বাংলাদেশ প্রবাসী

বাংলাদেশ প্রবাসী Not Inspired from "Switzerland Probashi", It's an Unique Creation. Established in 2004. বাণীতে _সুধীর ভাই

নেতিবাচক সংবাদে ক্লান্ত। শুধুমাত্র ইতিবাচক সংবাদ প্রকাশিত হবে, নেতিবাচক কিছু নয়।

আপনারা অনেকেই জিজ্ঞেস করেন Kamruzzaman Kamruzzaman ভাই বাংলাদেশী হয়ে সুইজারল্যান্ড গিয়ে সুইজারল্যান্ড প্রবাসী হয়ে গেল...
02/09/2025

আপনারা অনেকেই জিজ্ঞেস করেন Kamruzzaman Kamruzzaman ভাই বাংলাদেশী হয়ে সুইজারল্যান্ড গিয়ে সুইজারল্যান্ড প্রবাসী হয়ে গেলো অথচ আমি সুইজারল্যান্ড নিবাসী হয়ে বাংলাদেশে কেনো এসে বাংলাদেশ প্রবাসী হলাম?

ভাই সলিড একটা কারণ বলি? বাংলাদেশ সুইজারল্যান্ড থেকে সিকিউর দ্যাটস ওয়াই আই লাভ বাংলাদেশ।

এইযে দেখেন আজকে সন্ধ্যায় অফিস থেকে ফিরবো, উবার কল দিলাম (আপা থাকলে উবাড়, ঠাপাও এগুলা কল করা লাগতো না 😏)। কল দেওয়ার সাথে সাথে ট্রু কলারের সুবাদে ভেসে উঠলো ড্রাইভার নাকি সিনতাইকারি।

ব্যাস বেচে গেলাম একটা দুর্ঘটনা থেকে।
এই ফিচার আপনাদের কামরুজ্জামান কামরুজ্জামান ভাই সুইজারল্যান্ডে পায়? পায় না ভাই পায় না।

ডিরেক্ট লান্ড (ইঞ্জিনিয়ার)
বাংলাদেশ প্রবাসী

এই জিনিসের সাথে আমার প্রথম অভিজ্ঞতা খুবই খারাপ। আমার জন্ম ইজ্রাইলে, যেটাকে আপনারা অনেকেই রিয়াল প্যালেস্টাইন বলেই জানেন ...
02/09/2025

এই জিনিসের সাথে আমার প্রথম অভিজ্ঞতা খুবই খারাপ। আমার জন্ম ইজ্রাইলে, যেটাকে আপনারা অনেকেই রিয়াল প্যালেস্টাইন বলেই জানেন (মেরে দিয়েছি আমরা)। তো সচরাচর আমরা এরকম মেশিনের সাথে পরিচিত নই।

বাংলাদেশ আমার স্বপ্নের দেশ, তাই যেদিন এসে খুঁটি গারলাম এদেশে সেদিনই জন্মের শিক্ষা নেওয়ার ঘটনা ঘটে গিয়েছিলো। এসে প্রথমদিন যখন আমার টয়লেট পেয়েছিলো (হ্যা হ্যা আপনারা যেইটাকে হাগা লাগা বলেন) সেদিন বাংলাদেশী কলিগ ও. কাদের সাহেবের কাছে জিজ্ঞেস করেছিলাম কোথায় সারবো?

তিনি আমাকে এরকম শৌচাগার দেখিয়ে দিয়ে বলেন "আরামসে"
আমরা সচরাচর ইজরায়েল দেশে হাই কমোড বসে বই পড়ি আর কাজ সারি।

কিন্তু এই ঘরে ঢুকে আমি আবিষ্কার করতে শুরু করলাম কি আছে কি নাই! প্রথমেই অভাববোধ করলাম টিস্যু নাই, কাগজ, লতা পাতা কিচ্ছু নাই কিভাবে কি করবো ভেবে কুল পাচ্ছিলাম না। তারপর গোল এই মেশিনের দিকে আমার নজর গেলো, ভাবছিলাম এটার কাজ কি হতে পারে?

