঁয়ে যাওয়া স্মৃতি যেন একটার পর একটা এসে ভিড় করে মনে। আমি খুঁজে ফিরি সেই একটা কারণ, যা সবকিছু বদলে দিল। কিন্তু কোনো উত্তর আসে না,!!