Meherin & Ayat দরবেশ

Meherin & Ayat দরবেশ দরবেশদের জীবনযাত্রা।
⭐⭐⭐⭐⭐
(4)

আসসালামু আলাইকুম 🥰।
05/08/2025

আসসালামু আলাইকুম 🥰।

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :প্রিয় অভিভা...
27/07/2025

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

👉একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

👉একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

👉একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷

👉একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

👉যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

👉তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

👉আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

👉প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

👉একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷
সেইখানে ৩ দিন স্কুলে না গেলে জরিমানা দিতে হয় যার জন্য অসুস্থ ফাইয়াজ স্কুলে গিয়ে আজকে লাশ হয়ে ফিরলো ।
👉প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷ আল্লাহ্ আমাদের এই ছোট ছোট বাচ্চাদের জান্নাতে নিয়ে গেছেন হয়তো তারা আল্লাহ্ এর কাছে ছুটি চেয়েছিল 😢

Good morning, all of my friends. ♥️
25/07/2025

Good morning, all of my friends. ♥️

জুম্মা মোবারক 🥰
25/07/2025

জুম্মা মোবারক 🥰

এরা যুদ্ধ করবে কেমনে উল্টা আমাদের উপরই মিসাইল ফালাবে ..!🙂
24/07/2025

এরা যুদ্ধ করবে কেমনে উল্টা আমাদের উপরই মিসাইল ফালাবে ..!🙂

একটা বাচ্চা শুধু তার মা-বাবার অস্তিত্ব নয়, অভ্যাসও বটে ❤️ সন্তান জন্মাবার পর দুটো মানুষের (মা-বাবা) জীবনই যেন পাল্টে যায়...
24/07/2025

একটা বাচ্চা শুধু তার মা-বাবার অস্তিত্ব নয়, অভ্যাসও বটে ❤️ সন্তান জন্মাবার পর দুটো মানুষের (মা-বাবা) জীবনই যেন পাল্টে যায়। বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো এগুলো যেন প্রাত্যহিক জীবনের একেকটা রোমাঞ্চ হয়ে ওঠে। আস্তে আস্তে বাবুগুলো গুটিগুটি পায়ে হাঁটতে শেখে, আধোআধো বোলে মাম্মা - পাপ্পা বলতে শেখে। একেকটা দিন করে বাচ্চা যত বড় হয় বাচ্চার প্রতি মায়া যেন জ্যামিতিক হারে বাড়তে থাকে। কখনো কখনো বাচ্চার দুষ্টুমিতে একটু-আধটু রাগ ঠিকই ওঠে কিন্তু ও একটু অসুস্থ হলেই বলি, " সোনাবাবা আমার ওঠ দৌড়াদৌড়ি কর, সব এলোমেলো কর তোকে কিচ্ছু বলবোনা।

💔😭
আহা জীবন! আহা নিয়তি!
সন্তান বিয়োগের যে ব্যথা তা এই হতভাগ্য মা-বাবা গুলো কিভাবে সইবেন জানিনা,এনাদের ঘোর আর কখনো কাটবেনা। হয়তো অফিস থেকে হঠাৎ একদিন স্বামী তার স্ত্রীকে কল করে বলবেন, 'এ্যাই শোন আজ তো অফিসে জরুরী একটা মিটিং আছে তাই আমি যেতে পারবোনা, তুমি বাবুর স্কুলে গিয়ে ওকে নিয়ে এসো কেমন " ওপাশ থেকে স্ত্রীর নিরবতায় হয়তো একসাথে দুজনে হাউমাউ করে কেঁদে উঠবেন। অন্যান্য দিনের মত হয়তো কোন মা ভোরবেলা উঠে নাস্তা বানিয়ে, বাবুর ব্যাগ গুছিয়ে বাবুকে ডাকতে গিয়েই পরক্ষণেই চিৎকার করে কেঁদে ফেলবেন। বাবু যা যা খেতে পছন্দ করতো তা হয়তো এই মা-বাবাগুলো আর কোনদিন খাবেনা, বাবুর পছন্দের জায়গায় আর কোনদিন ঘুরতে যাওয়া হবেনা। সব থেকেও কি যেন নেই, কি যেন নেই করতেই কেটে যাবে তাদের বাকিটা জীবন।হে আল্লাহ আপনি দুর্ঘটনা কবলিত প্রতিটি সন্তানকে জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন, ওদের মা-বাবার অন্তরকে শোক বহন করার জন্য উপযুক্ত করে দিন ~ আমিন ❤️

জান্নাতুল ফেরদৌস নসিব হোক,  আমিন।
23/07/2025

জান্নাতুল ফেরদৌস নসিব হোক, আমিন।

বিবেকহীন মানুষ।  😰
22/07/2025

বিবেকহীন মানুষ। 😰

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ বন্ধু।।।।।।।।।~যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া...
22/07/2025

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ বন্ধু।।।।।।।।।
~যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!
মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।
কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

17/07/2025

Aquarium fish world. 🐬🐋🐟
একুরিয়াম ফিস ওয়ার্ল্ড

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meherin & Ayat দরবেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share