ওপার থেকেই কাদের সাহেব কে জিজ্ঞেস করলাম "কাদের সাহেব মুছবো কিভাবে?" কাদের সাহেব অত্যন্ত গুণী মানুষ। একবার শুনেই আমার সমস্যা বুঝে গিয়ে টিউটরের মতো অডিও দিয়েই বুঝিয়ে দিলেন কিভাবে এই গোল মেশিনটা ব্যবহার করতে হয়।

ও. কাদের সাহেব আমাকে প্রথম দিন জানান নি যে বাম হাত দিয়ে ক্রিয়া সম্পন্ন করতে হয়। আমি সব্যসাচী হইলেও ডান হাতে বেশি কমফোর্ট হওয়ায় আমি ডান হাতে ক্রিয়াটি সম্পন্ন করি। বেশ কিছুদিন এভাবেই করেছি, তারপর নিজেকে শুধরে নিয়েছি।

ধীরে ধীরে এই মেশিনের নাম শিখেছি, নিজেকে উন্নত করেছি এইটা পরিচালনায়। আজ আমি দক্ষ ও গর্বিত একজন বাংলাদেশী প্রবাসী।

ডেভিড ভন (সুদখোর)
বাংলাদেশ প্রবাসী।

অনেকেই ভাবছেন বাংলাদেশ প্রবাসী হচ্ছে "Switzerland Probashi" এর অনুকরণ।কিন্তু তা সঠিক নয়, আমরা বাংলাদেশীদের মত কপি, নকল,...
02/09/2025

অনেকেই ভাবছেন বাংলাদেশ প্রবাসী হচ্ছে "Switzerland Probashi" এর অনুকরণ।

কিন্তু তা সঠিক নয়, আমরা বাংলাদেশীদের মত কপি, নকল, ডিউপ করি না। আমরা তৈরী করি যেমন কলম্বাস মেরিকা আবিষ্কার করেছিলো সেখানকার কৃষ্ণাঙ্গদের সাফা করে দিয়ে, অস্ট্রেলিয়াও একই ভাবে।

আমরা সৃজনশীলতায় বিশ্বাসী।
এখন কথা হচ্ছে আমাদের সূচনা ও আত্মপ্রকাশ কিভাবে? আমাদের সূচনা নায়িকা সূচনা জন্মেরও আগে। তবে রিসেন্টলি আত্মপ্রকাশ করার কথা ভাবা হয়েছে। এর পিছনের সত্যি ঘটনা আজ না বললেই নয়।

আওয়ামীলিগ যখন আমার দেশে ছিলো তখন কোন টেনশনই করা লাগে নি উপার্জন নিয়ে। আপা বলে ডাকতাম আমি, ষ্টাইফেন, ওলান, জর্জ এক্স বুশ, ডেভিট ভোন ভাই সহ অনেকেই। শুধু মিলন মাস্ক আন্টি বলে ডাকতেন জন্য প্রচুর অর্থ সম্পদের পাহাড় গড়েছেন। আমাদেরও প্রচুর টাকা ছিল, ওই সোনালী যুগে আপা প্রচুর সম্মানী দিতেন, সেলামীই আসতো প্রচুর। এক সেলামি দিয়েই এক আগষ্ট থেকে আরেক আগষ্ট চলে গেলো।

ঠিক ২-৩ দিন আগেই ঘটে গেলো বিপত্তি। আপা যাওয়ার পর থেকে আমাদের তো পেতে লাথি। এখন আর কেউ সম্মানী পাঠায় না, সেলামি দেয় না 😞 সবাই মিলে রবিবার মিটিং করা হলো। ফেইসবুক আমাদের কোন লক্ষ্য ছিল না, তবে মিলন মাস্ক অনেক টেক স্যভি মানুষ। আমাদের ফেইসবুকে ইঙ্কামের কথা সম্পর্কে বলেন।

আমরা আর দ্বিমত করি নি। এক রিপোর্টারের কাছে থেকে কিনে নেই এই পেইজ। বিশ্বাস না হলে দেখেন অতীতে প্রচুর সাংবাদিকতার পোস্ট রয়েছে।

সবাই সাপোর্ট করলে আমাদের আপাহীন এই ক্রান্তিকালীন সময় কাটিয়ে উঠবো ভেবে খুলে ফেলেছি। সবাই দয়া করবেন।

