02/10/2025
কেউ ময়লার স্তূপে বসে খাবার খায় আবার কেউ ফুল বাগানে বসে খাবার খায়। পেট কিন্তু দুজনেরই ভরে পার্থক্য শুধু এখানে একটাই যে ময়লার স্তূপে বসে খাবার খাইলো সে দুর্গন্ধযুক্ত স্মেল তার খাবারের সাথে সাথে নাক দিয়ে প্রবেশ করল এর ফলে খাবারের আসল স্বাদটি সে পেল না ।
আর ফুলবাগানে বসে যে খাবার খেলো। সে খাবারের পাশাপাশি আলাদা একটা মনোমুগ্ধকর সুঘ্রাণ তার নাসিকা দিয়ে উপভোগ করল এবং ভালো খাবারের স্বাদটিও সে নিতে পারল । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষ দুইটি উপাধির ভাগীদার হয়ে থাকে। ভালো এবং মন্দ। যিনি ভালোর উপাধি পেয়েছেন তার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে আর যিনি মন্দের ও উপাধি পেয়েছেন তার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। উভয়ের গন্তব্য কিন্তু একই স্থানে যাওয়া। সুতরাং কে কিভাবে গন্তব্য স্থানে পৌঁছাইবে এটা একান্তই তার ইচ্ছা