Ash-Sura আশ-শুরা

Ash-Sura  আশ-শুরা اللهم اجعلني من الصالحين

মসজিদের মেহরাবে দাঁড়িয়ে নামাজে তিলাওয়াত করার সময় একজন হাফেজকে যে অংশটি পড়তে হয়, তা স্মৃতিতে অটুট থাকলেও অসংখ্যবার অনুশীল...
11/03/2025

মসজিদের মেহরাবে দাঁড়িয়ে নামাজে তিলাওয়াত করার সময় একজন হাফেজকে যে অংশটি পড়তে হয়, তা স্মৃতিতে অটুট থাকলেও অসংখ্যবার অনুশীলন করতে হয়—শুধুমাত্র নিশ্চিত হওয়ার জন্য যে, নামাজে কোনো আয়াত ভুল না হয়। এ এক অনন্য আত্মনিয়োগ, এক পরম দায়িত্ব।

দিনশেষে যখন সবাই ক্লান্ত দেহে ইফতার সেরে কিছুটা বিশ্রামে ডুবে যায়, তখন হাফেজরা তারাবির প্রস্তুতিতে মনোনিবেশ করেন। সারাদিনের পরিশ্রম, ক্লান্তি—সবকিছুকে উপেক্ষা করে তাঁরা কুরআনের খেদমতে নিমগ্ন থাকেন।

আল্লাহ্‌ সকল হাফেজ ভাইদের এই মহান সাধনা কবুল করুন, তাঁদের পরিশ্রম ও নিষ্ঠাকে বরকতময় করুন। আমিন।

09/03/2025

তোমাদের টাইম নেই।
কিছু ক'রতে পারলে কর তোমরা!
৫৩ বছর জ্বলেছি, পুড়েছি,ছাইভস্ম হয়েছি, খুন হয়েছি ফাঁসিতে ঝুলেছি, দেশান্তরিত হয়েছি, লক্ষ লক্ষ মামলা খেয়েছি,
বাংলাদেশকে তোমরা খে'য়েছ
এবার আমরা তোমাদেরকে খা'ব ইনশাআল্লাহ।

💝ঐতিহাসিক আয়োজন 💝  গণ ইফতার মাহফিল সফলতা কামনা করি,,  ধন্যবাদ Iiuc IslamicDialogue  💝
07/03/2025

💝ঐতিহাসিক আয়োজন 💝
গণ ইফতার মাহফিল
সফলতা কামনা করি,,
ধন্যবাদ Iiuc IslamicDialogue 💝

01/03/2025

বাংলাদেশের আকাশে রমাদানের চাঁদ উঠেছে।
আলহামদুলিল্লাহ।
আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা
বিল-আমনি ওয়াল ঈমান,
ওয়াস-সালামায়ি ওয়াস ইসলাম।
খোশ আমদেদ, মাহে রমাদান।
হে আল্লাহ,
এবারের রমাদানকে জীবনের সেরা রমাদান বানিয়ে দিন,
ঈমানের স্বাদ উপভোগ করার তাওফিক দিন।

আহ! এইতো জীবন! জীবন যেখানে যেমন।
22/02/2025

আহ! এইতো জীবন! জীবন যেখানে যেমন।

18/02/2025

জীবন নিয়ে অনিশ্চয়তা? নিরাপত্তা চান?
তবে কাবার মালিকের কাছে নিরাপত্তা চান
তিনিই উত্তম আশ্রয়দাতা।
এর জন্য আপনাকে রবের ভালোবাসায় একটু ত্যাগ করতেই হবে।

ফজরের সালাত জামাতে আদায় করুন, এর রয়েছে বহুবিধ ফায়দা।
ফজরের নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার জিম্মায় দিন যাপন করুন।
সাহাবী জুনদুব রাঃ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
من صلى صلاة الصبح فهو في ذمة الله
যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল। সহীহ মুসলিম হাদিস ৬৫৭
ইমাম কুরতুবী রাহ. বলেন في ذمة الله অর্থ হল
في امان الله وفي جواره
আল্লাহ রাব্বুল আলামীনের নিরাপত্তা ও আশ্রয় থাকা। যে আল্লাহ তাআলার আশ্রয় থাকে কেউ তার কোন ক্ষতি করতে পারে না।

17/02/2025

আর্থিক অসচ্ছলতায় দান সাদাকা করতে পারছেন না? তাই মন খারাপ?
মনে মনে ভাবছেন আল্লাহ যদি আমাকে অর্থনৈতিক স্বচ্ছলতা দিত তাহলে আমিও দান সাদাকা করতে পারতাম!

তাহলে হাদিসের এই বাণী আপনার জন্য ।
হযরত আবু যর রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন: মুহাজির দরিদ্র সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন:
ذهب اهل الدثور بالاجور؛ يصلون كما نصلي ؛ ويصومون كما نصوم؛ ويتصدقون بفضول اموالهم
সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করেছেন, তারা আমাদের মত সালাত আদায় করছেন, আমাদের মত সিয়াম পালন করছেন এবং তাদের অতিরিক্ত সম্পদ থাকায় হজ্ব, উমরা,জিহাদ ও সাদাকা আদায় করেছেন।
এই শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:
((اوليس قد جعل الله لكم ما تصدقون به: ان بكل تسبيحة صدقة؛ وكل تكبيرة صدقة؛ وكل تحميدة صدقة؛ وكل تهليلة صدقة؛ وامر بالمعروف صدقة؟ ونهي عن المنكر صدقة؛ وفي بضع احدكم صدقة))
তোমাদেরকেও তো আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছেন, যার মাধ্যমে তোমরাও সদকা প্রদান করতে পারো:
প্রত্যেক 'সুবহানাল্লাহ' বলা সদাকা,
'আল্লাহু আকবার' বলা সদাকা,
'আলহামদুলিল্লাহ' বলা সদাকা,
'লা ইলাহা ইল্লাল্লাহ' বলা সদাকা,
'সৎ কাজের আদেশ করা সদাকা ,
অসৎ কাজ হতে নিষেধ করাও সদাকা এবং স্ত্রী-সহবাস করাও সদাকা।
তারা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ!
আমাদের জৈবিক চাহিদা পূরণও সদকা? সেটার দ্বারাও আমাদের পুণ্য হবে ?
নবীজি বললেন‍ঃ
(( ارايتم لو وضعها في حرام اكان عليه وزر؟ فكذلك اذا وضعها في الحلال كان له اجر))
আচ্ছা, সেটা যদি তোমরা হারাম কাজে ব্যবহার করতে, তাহলে কি গুনাহ হতো না?
তাহলে হালাল কাজে ব্যবহার করলে সওয়াব হবে না কেন?
সহিহ মুসলিমঃ ২৩২৯, মুসনাদ আহমাদ: ২১৪৭৩।

17/02/2025

আমরা কি মু‍মিন হতে পেরেছি?
নিজের জন্য অন্যের কাছে আমরা কেমন আচরণ প্রত্যাশা করি?
আর নিজে অন্যের সাথে কেমন আচরণ করি?

হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তা অপর ভাইয়ের জন্যও পছন্দ করে।
সহীহ বুখারী ১৩, সহি মুসলিম১৭০।

Address

Monohar Ganj
Cumilla
3623

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ash-Sura আশ-শুরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share