মিশ্র চন্দ্র রায়, দালাল
বাংলাদেশ প্রবাসী

বাংলাদেশ নিয়ে আমার স্বপ্ন ছিল জন্মের প্রায় পর থেকেই, কারণ? অন্য কোনদিন বলবো।বাংলাদেশে আসার আগে থেকে আমার টার্গেট ছিল ব...
02/09/2025

বাংলাদেশ নিয়ে আমার স্বপ্ন ছিল জন্মের প্রায় পর থেকেই, কারণ? অন্য কোনদিন বলবো।

বাংলাদেশে আসার আগে থেকে আমার টার্গেট ছিল বাংলা ভাষায় প্রচুর পারদর্শী হয়ে উঠা। ইংরেজি বোরিং জিনিস সারাদিন বকবক করে মুখে ফেনা তুললেও মজা লাগে না। বাংলা নাকি মধুর ভাষা, শুনলেই একটা শিহরণ দিয়ে উঠে গায়ে তাই না? যেই ভাবা সেই কাজ আসার আগে থেকেই একটা বাঙ্গালা শব্দকোষ কিনে ফেলি।

ব্যাস শুরু হয়ে গেলো আমার বাংলা শেখার এক রোমাঞ্চকর জার্নি। কত শব্দ এলো গেল! আহা বাংলা প্রেমিক হিসাবে শুরুতেই শিখেছিলাম কিছু দেশী শব্দ (হৃদয়ে বাংলা ধারণ করার জন্য) চাগাড়, চিড়, চোঁচ, ঝাঁকা, ঝানু, ডগমগ, ডবকা, ডাহা, ডাগর, ডেয়ো, ডাঁটো, ডাঁসা, দরমা, থোড়, ধাঁচা আরও কত কি!

একদম সাধু, চলিত, সংস্কৃত, তদ্‌ভব, অর্ধ-তৎসম যত ভাবে বলা যায় সব বলা শিখলাম। হুলুস্থুল এক ব্যাপার, সবাই গুণীজন ভেবে প্রচুর সমাদর দিতে শুরু করলো।

বাংলাভাষা প্রেম রয়ে গেছে, আজও সময় পেলে কিছু শব্দ শিখি, যেমন কিছুক্ষণ শিখলাম "ভীষমউজ্জ্বললোচনপ্রাণ" আরেকটা কি যেন শিখলাম! একটু দাঁড়ান.... ও হ্যাঁ মীনাক্ষোভাকুলকুবলয়। এগুলা যখন শিখি তখন আমার একটা কথাই মনে হয় যে শব্দকোষ আর অন্ডকোষ দুইটাই খুবই সেনসিটিভ জিনিস।

অনেক বাংলা শব্দ শিখেছি, তবুও এই শব্দকোষ লেখকের নাম আমি আজও এক নিঃশ্বাসে পড়তে পারি না।

এভাবেই কেটে যাচ্ছে দিন গুণীজন হয়ে। তবে আমি বাংলাদেশের চিটাগাং নামে যেই শহর আছে সেখানে যেতে সাচ্ছন্দ্যবোধ করি না। অনেকে ভাববেন তাদের ভাষার জন্য, উহু সেটা নয়।

আজ আমি গর্বিত বাঙ্গালী।
একজন বাংলাদেশ প্রবাসী।
ক্রিস্টোফার ওলান

আপনি যদি ১৫ই আগষ্টে শেখ মুজিবর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মান জানানোটা খালি চোখে দেখেন তাহলে মনে হবে এটি...
17/08/2025

আপনি যদি ১৫ই আগষ্টে শেখ মুজিবর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মান জানানোটা খালি চোখে দেখেন তাহলে মনে হবে এটি হয়তো তার ১৯৭১ সালে দেশকে স্বাধীন করার সংগ্রামে অবদানের জন্য। কিন্তু অন্তরালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র।

