
25/10/2024
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করি তোমরা সকলে ভালো আছো।
আমি একটি রিসার্চ প্রজেক্টে বাংলাদেশের অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের (যেকোনো সাবজেক্টে) Informal English শেখার উপর একটি গবেষণা প্রজেক্টে কাজ করছি। আমার সাথে আরো খ্যাতনামা গবেষক এই প্রজেক্টে কাজ করছেন। আমার প্রাথমিক কাজ হলো অন্তত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে (পাবলিক/প্রাইভেট।জাতীয় বিশ্ববিদ্যালয়) অনার্স পড়ুয়া ১ হাজার শিক্ষার্থীদের কাছ থেকে ডাটা সংগ্রহ করা। আমি গর্ব করে প্রফেসরকে বলেছি আমি খুব সংক্ষিপ্ত সময়ে এই ডাটা কালেকশন করতে পারবো। কারণ আমার জুরানপুরের প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা আমাকে এটা দ্রুত করে দিতে পারবে।
তোমরা প্রথমে নিজেরা সার্ভেটা করবে তারপর তোমার বন্ধুদের রিকুয়েষ্ট করবে।
তোমার তোমাদের ইন্টারনাল মেসেঞ্জার গ্রুপে এটা শেয়ার করে রিকুয়েষ্ট করবে, প্লিজ।
লিংক ও QR কোড দুটোই দিলাম। তোমরা যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ করো সেটা শেয়ার করবে।
ইতি,
তোমাদেরই প্রিয়
কামাল স্যার
পিএইচডি গবেষক
ইউনিভার্সিটি অব টেক্সাস এট এল পাসো
আমেরিকা।
This survey explores how undergraduate students in Bangladesh engage in informal digital learning of English. Your responses will help us understand your learning experiences and motivations. All information will remain confidential and used solely for research purposes.