31/07/2025
একটা ভুল সিদ্ধান্ত যেমন আপনার জীবন শেষ করে দিতে পারে ঠিক তেমনি
একটা সঠিক সিদ্ধান্ত আপনার জীবন কে পরিবর্তন করে দিতে পারে!
লাইফে যে কাজ আপনি ছাড়া আপনার জন্য কেউ করে দিবে না আগে সেই কাজ কে গুরুত্ব দেন!
তাতে কে কি বললো কিছু যায় আসে না বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।
লাইফে আপনার নিজের জন্য যে কাজ গুলো আগে করা দরকার সেগুলো আগে না করে যদি
যে কাজ গুলো না করলেও চলে বা পরে করা দরকার যদি যথেষ্ট সময় অর্থ হাতে থাকে
এ-ই রকম বিষয় গুলো যদি আগে গুরুত্ব দেন তাহলে লিখে রাখেন বৃদ্ধ বয়সে আপনি নিজেও বিপদে পড়বেন আপনার সন্তান পরিবার কে ও ঝুঁকির মধ্যে রাখবেন!