Math with Hasib

Math with Hasib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Math with Hasib, Digital creator, Kotbari Cumilla, Cumilla.

২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের গণিত শর্ট সিলেবাস। নিম্নোক্ত সিলেবাস অনুসারেই হবে ২০২৬ সালের এস এস সি সমমান পরীক্ষা।
29/12/2024

২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের গণিত শর্ট সিলেবাস। নিম্নোক্ত সিলেবাস অনুসারেই হবে ২০২৬ সালের এস এস সি সমমান পরীক্ষা।

04/12/2024

টপিকঃ ত্রিভূজ
ত্রিভূজ কাকে বলে.?
উঃ তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভূজ বলে।
ত্রিভূজ কয় প্রকার ও কি কি?
উঃ ত্রিভূজ মোট ৬ প্রকার।
বাহুভেদে ত্রিভূজ কত প্রকার?
উঃ ৩ প্রকার (সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু)
কোণভেদে ত্রিভূজ কয় প্রকার?
উঃ ৩ প্রকার (সমকোণী,সুক্ষকোণী, স্থুলকোণী)
** ত্রিভূজের ৩ কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°
**ত্রিভূজের দুই বাহুর সংযোজক রেখাংশ তার বিপরীত বাহুর অর্ধেকের সমান হবে।

13/11/2024

ত্রিকোণমিতির মান মুখস্ত করুন সহজ উপায়েঃ
অনুপাত --- 0°----30°-----45°----60°----90°
sin------ 0 ----1/2-----1/√2---√3/2--- 1
cos হবে sin এর ঠিক বিপরীত দিক থেকে
যেমনঃ sin0°= 0 এর বিপরীত cos 90°= 0
cos -------- 1 ----- √3/2----1/√2----1/2---0
আবার, sin এবং cos এর অনুপাত করলে tan এর মান পাওয়া যাবে।
যেমনঃ tan0°= (sin0°/cos0°)
= 0/1
= 0
অর্থাৎ, sin এর অনুপাত গুলো মুখস্ত করলেই হবে।
বাকি cosec, sec, cot হবে যথাক্রমে, sin, cos,tan এর বিপরীত।
যেমনঃ sin30° = 1/2
cosec30°= 2 (1/2 এর বিপরীত 2)
আবার, cos30°= √3/2
sec30°= 2/√3 (বিপরীত)
আর এভাবে খুব সহজে যারা এই কোণের মান মনে রাখতে পারেন না তারা শুধুমাত্র sin এর মান মুখস্ত করলে বাকিগুলো অনায়াসে মনে রাখতে পারবেন।
সহজে গণিতের বেইসিক শিখতে ফলো করুণ Math with Hasib পেইজ টি।

13/11/2024

অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত?
ক) ৩০০°
খ) ৯০°
গ) ১৮০°
ঘ) ৬০°
follow us in Math with Hasib

বৃত্ত সম্পর্কিত বেইসিক তথ্যসমূহ। গণিতের বেইসিক শিখতে ফলো করুন Math with Hasib পেইজটি
08/11/2024

বৃত্ত সম্পর্কিত বেইসিক তথ্যসমূহ।
গণিতের বেইসিক শিখতে ফলো করুন
Math with Hasib পেইজটি

বীজগণিতের প্রয়োজনীয় সূত্রাবলী Math with Hasib Like, Follow the page
07/11/2024

বীজগণিতের প্রয়োজনীয় সূত্রাবলী
Math with Hasib Like, Follow the page

06/11/2024

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের অনেকের মাঝে গণিতের ভীতি রয়েছে। এই কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য এই পেইজটি তোমাদের জন্য সহায়ক হবে বলে আশা করি।

Address

Kotbari Cumilla
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Math with Hasib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share