Emon

Emon আমি ডি'প্রে'শন উদ্দীন ভাল্লাগেনা

ইবনে মুড স্যুয়িং বিন মন খারাপ.�

17/07/2025

"জীবনে কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না, হোক সে আপনার সবথেকে কাছের মানুষ। কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছেই বেশি কষ্ট পাবেন !!

আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান তাহলে সেটা আপনার ভাগ্য। কিন্তু যদি কিছু না পান তাহলে এমন নয় যে ঐ মানুষটা ভালো নয়। সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না !!

খেয়াল করলে দেখবেন যার কাছে আপনি যত কম আশা রাখবেন সে আপনার কাছে বরাবরই ভালো হয়ে আছে। খারাপ হয়ে যায় সে যার কাছে আপনি বরাবরই বেশি আশা রেখেছিলেন। অথচ কেউই কিন্তু খারাপ নয়, শুধু আপনার আশা কম আর বেশির জন্য দুইজনকে দুরকম মনে হয় !!

তবুও একে অপরের কাছে আশা করা যায় তবে মনে রাখতে হবে প্রয়োজনের তুলনায় কখনো অতিরিক্ত আশা করতে যাবেন না। খেয়াল করলে দেখবেন যার আশা যত কম সে ততই ভালো আছে। আর যার আশা অনেক বেশি সে ততই কষ্টে আছে !!

খেয়াল করলে দেখবেন ধনী মানুষের চেয়ে গরীব মানুষগুলো বেশি সুখী। কারণ তাদের চাহিদা কিংবা আশা ধনীদের মত নয়। তাদের চাহিদা কিংবা আশা দুটোই কম। জীবন আপনাকে সবকিছু দিবে না, জীবন ততটুকুই দিবে যতটুকু আপনি নিতে পারবেন !!

জীবনে কে আপনাকে কি দিয়েছে, কে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি, কে আপনাকে ঠকিয়েছে, এসব ভাবলে আপনার সারাজীবন এদের ভাবনা নিয়েই কাটাতে হবে। আপনি নিজের কিছুই করতে পারবেন না। কে কি করেছে এসব ভুলে গিয়ে নিজের মত করেই চলুন, ভালো থাকবেন !!

জীবনে ভালো থাকতে হলে কারো উপর অতিরিক্ত আশা রাখতে যাবেন না। আপনার যা দরকার হবে কিংবা আপনার যা প্রয়োজন তা নিজের যোগ্যতা দিয়ে পূরণ করুণ। মনে রাখবেন, জগতে যার আশা যত কম সেই তত সুখী মানুষ !!" 🙂

© MD Alauddin Emon

17/07/2025

নয়তো যেই দল-ই ক্ষমতায় আসুক! কনফার্ম আয়নাঘর🐸

°°°লাল দাগের Contextএত দ্রুত নতুন নতুন জিনিস ভাইরাল হয় আমরা ট্রাক রাখতে পারি না কোনটার Context কি।পাগলের মত কমেন্ট করতে ...
15/07/2025

°°°লাল দাগের Context
এত দ্রুত নতুন নতুন জিনিস ভাইরাল হয় আমরা ট্রাক রাখতে পারি না কোনটার Context কি।
পাগলের মত কমেন্ট করতে থাকি "context কি Context কি"
উত্তর তো কেও দেয়ই না উল্টা আরো কনফিউজড করে দেয়।
একারনে আমি নিয়ে এসেছি Context পর্ব।
বিভিন্ন ভাইরাল জিনিসের context এখানে পাবেন।
Context জেনে যেনো আপনিও meme এর মজা নিতে পারেন তার জন্য এই নি:স্বার্থ আয়োজন।

গত পর্বে সান্ডার পর এবার ক্লিয়ার করছি লাল সুতার Context.
হঠাৎ করে আপনি হয়ত খেয়াল করেছেন সবার মাথার উপর লাল দাগ দেখা যাচ্ছে।
কারো মাথার উপর ১ টা,কারো অগনিত।
বুঝে উঠতে পারছেন না এটার কাহিনী কি।
এটা ভাইরাল হয়েছে একটা Kdrama "S line" থেকে।
মাথার উপর লাল দাগ নির্দেশ করে তার "ঘাপলাঘাপলির" সংখ্যা।
যার মাথার উপর যত বেশি লাল দাগ সে তত বেশি মানুষের সাথে ঘাপলাঘাপলি করেছে।
কারো মাথার লাল দাগ যদি পাশের জনের মাথায় গিয়ে মিশে তাহলে সে পাশের জনের সাথে ঘাপলাঘাপলি করেছে।
আপনি যদি Single থাকেন এবং লাইফে কোনদিন ঘাপলাঘাপলি না করে থাকেন but তাও এই ট্রেন্ডে গা ভাসাতে চান তাহলে নিজের একটা ছবি নিয়ে,মাথার উপর থেকে একটা লাল দাগ টেনে নিজের পশ্চাতদেশে মিলিয়ে দেন।
দেখবেন খুব ভাইরাল হবে।
ধন্যবাদ😷

ভাই আমি গরিব🥀
11/07/2025

ভাই আমি গরিব🥀

11/07/2025

এই দেশের পলিটিক্স থেকে যে দূরে থাকবে সে ভালো থাকবে

আর দেশ থেকে দূরে থাকলে শান্তিতে থাকবে 🙂

11/07/2025

°এসএসসি ফেল করা মেয়েদের জন্য দুঃসংবাদ। আজ রিকশায় যাইতেছি। মোটামুটি ইয়াং রিকশাওয়ালা। এক ফাঁকে জিজ্ঞেস করলাম, মামা, মেট্টিক ফেল মেয়ে বিয়ে করবেন নাকি?

রিকশাওয়ালা মামা বললেন, আমি বিয়া করছি মামা। আল্লায় দিলে আপনের মামি ইন্টার পাশ!🐸

🐸
11/07/2025

🐸

11/07/2025

Sorry Guys. এই শুক্রবারেও তোমাদের ভাবীকে আনতে পারলাম না

10/07/2025

🎀

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share