17/02/2025
আর্থিক অসচ্ছলতায় দান সাদাকা করতে পারছেন না? তাই মন খারাপ?
মনে মনে ভাবছেন আল্লাহ যদি আমাকে অর্থনৈতিক স্বচ্ছলতা দিত তাহলে আমিও দান সাদাকা করতে পারতাম!
তাহলে হাদিসের এই বাণী আপনার জন্য ।
হযরত আবু যর রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন: মুহাজির দরিদ্র সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন:
ذهب اهل الدثور بالاجور؛ يصلون كما نصلي ؛ ويصومون كما نصوم؛ ويتصدقون بفضول اموالهم
সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করেছেন, তারা আমাদের মত সালাত আদায় করছেন, আমাদের মত সিয়াম পালন করছেন এবং তাদের অতিরিক্ত সম্পদ থাকায় হজ্ব, উমরা,জিহাদ ও সাদাকা আদায় করেছেন।
এই শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:
((اوليس قد جعل الله لكم ما تصدقون به: ان بكل تسبيحة صدقة؛ وكل تكبيرة صدقة؛ وكل تحميدة صدقة؛ وكل تهليلة صدقة؛ وامر بالمعروف صدقة؟ ونهي عن المنكر صدقة؛ وفي بضع احدكم صدقة))
তোমাদেরকেও তো আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছেন, যার মাধ্যমে তোমরাও সদকা প্রদান করতে পারো:
প্রত্যেক 'সুবহানাল্লাহ' বলা সদাকা,
'আল্লাহু আকবার' বলা সদাকা,
'আলহামদুলিল্লাহ' বলা সদাকা,
'লা ইলাহা ইল্লাল্লাহ' বলা সদাকা,
'সৎ কাজের আদেশ করা সদাকা ,
অসৎ কাজ হতে নিষেধ করাও সদাকা এবং স্ত্রী-সহবাস করাও সদাকা।
তারা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ!
আমাদের জৈবিক চাহিদা পূরণও সদকা? সেটার দ্বারাও আমাদের পুণ্য হবে ?
নবীজি বললেনঃ
(( ارايتم لو وضعها في حرام اكان عليه وزر؟ فكذلك اذا وضعها في الحلال كان له اجر))
আচ্ছা, সেটা যদি তোমরা হারাম কাজে ব্যবহার করতে, তাহলে কি গুনাহ হতো না?
তাহলে হালাল কাজে ব্যবহার করলে সওয়াব হবে না কেন?
সহিহ মুসলিমঃ ২৩২৯, মুসনাদ আহমাদ: ২১৪৭৩।