পুরাটাই ছিলো একটা ওয়েল কো-অর্ডিনেটেড ক্যম্পেইন। হ‍্যা, কেউ কেউ সত্যিকার অর্থেই শ্রদ্ধা জানিয়েছেন। তবে অধিকাংশ ক্ষেত্রে যারা বিভিন্ন পোস্ট দিয়েছেন তারা আওয়ামীলীগের লং টার্ম এ্যালাই, কেউ অর্থের বিনিময়ে, কেউ বিজ্ঞাপন জগতের আওয়ামী মাফিয়ার দ্বারা প্রভাবিত হয়ে। অন্যদের মধ্যে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা হলেন গত ১৬ বছরে আওয়ামীলীগের সুবিধাভোগী—কিছু শিক্ষক, কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশার সুবিধাবাদী। তারা অতিরিক্ত উৎসাহ দেখিয়েছেন। কারণ, তারা চায় আওয়ামীলীগ ফিরলে তাদের দুর্নীতি, অবৈধ প্রভাব ও নৈতিক ছাড়পত্র অব্যাহত থাকবে।

শ্রদ্ধা জানানোর জন্য তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে। সেটি ছিলো আইসোলেটেড ভাবে শেখ মুজিবকে গ্লোরিফাই করা। তার মানে হলো— গত ষোল বছর আওয়ামী লীগ শাসনামলে শেখ মুজিবের নাম নিয়ে যে অত্যাচার চালানো হয়েছে তা এড়িয়ে যাওয়া। আওয়ামীলীগ তাদের সব অপকর্ম শেখ মুজিবের ছবি ও নামের বর্মে ঢেকে রেখেছিলো, জুলাই বিপ্লবের কোনো উল্লেখ নেই। কিংবা ’আমরা শেখ মুজিবকে ভালোবাসলেও আওয়ামীলিগের গত ১৬ বছরের হত্যাযজ্ঞকে সমর্থন করি না’ এমন কোনো ডিসক্লেইমার নেই।

যদিও প্রত্যেকটি পোস্টে শেখ মুজিবের একাত্তরের অবদানকে গ্লোরিফাই করা হয়েছে, কিন্তু সচেতন ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে মুজিবের ১৯৭২ থেকে ১৯৭৫ সালের ভয়ানক দু:শাসন।

তার শাসনকাল মুক্তিযুদ্ধের স্বপ্নকে গণতন্ত্র নয়, বরং স্বৈরতন্ত্রের অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। রক্ষীবাহিনী গঠন ছিল এই শাসনের সবচেয়ে ভয়াবহ দিক, যারা অপহরণ, গুম, নির্যাতন ও হত্যার মাধ্যমে গোটা দেশকে আতঙ্কে ভরিয়ে তোলে। এই রক্ষীবাহিনী দ্বারা শেখ মুজিব প্রায় ৪০,০০০ মানুষকে প্রত্যক্ষভাবে খুন করিয়েছিলেন। ভিকটিমদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ ছিলেন মুক্তিযোদ্ধারা। সেই সময় রাজনৈতিক বিরোধী, ভিন্নমতাবলম্বী এমনকি সাধারণ নাগরিকদেরও নৃশংসভাবে দমন করা হয়েছিল।

এরই মধ্যে আসে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, যা মুজিব সরকারের চরম অযোগ্যতা ও অমানবিক উদাসীনতার প্রতিচ্ছবি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রিসার্চারদের মতে ১৫ লক্ষ মানুষ সেসময় মারা যান। এত মানুষ মারা গেলেও মুজিব সরকার তখন ক্ষমতা পাকাপোক্ত করা, বিরোধীদের দমন করা এবং লুটপাটে ব্যস্ত ছিল। দুর্নীতি, অদক্ষতা ও দমনপীড়নই মুজিব আমলের মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। জনগণের কাছে যে সোনার বাংলার স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা রূপ নেয় ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর দুঃস্বপ্নে।

১৯৭৫ সালের জনরোষ হঠাৎ তৈরি হয়নি—এটি ছিল মুজিবের ব্যর্থতা, তার রক্ষীবাহিনীর হত্যাযজ্ঞ এবং দুর্ভিক্ষে মৃত্যুর কারণে জমা হওয়া ক্ষোভের বিস্ফোরণ। অবাক করা বিষয়, শোক প্রকাশ করার সময় এসব বিষয়ের কোনো নূন্যতম উল্লেখও ছিলো না।

আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখ মুজিবুর রহমানকে হত্যাকারীদের অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা, যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে লড়েছিলেন। আমি ব্যক্তিগত ভাবে এই হত্যাযজ্ঞকে নিন্দা জানাই, কোনভাবেই এধরনের জঘন্য হত্যাকাণ্ড মেনে নেয়া সম্ভব না।

অস্বীকার করার কোন উপায় নেই যে, রক্ষীবাহিনীর দমননীতি, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে সরকারের ব্যর্থতা এবং মুজিবের একদলীয় স্বৈরশাসন সেই মুক্তিযোদ্ধাদের অসন্তুষ্ট করেছিল। প্রধান হত্যাকারীদের মধ্যে ছিলেন সৈয়দ ফারুক রহমান, খন্দকার আবদুর রশীদ, মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, এ.কে.এম. মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশীদ খান, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী। তাদের অধিকাংশেই মুক্তিযোদ্ধা এবং কয়েকজন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে খেতাব পান। তাদের দাবি, জাতিকে রক্ষা করতেই এই পদক্ষেপ, যদিও ইতিহাসে এই ঘটনা দেশপ্রেম নাকি ব্যক্তিগত উচ্চাভিলাষ—তা নিয়ে বিতর্ক আজও চলমান।

এবার আসা যাক কীভাবে আওয়ামীলীগ এই সাকেসেসফুল ক্যাম্পেইন করলো। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রাথমিক তথ্য মতে, ১৪ আগস্ট আওয়ামীলীগের সর্বোচ্চ কয়েকজন নেতা কয়েকজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সারের সঙ্গে বৈঠক করেন, যাদের মধ্যে জুলাই আন্দোলনে ইন্সফ্লুয়েন্সারদের আওয়ামীলীগের পক্ষে প্রচারণা চালানোর জন্য ভয়ভীতি দেখানো এক ইউটিউবার অন্যতম। এরপর যুক্তরাষ্ট্র থেকে হাসিনার ঘনিষ্ঠ, সাংবাদিক মহলে এক পরিচিত মুখ পুরো প্রচারণার নকশা তৈরি ও বাস্তবায়নের দায়িত্ব নেন। তার আবার বিনোদন জগতে ব্যাপক প্রভাব। এদের মূল কৌশল ছিল—যাদের প্রকাশ্যে আওয়ামীলীগপন্থী ভাবা যায় না, এমন সেলিব্রেটিদের দিয়ে পোস্ট করানো, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং অন্য শিল্পী-সেলিব্রেটিরাও একই ধারায় পোস্ট দিতে রাজি করানো যায়।

১৫ আগস্টের প্রথম প্রহরেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ তারিন, তমালিকা, সাজু খাদেম, অরুণা বিশ্বাস ও শামিমা তুষ্টির মতো শিল্পীরা পোস্ট দিয়ে প্রাথমিক তরঙ্গ তৈরি করেন। এর পর বাংলা সিনেমার এক শীর্ষ নায়কের পোস্টকে “সেন্ট্রাল ভ্যালিডেশন” হিসেবে ব্যবহার করা হয়। অভিযোগ রয়েছে, ইচ্ছাকৃত ভাবে নয়, বরং সেই নায়ককে নানা ভাবে ইনফ্লুয়েন্স করে এমন পোস্টে বাধ্য করা হয়। এই নায়কও ওই নেতার সাথে ঘনিষ্ঠ এবং দুজনই এখন আমেরিকায় রয়েছেন।

এই গোটা প্রচারণায় সেই ইউটিউবার মাঠ পর্যায়ের নেটওয়ার্ক সক্রিয় করেন, আর তিনি কৌশলগত দিক নির্দেশনা দেন। পুরো উদ্যোগ ছিল পরিকল্পিত মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের একটি অপারেশন।

আর আওয়ামীলীগের এখনকার মিশন হলো নানা ভাবে এই সব সেলিব্রেটিদের গ্লোরিফাই করা। তাদের অপারেশনের শুরুটা হয়েছিলো যাহের আলভী নামে এফ গ্রেডের এক ইউটিউবে প্রচারিত যৌন সুরসুরি মূলক নাটকের নায়ককে দিয়ে। তিনি ১৫ আগস্টের কয়েকদিন আগে পোস্ট করে জানান যে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ তার লিস্টে থাকলে তারা যেনো তাকে আনফ্রেন্ড করে দেয়। সে আবার ১৫ আগস্টও শোক জানিয়ে স্ট্যাটাস দেয়।

