
24/08/2025
ধান গাছের সাথে খেজুর গাছ
এতো কেনো অসহায় ?
খেজুর গাছের অনেক উপরে
ধানের শীষ দেখা যায় ।
ধানের নিচে খেজুর গাছটি
মিটমিট করতেছে
ফুল ফল কিছুই নাই তাতে
যেনো খরায় মরতেছে।
ধানের নিচে থেকে খেজুর গাছটি
খুশিতে বাগবাগ করে
আনন্দে মেতে ধানের প্রসংশার গান
গাইতেছে করুণ সুরে ।
নিজের মাথায় খেজুর নাই
তবুও আনন্দে আত্মহারা
খড়কুটো বাড়িতে আনার জন্য
একেবারেই পাগলপাড়া।