19/10/2025
কুমিল্লার তিতাস উপজেলায় দলিল গ্রহীতা ও গ্রহিত্রীদের অবগতির জন্য জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তিতাস উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া এক বিজ্ঞপ্তিতে জানান, ০১ জুলাই ২০১৩ ইং থেকে ৩০ ডিসেম্বর ২০১৯ ইং তারিখের মধ্যে যেসব সেবা গ্রহীতা দলিল লিখকদের কাছ থেকে বা অফিস থেকে দলিলের রশিদ উত্তোলন করেছেন, তারা দ্রুত মূল দলিল সংগ্রহের জন্য সাব-রেজিস্ট্রার অফিস, তিতাস, কুমিল্লা অথবা সংশ্লিষ্ট দলিল লিখকের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দলিল সংগ্রহ না করলে উক্ত দলিলগুলো বিনষ্ট বা পুড়িয়ে ফেলা হবে, ফলে সংশ্লিষ্ট দলিল গ্রহীতা গুরুতর ক্ষতির সম্মুখীন হতে পারেন। এ ক্ষেত্রে দলিল লিখক বা অফিস কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না।
দলিল লিখক সমিতির সভাপতি সকল দলিল মালিকদের উদ্দেশ্যে বলেন,
“দলিল আপনার মূল্যবান সম্পদ, তাই দেরি না করে দ্রুত আপনার মূল দলিল সংগ্রহ করুন।”