এরপরই গতকাল প্রথম আলো তাকে নিয়ে বিরাট ফিচার প্রকাশ করে। এই এফ গ্রেডের নায়ককে প্রথম আলো গ্লোরিফাই করার কোনো যুক্তি নেই। এটি ছিলো তার পুরষ্কার। প্রথম আলোর বিনোদন বিটের এক সাংবাদিক সেই হাসিনা ঘনিষ্ঠ নেতার পরিচিত। এই কানেকশনের সূত্রেই প্রথম আলো যাহের আলভীকে ফিচার করে। এই সাংবাদিক আবার সেই শীর্ষ নায়কের ফেসবুক পেইজের এডমিন এবং অলিখিত বেতন ভূক্ত পিআর ম্যানেজার। সাংবাদিকের স্ত্রী একজন গাইকা। তিনিও শোক জানিয়ে পোস্ট দেন। আজ দেখলাম কালবেলাও তাকে নিয়ে রিপোর্ট করেছে। এখন থেকে দেখবেন এদের গ্লোরিফিকেশন চলছেই। এবং এর প্রত্যেকটিই ওয়েল কোঅর্ডিনেটেড।

এছাড়াও, বিজ্ঞাপন জগতের মাফিয়া হিসেবে পরিচিত একজনের নাম এসেছে । তিনি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। সরকারের উচিৎ এসব গভীরভাবে তদন্ত করা। কিন্তু অবশ্যই কাউকে বিনা দোষে হ্যারাস যেন না করা হয়। একটা বন্তুনিষ্ঠ তদন্ত হওয়া দরকার। এটা বের করা দরকার এটি কী জুলাই গণহত্যাকারী দলকে পুনর্বাসিত করার প্রাথমিক পদক্ষেপের ষড়যন্ত্র কী-না?

মুজিবের পর তাদের পরবর্তী ন্যারেটিভ হচ্ছে, ধীরে ধীরে সরা-সরাসরি আওয়ামীলগের পক্ষে বিভিন্ন সেলিব্রেটিদের দিয়ে পোস্ট করানো। এরই মধ্যে দেখবেন যে ইমতু রাতিশ নামে এক সি গ্রেড সেলিব্রেটি আওয়ামীলীগকে মহিমান্বিত করে একটা পোস্ট দেওয়ার স্পর্ধা দেখিয়েছে। যেহেতু এখন আয়ানঘর নেই কিংবা ইউনূস সরকার সরাসরি কোনো বিচারবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত নয় তাই এই সাহস তারা দেখাচ্ছে।

আরো একটা বিষয় লক্ষণীয় বিষয় যে, প্রত্যেকটা শোক জানানোর পোস্টে কিংবা পতিত গণহত্যাকারীদের পক্ষে কোনো ন্যারেটিভে আপনি দেখবেন সাথে সাথে কয়েক হাজার কমেন্ট লাইক এবং শেয়ার হয়ে যাচ্ছে। এসব লাইক, কমেন্ট ও আওয়ামীলীগের ফ্যাসিলিটেট করা স্পটলাইটের লোভেও কেউ কেউ হিরো সাজতে পোস্ট দিচ্ছে। আর এসব লাইক কমেন্টকরীদের অধিকাংশই পলাতক। এদের কাজই হচ্ছে ফেসবুকে শোরগোল তোলে মানুষকে বিভ্রান্ত করা করা। এমনও দেখা যাচ্ছে এক ব্যক্তি প্রতিদিন ১০০র বেশি পোস্ট বেশি শেয়ার করেছে।

