08/07/2025
🌸💖
গতকাল স্ত্রী বলল সে ড্রাগন ফল খেতে চায়। অনেক পছন্দ।
আমি বললাম, "এতো দামী ফল কিনে দিতে পারবো না। বড় একটা দুই তিনশ টাকা পড়ে। পোষাবে না।"
সে বেশি কিছু না বলে কেবল বলল, "ছোটটা তো মনে হয় বিশ ত্রিশ টাকাতে পাওয়া যাবে।"
আমি অসম্ভব বলে উড়িয়ে দিলাম।
কি হুকুম দেখেন। আজকে বাসাতে একজন ব্যাক্তি টাকা লেনদেন করতে আসলো। যাবার আগে আমার বাবুকে দেখে বলল একটা জিনিস নাও। এই কথা বলে সে ব্যাগের ভেতর থেকে এই ড্রাগন ফলটা বের করে দিল।
চিন্তা করেন। কালকে যখন আমরা স্বামী স্ত্রী ঘরে বসে কথা বলছিলাম কেউ একজন সেই কথা শুনেছেন যিনি সবকিছু শুনেন। তিনি পাঠিয়ে দিলেন আজকে যা আমরা কল্পনাও করি নাই।
সুন্দর না ব্যাপারটা!
~ মোহাইমিন পাটোয়ারী