21/07/2025
উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে একটি ট্রেনিং বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভয়ঙ্কর আগুন লেগে যায় এবং মুহূর্তেই পুরো মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।আইএস পি আর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজি আই প্রশিক্ষন বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।বিমানটি 1:06 মিনিটে উড্ডয়ন করে।