
22/05/2025
★ জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে-
> এক হাত জমির জন্য প্রতিবেশী ও আত্মীয়র সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল!
> ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বলকে হয়রানি করাটা ছিল ভুল।
> দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়াটা ছিল ভুল।
> ওপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাথে প্রতারণা করাটা ছিল ভুল।
> দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দেওয়াটা ছিল ভুল।
★ জীবনের শেষ বেলায় এসে মনে হবে, কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত।
★ জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে,
> মানুষের দোয়া সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা অর্জন করতে পারিনি।
> লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস।
> সবশেষে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া।
________________ ইব্রাহীম সরকার 🙎♂️