আমাদের তিতাস amader titas

আমাদের তিতাস  amader titas কুমিল্লার তিতাস উপজেলার ইতিহাস, ঐতিহ?

23/11/2025

আজ ২৩ নভেম্বর ২০২৫ইং সকাল ১১.৩০ মিনিটে গৌরিপুর - হোমনা রোডে, বাতাকান্দি টেগুরিয়াপাড়া মসজিদ সংল্গন্ন তেতুল গাছের নিচে , বালুর ট্রাকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বালুর ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে গেরেজ এবং দোকানের ভিতরে ঢুকে পড়ে। এতে ২ জন গুরুতর আহত হয় এবং দোকানে অনেক ক্ষয়ক্ষতি হয়। আহতরা চিকিৎসাধীন আছে।

14/11/2025
09/11/2025

প্রবাসে থাকা প্রিয়জনকে
টেনশন দেওয়া থেকে বিরত থাকুন..!!
প্রবাসে হঠাৎ মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে পারিবারিক টেনশন...!!

কুমিল্লার তিতাস উপজেলায় দলিল গ্রহীতা ও গ্রহিত্রীদের অবগতির জন্য জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।তিতাস উপজেলা...
19/10/2025

কুমিল্লার তিতাস উপজেলায় দলিল গ্রহীতা ও গ্রহিত্রীদের অবগতির জন্য জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তিতাস উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া এক বিজ্ঞপ্তিতে জানান, ০১ জুলাই ২০১৩ ইং থেকে ৩০ ডিসেম্বর ২০১৯ ইং তারিখের মধ্যে যেসব সেবা গ্রহীতা দলিল লিখকদের কাছ থেকে বা অফিস থেকে দলিলের রশিদ উত্তোলন করেছেন, তারা দ্রুত মূল দলিল সংগ্রহের জন্য সাব-রেজিস্ট্রার অফিস, তিতাস, কুমিল্লা অথবা সংশ্লিষ্ট দলিল লিখকের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দলিল সংগ্রহ না করলে উক্ত দলিলগুলো বিনষ্ট বা পুড়িয়ে ফেলা হবে, ফলে সংশ্লিষ্ট দলিল গ্রহীতা গুরুতর ক্ষতির সম্মুখীন হতে পারেন। এ ক্ষেত্রে দলিল লিখক বা অফিস কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না।

দলিল লিখক সমিতির সভাপতি সকল দলিল মালিকদের উদ্দেশ্যে বলেন,

“দলিল আপনার মূল্যবান সম্পদ, তাই দেরি না করে দ্রুত আপনার মূল দলিল সংগ্রহ করুন।”

16/10/2025

তিতাস উপজেলার এইচএসসি রেজাল্ট-২০২৫
১. জুনাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ - ৪৪%
২. ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ গার্লস কলেজ- ৪৩.৬২%
৩. মেহনাজ হোসেন মিম সরকারি কলেজ-৪১.৪০%
৪. গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ-৩৩.২২%

গৌরীপুর বাজার মানুষ তার প্রয়োজনে সব কিছুই করতে বাধ্য হয়। এই ছবিটি গৌরীপুর বাজার জলখাবার হোটেলের রাস্তায় ভুঁইয়া মার্ক...
15/10/2025

গৌরীপুর বাজার

মানুষ তার প্রয়োজনে সব কিছুই করতে বাধ্য হয়। এই ছবিটি গৌরীপুর বাজার জলখাবার হোটেলের রাস্তায় ভুঁইয়া মার্কেট(চায়না বাজার) ও সিঙ্গাপুরী জুয়েলার্স এর বিপরীতে হাজী ইলেকট্রিক দোকানের সামনের রাস্তার। ছোট ছোট দুটি বাচ্চা নিয়ে অসহায় অবস্থায় বাধ্য হয়ে রাস্তায় বসে কিছু প্রয়োজনীয় জিনিস বিক্রি করে। পানির জগ, স্কুল বাচ্চাদের পানির বোতলসহ বিভিন্ন জিনিস বিক্রি করে। অনুরোধ রইলো চলার পথে সম্ভব হলে কিছু কিনে সহযোগিতা করবেন। ধন্যবাদ।

দলিলের বালাম বই রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রুম বরাদ্দ দেওয়া হলেও তা অন্যদের দখল দেখিয়ে বালাম বই কুমিল্লায় পাঠ...
24/09/2025

দলিলের বালাম বই রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রুম বরাদ্দ দেওয়া হলেও তা অন্যদের দখল দেখিয়ে বালাম বই কুমিল্লায় পাঠানোর পায়তারা চলছে। যদি বালাম বই কুমিল্লা নিয়ে যায় তাহলে তিতাসবাসীর নকল পেতে ভোগান্তি অনেক বেড়ে যাবে।

