Fatima fh

Fatima fh আল্লাহ আমার রব,,

29/06/2025

আমার কাজ গুলো করতেছে

আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে   ゚
29/06/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে

আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে  ゚
28/06/2025

আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে

26/06/2025

মিনি সাজেক,,
কসবা,কোলাপাথর,

আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে  ゚
25/06/2025

আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে

বলো দেখি এটা কিসের আচার        ゚
16/06/2025

বলো দেখি এটা কিসের আচার

10/06/2025

জলাতঙ্ক (Rabies) এক ধরনের মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা মূলত সংক্রমিত প্রাণীর কামড়, আঁচড় বা লালার মাধ্যমে ছড়ায়।

---

❓ জলাতঙ্ক কী?

জলাতঙ্ক একটি ভাইরাসজনিত রোগ, যা Rabies virus দ্বারা সৃষ্ট। এটি মূলত কুকুর, বিড়াল, শিয়াল, বাদুড় ইত্যাদি স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে মানুষের মধ্যে ছড়াতে পারে। একবার লক্ষণ শুরু হলে, এই রোগ প্রায় ১০০% মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

---

🔍 কেন হয়?

জলাতঙ্ক হয় যদি:

জলাতঙ্ক ভাইরাসে আক্রান্ত কোনও প্রাণী কামড়ায়।

আক্রান্ত প্রাণীর লালা চোখ, মুখ, বা খোলা ঘা-এ লাগে।

আঁচড় দেয় বা জিভ দেয়/চাটে খোলা কাটা জায়গা।

---

⚠️ লক্ষণসমূহ:

জ্বর, মাথাব্যথা, ক্লান্তি

কামড়ের জায়গায় ব্যথা বা চুলকানি

পানি দেখে ভয় (hydrophobia)

আলো বা শব্দে অতিসংবেদনশীলতা

খিঁচুনি, উত্তেজনা

অবচেতনতা, অবশেষে মৃত্যু

---

✅ হলে করণীয় কী?

১. তাৎক্ষণিক ব্যবস্থা:

কামড় বা আঁচড়ের জায়গা ১৫–২০ মিনিট সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চামড়া ছিঁড়ে গেলে বা রক্ত বের হলে দ্রুত চিকিৎসা নিন।

২. টিকা নেওয়া:

পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস (PEP) নিতে হবে – এটা জলাতঙ্ক প্রতিরোধের জন্য দেওয়া হয়:

৪ বা ৫টি ডোজ (০, ৩, ৭, ১৪ ও ২৮তম দিনে)

র‍্যাবিস ইমিউন গ্লোবিউলিন (RIG) (যদি কামড় গুরুতর হয়)

৩. চিকিৎসকের পরামর্শ নিন:

দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে যান।

---

🛡️ প্রতিরোধের উপায়:

কুকুর ও অন্যান্য গৃহপালিত প্রাণীকে র‍্যাবিস টিকা দিন।

অচেনা বা বন্য প্রাণী থেকে দূরে থাকুন।

কামড়ালে অবহেলা না করে চিকিৎসা নিন।

কেউ খাইবা গো   ゚
08/06/2025

কেউ খাইবা গো

06/06/2025

আসসালামু আলাইকুম
ঈদ মোবারক সবাইকে

Address

Chandina
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatima fh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share