23/03/2025
তাওবার শক্তি: হযরত ওমর (রা.)-এর ঘটনা
একবার হযরত ওমর (রা.) রাস্তা দিয়ে হাঁটছিলেন। তিনি এক যুবককে মসজিদের কোণে কাঁদতে দেখলেন। ওমর (রা.) কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, "তুমি কেন কাঁদছ?"
যুবকটি বলল, "আমি অনেক বড় পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?"
ওমর (রা.) বললেন, "আল্লাহর রহমত বিশাল। তিনি বলেন:
> ‘হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ! তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন।’ (সূরা যুমার: ৫৩)
যুবকটি আল্লাহর কাছে খাঁটি তওবা করল, আর ওমর (রা.) বললেন, "আল্লাহ কখনোই খাঁটি তওবাকারীকে ফিরিয়ে দেন না।"