এরা এখন সাইকোলজিকাল ওয়ারফেয়ারে নেমেছে। তারা চাইনীজ দার্শনিক সান-জুর মূল ধারণা অনুযায়ী কাজ করছে। যেটি হলো যুদ্ধ কেবল শারীরিক সংঘর্ষ নয়; মনস্তাত্ত্বিক প্রভাব, প্রতিপক্ষকে বিভ্রান্ত করা, এবং কৌশলগত পরিকল্পনা অপরিহার্য। তাই এই ডিজিটাল যুগে স্যোসাল মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডা, ভুল তথ্য, এবং মানসিক চাপ ও ভয় তৈরি এখন আওয়ামীলীগের প্রধান অস্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারের অসংখ্য সমালোচনা ও ভুল থাকা সত্ত্বেও — সব সূচকে দেশ আওয়ামীলীগের চেয়ে ১০ গুণ ভালো থাকার পরও মানুষের মনস্তত্বে চাপিয়ে দেওয়া হচ্ছে—’আগেই ভালো ছিলাম’ কিংবা ’আওয়ামীলীগই ভালো ছিলো’ শব্দমালা।

অন্যদিকে দেখবেন এনসিপি কিংবা জামায়াতের সমর্থকদের একমাত্র একটি কাজ হলো বিএনপির সমালোচনা করা। আওয়ামী প্রপাগান্ডা যেমন — বিএনপির নেতৃত্বকে ১০ পার্সেন্ট, বা খাম্বা; এ জাতীয় নোংরা ও পার্শ্ববর্তী দেশের এ্যাম্বাসি দ্বারা তৈরী একসময়ের ন্যারেটিভ এখন এসব রাজনৈতিক দলের দ্বারা সংঘবদ্ধভাবে সিডিং প্রক্রিয়ায় প্রচার হচ্ছে। ঠিক একইভাবে ছাত্রদল আবার ছাত্রলীগের ন্যারেটিভে জামাত শিবিরকে এ্যাটাক করছে।

অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এরা কেউই তাদের সামর্থের ১০ পার্সেন্টও আওয়ামীলীগের দু:শাসনের প্রচারে ব্যায় করছে না। অন্যদিকে হাসিনার পতনের পর তথাকথিত ‘মাস্টারমাইন্ডরা’ শুধু মুখে মুখে আওড়াচ্ছে— “মুজিববাদের কবর, মুজিববাদের কবর!”— যা মানুষের মধ্যে বিরক্তির সৃস্টি করছে।

এই সব বিভেদ গত ১৬ বছরে আওয়ামীলীগের দু:শাসন, স্বৈরতন্ত্র, ভোট চুরি এবং রাজনৈতিক দমনপীড়নকে ঢেকে দিচ্ছে। তিনটি জালিয়াতিপূর্ণ নির্বাচন কিংবা ভোট চুরির বিষয় এখন আর গুরুত্ব পাচ্ছে না। বিরোধীদলের রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন নিরাপত্তা বাহিনী দ্বারা হাসিনা যে নির্মম নিপীড়ন চলিয়েছে এবং জুলাইয়ে যে গণহত্যা চালানো হয়েছে তা এখন আর এজেন্ডা না।

তাই জুলাইয়ে প্রতিরোধ গড়ে তোলা শিক্ষার্থী, সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, আর আপামর জনসাধারণ আপনাদের স্টেক এখন হাই। আপনাদেরকেই এসব প্রপাগান্ডাকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

আওয়ামীলীগ এখন মাঠে নেই। হয়তো ফিরতেও অনেক সময় লাগবে। কিন্তু ক্ষমা চাওয়া এবং তাদের বিচারের আগে যদি আওয়ামীলীগ কোনো ভাবে ফিরে তাহলে বাংলাদেশ নামক দেশটি সার্বভৌমত্ব হারাবে। বাংলাশের নিরাপত্তা বাহিনী কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না। সেনাবাহিনীকে পঙ্গু করে দেশে নতুন রক্ষী বাহিনী আবার হত্যাযজ্ঞ চালাবে।

তাই দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা সচেষ্ট থাকার শানিত শপথ নিতে হবে। রুখে দিতে হবে জুলাই ম্যাসাকার চালানো কসাইদের।

03/06/2025

হ'জ্জ ফ্লাইট শেষ কিন্তু কোন হাউ কাউ নাই,কারো কোন অভিযোগ নাই, ফ্লাইট বিপর্যয় নাই, ভিসার কোন সমস্যা নাই।
এটা কিভাবে সম্ভব!

02/06/2025

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ প্রবাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ প্রবাসী:

Share