ইব্রাহীম সরকার

ইব্রাহীম সরকার পরিচালকঃ জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার
📞 +880 1788-827474
📧 [email protected]

★ জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে-> এক হাত জমির জন্য প্রতিবেশী ও আত্মীয়র সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল!> ক্ষমতার দাপট দেখিয়...
22/05/2025

★ জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে-
> এক হাত জমির জন্য প্রতিবেশী ও আত্মীয়র সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল!

> ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বলকে হয়রানি করাটা ছিল ভুল।

> দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়াটা ছিল ভুল।

> ওপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাথে প্রতারণা করাটা ছিল ভুল।

> দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দেওয়াটা ছিল ভুল।

★ জীবনের শেষ বেলায় এসে মনে হবে, কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত।

★ জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে,
> মানুষের দোয়া সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা অর্জন করতে পারিনি।

> লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস।

> সবশেষে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া।

________________ ইব্রাহীম সরকার 🙎‍♂️

27/04/2025

যদি কেউ নিজের ব্যাথা টের পাই, তাহলে সে জীবিত। আর যারা অন্যের ব্যাথা টের পাই তারা মানুষ। এই সমাজে মানুষের বড় অভাব!

______________ ইব্রাহীম সরকার

Allah is enough for me, I will create a milestone in Bangladesh, Insha Allah.
06/04/2025

Allah is enough for me, I will create a milestone in Bangladesh, Insha Allah.

01/03/2025

"মা" হচ্ছেন রমজানের সবচেয়ে বড় Alarm. ❤️

বিনা মূল্যে শিখুন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফুল কোর্স, ক্লাস-০৯
14/02/2025

বিনা মূল্যে শিখুন,
মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফুল কোর্স, ক্লাস-০৯

This video I will show Microsoft word Tutorial Bangla | Microsoft Word Complete Master Class Part-09 | Ms word Bullets Tool, Numbering, Line and Paragraph Sp...

খেলাধুলা কে হ্যা বলি, মাদক কে না বলি।
13/02/2025

খেলাধুলা কে হ্যা বলি, মাদক কে না বলি।

অবশেষে যোগ্য একজন একুশে পদক পেতে যাচ্ছেন।ভাষাকে যিনি করেছিলেন মুক্ত!! বলছি মেহেদী হাসান খানের কথা।জেনে অবাক হবেন উনি একই...
06/02/2025

অবশেষে যোগ্য একজন একুশে পদক পেতে যাচ্ছেন।
ভাষাকে যিনি করেছিলেন মুক্ত!!
বলছি মেহেদী হাসান খানের কথা।
জেনে অবাক হবেন উনি একই সাথে ছিলেন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার!!

মজার ব্যাপার হল এই পোস্টের লেখাটাও অভ্র দিয়ে লেখা।
উনার জন্য শুভকামনা 💚💐

বিনা মূল্যে শিখুন,মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফুল কোর্স, ক্লাস-০৮
06/02/2025

বিনা মূল্যে শিখুন,
মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফুল কোর্স, ক্লাস-০৮

This video I will show Microsoft word Tutorial Bangla | Microsoft Word Complete Master Class Part-08 | TMs word Font Tool, Font Size Font Style, Font Color |...

 #ভর্তি চলছে!  #ভর্তি চলছে!!  #ভর্তি চলছে!!!👉 ৩মাস এবং ৬মাস মেয়াদি কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে ভর্তি চলছে!👉 কোর্স ফি...
05/02/2025

#ভর্তি চলছে! #ভর্তি চলছে!! #ভর্তি চলছে!!!
👉 ৩মাস এবং ৬মাস মেয়াদি কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে ভর্তি চলছে!
👉 কোর্স ফি = ৮,০০০/- টাকা
বর্তমানে যে কোন চাকরির ক্ষেত্রে আপনার Computer বা Office Application এর উপর দক্ষতা থাকা আবশ্যক। আপনি যে Profession-এ থাকুন না কেন বা যে Profession-এ যেতে চান না কেন আপনার computer বা Office Application এর ব্যবহার অবশ্যই জানা দরকার।
✅ কোর্সে যা যা থাকছে!
১. ফান্ডামেন্টাল অফ কম্পিউটার।
২. MS Word
৩. MS Excel
৪. MS PowerPoint
৫. Internet Browsing Etc.
🔴 কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।
যোগাযোগ করুন আমাদের ঠিকানায়👇
Janata Computer Training Center
🏠 হায়দরাবাদ কলেজ মার্কেট, মুরাদনগর, কুমিল্লা।
পরিচালক Md. Ibrahim Sarker
☎️ 01788-827474, 01646-515221
📩 [email protected]

#জনতা_কম্পিউটার
#ইব্রাহীম_সরকার #ইসহাক_সরকার
জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার ©

বিনা মূল্যে শিখুন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফুল কোর্স, ক্লাস-০৭
30/01/2025

বিনা মূল্যে শিখুন,
মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফুল কোর্স, ক্লাস-০৭

This video I will show Microsoft word Tutorial Bangla | Microsoft Word Complete Master Class Part-07 | Tab Button এর কাজ | Tab বাটনের ব্যবহার | Janata Comput...

বিনা মূল্যে শিখুন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফুল কোর্স, ক্লাস-০৬
25/01/2025

বিনা মূল্যে শিখুন,
মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফুল কোর্স, ক্লাস-০৬

This video I will show Microsoft word Tutorial Bangla | Microsoft Word Complete Master Class Part-06 | Paragraph Tool, Text Align Tool & Ms word Document pro...

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড...
23/01/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।

তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

Address

Fulghor, Haidarabad, Muradnagar
Cumilla
3543

Alerts

Be the first to know and let us send you an email when ইব্রাহীম সরকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইব্রাহীম সরকার:

Share