17/07/2025
"জীবনে কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না, হোক সে আপনার সবথেকে কাছের মানুষ। কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছেই বেশি কষ্ট পাবেন !!
আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান তাহলে সেটা আপনার ভাগ্য। কিন্তু যদি কিছু না পান তাহলে এমন নয় যে ঐ মানুষটা ভালো নয়। সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না !!
খেয়াল করলে দেখবেন যার কাছে আপনি যত কম আশা রাখবেন সে আপনার কাছে বরাবরই ভালো হয়ে আছে। খারাপ হয়ে যায় সে যার কাছে আপনি বরাবরই বেশি আশা রেখেছিলেন। অথচ কেউই কিন্তু খারাপ নয়, শুধু আপনার আশা কম আর বেশির জন্য দুইজনকে দুরকম মনে হয় !!
তবুও একে অপরের কাছে আশা করা যায় তবে মনে রাখতে হবে প্রয়োজনের তুলনায় কখনো অতিরিক্ত আশা করতে যাবেন না। খেয়াল করলে দেখবেন যার আশা যত কম সে ততই ভালো আছে। আর যার আশা অনেক বেশি সে ততই কষ্টে আছে !!
খেয়াল করলে দেখবেন ধনী মানুষের চেয়ে গরীব মানুষগুলো বেশি সুখী। কারণ তাদের চাহিদা কিংবা আশা ধনীদের মত নয়। তাদের চাহিদা কিংবা আশা দুটোই কম। জীবন আপনাকে সবকিছু দিবে না, জীবন ততটুকুই দিবে যতটুকু আপনি নিতে পারবেন !!
জীবনে কে আপনাকে কি দিয়েছে, কে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি, কে আপনাকে ঠকিয়েছে, এসব ভাবলে আপনার সারাজীবন এদের ভাবনা নিয়েই কাটাতে হবে। আপনি নিজের কিছুই করতে পারবেন না। কে কি করেছে এসব ভুলে গিয়ে নিজের মত করেই চলুন, ভালো থাকবেন !!
জীবনে ভালো থাকতে হলে কারো উপর অতিরিক্ত আশা রাখতে যাবেন না। আপনার যা দরকার হবে কিংবা আপনার যা প্রয়োজন তা নিজের যোগ্যতা দিয়ে পূরণ করুণ। মনে রাখবেন, জগতে যার আশা যত কম সেই তত সুখী মানুষ !!" 🙂
© MD Alauddin Emon