27/06/2025
মাঝে মাঝে মনে প্রশ্ন আসে না, যে আমি তো সত্যি ভালোবেসে'ছিলাম তাহলে আমি কেন ঠকলাম..?
যেই ভালোবাসা কেউ নিজের জীবনের বিনিময়েও পায় না.. সেই ভালোবাসা আমরা তাদের বিনা মূল্যে বিনা স্বার্থে দেই, তাহলে তাদের কাছে এটা মূল্যহীন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়..
তাই ঠকাতেও তারা দ্বিধাবোধ করে না!