18/06/2025
"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্বীন ও মানুষের বদ নজর থেকে বাঁচার জন্য (বিভিন্ন দুআর মাধ্যমে) আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যখন থেকে الْمُعَوِّذَتَانِ (সূরা ফালাক ও নাস) নাযিল হল, থেকে তিনি এদের আমল আঁকড়ে ধরলেন আর বাকি সব বাদ দিলেন"।
আবু সাঈদ [রা.]
[ ইমাম ইবনু মাজাহ (রাহ.), আস সুনান, হা: ৩৫১১, আল্লামা শুআইব আরনাউত্বের (রাহ.) মতে সহিহ] পৃ: 651