11/09/2025

মজিদপুর ইউনিয়ন পরিষদ তিতাস কুমিল্লা ওয়ার্ড ভিত্তিক গ্ৰাম,কোন গ্রাম কত নম্বর ওয়ার্ড জেনে রাখুন
১নং ওয়ার্ড
১/চর কাঠালিয়া
২/নন্দীরচর
ওয়াড মেম্বারের নাম শাহআলম
২নং ওয়ার্ড
১/দুধঘাটা
২/দড়িগাঁও
ওয়ার্ড মেম্বারের নাম অহিদ খাঁন
৩নং ওয়ার্ড
১/মোহনপুর
২/চর মোহনপুর
ওয়ার্ড মেম্বারের নাম মুকবুল মাহমুদ প্রধান
৪ং ওয়ার্ড
১/বালুয়াকান্দি
২/কাকিয়াখালী
ওয়ার্ড মেম্বারের নাম মোঃ হানিফ
৫নং ওয়ার্ড
১/মজিদপুর
ওয়ার্ড মেম্বারের নাম ইয়াসিন ওনার পরিবর্তে কে আছে এখন জানিনা
৬নং ওয়ার্ড
১/শাহাবৃদ্ধি
ওয়ার্ড মেম্বারের নাম আজহারুল
৭নং ওয়ার্ড
১/শাহপুর
ওয়ার্ড মেম্বারের নাম মোঃ কাজল
৮নং ওয়ার্ড
১/লালপুর
ওয়ার্ড মেম্বারের নাম নাসির উদ্দিন
৯নং ওয়ার্ড
১/মৌটুপী
২/শিবপুর
৩/চান নাগেরচর
ওয়ার্ড মেম্বারের নাম শামীম খাঁন
১৫ পনেরো গ্রাম বিশিষ্ট ৯ নং মজিদপুর ইউনিয়ন পরিষদ নয়টি ওয়ার্ডে বিভক্ত, ধন্যবাদ
কপি পোস্ট

স্বাগতম তিতাস+হোমনা আবারও একসাথে শুভকামনা ভবিষ্যতের জন্য ❤️❤️
04/09/2025

স্বাগতম তিতাস+হোমনা আবারও একসাথে শুভকামনা ভবিষ্যতের জন্য ❤️❤️

তিতাস উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদিত-----
03/09/2025

তিতাস উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদিত-----

03/09/2025

জ্ঞানহীন মানুষ পশুর তুল্য

হজ্জ্ব শরিয়তের অর্থে = কাবা দর্শন করা।
হজ্জ মারেফতের অর্থে = আত্মদর্শন করা।

যাকাত শরিয়তের অর্থে = ধন বিলিয়ে দেওয়া।
যাকাত মারেফতের অর্থে = আমিত্ব ত্যাগ করা।

সালাত শরিয়তের অর্থে =স্মরন করা।
সালাত মারেফতের অর্থে= সংযোগ তৈরি করা।

সিয়াম শরিয়তের অর্থে =সংযম হওয়া।
সিয়াম মারেফতের অর্থে =বস্তুুমোহ হতে বিচ্ছিন্ন হওয়া।

নামাজ শরিয়তের অর্থে =পাচ ওয়াক্ত সালাত আদায় করা।
নামাজ মারেফতের অর্থে =দায়েমী সালাত (সার্ব্বক্ষনিক ) প্রতিষ্ঠা করা।

জিকির শরিয়তের অর্থে = শ্রষ্টাকে স্মরন করা।
জিকির মারেফতের অর্থে = আল্লাহর স্বত্বার মধ্যে মিলন হওয়া।

মোনাজাত শরিয়তের অর্থে =শুধু চাওয়া আর পাওয়া দিয়ে সীমাবদ্ধতা।
মোনাজাত মারেফতের অর্থে =হে আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি যেন তোমার হয়ে যাই।

শরিয়তের মূল ইবাদত মানে =শুধু নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া।
মারেফতের মূল এবাদত মানে=শুধু ধ্যান মোরাকাবার মোসাহেদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা।

শরিয়তের মূল চাওয়া অর্থে = শুধু স্বর্গের স্বাধ ভোগ করা।
মারেফতের মূল চাওয়া অর্থে=আপন মোর্শেদের প্রেমে ফানা হয়ে যাওয়া।

কোরবানী শরিয়তের অর্থে = পশু জবাই করা আর পেট ভরে গোস্ত খাওয়া।
কোরবানী মারেফতের অর্থে =নিজের ভিতরের পশুকে হত্যা করা ।

জিহাদ শরিয়তের অর্থে = নাস্তিক উপাধি দেওয়া মানুষ হত্যা করা।
জিহাদ মারেফতের অর্থে = নিজের ভিতরের কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার ইত্যাদি কে নিয়ন্ত্রণ করা।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)বলেছেন, "

শরিয়ত আমার নির্দেশবলী।
মারেফত আমার মূল রহস্যভেদ!"

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের তিতাস amader titas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share