শেষ চিরকুট

শেষ চিরকুট Registered Nurse of Bangladesh Nursing and Midwifery council(BNMC)

Session (2019-2020)
passing year 2024

RN Sadia Akter
(12)

আপনি যাকে যেরকম ভাবছেন, আসলে সবাই সেরকম নয়। যাদের আপন ভেবে নিজের সর্বস্ব শেষ করে দিচ্ছেন যাচাই করে দেখে নিন আসলে তারা ঠ...
23/09/2025

আপনি যাকে যেরকম ভাবছেন, আসলে সবাই সেরকম নয়। যাদের আপন ভেবে নিজের সর্বস্ব শেষ করে দিচ্ছেন যাচাই করে দেখে নিন আসলে তারা ঠিক কতটা আপন?? পরিশেষে নিজেকে ভালোবাসুন সুস্থ থাকুন, দেখবেন জীবন সুন্দর। অন্যথায় নিজের সর্বস্ব শেষ করে একদিন বসে বসে একাকিত্বে ভোগে কাঁদতে হবে। এটাই জীবন।।

যাকে আপনি আপনার কোন বিপদে কখনোই পাশে পাবেন না, সে কোনদিন আপনার আপনজন কিংবা শুভাকাঙ্ক্ষী হতে পারেনা। সবার বেলায় এটাই প্র...
23/09/2025

যাকে আপনি আপনার কোন বিপদে কখনোই পাশে পাবেন না, সে কোনদিন আপনার আপনজন কিংবা শুভাকাঙ্ক্ষী হতে পারেনা। সবার বেলায় এটাই প্রযোজ্য। যা কিছু করে সবই ......

বাবা কে পাওয়া যাচ্ছে না বলে status দেওয়া ছেলেটা!কে জানতো  সেই ছেলের হাতে বাবা খু**ন।কার কাছে কে নিরাপদ এই দেশে?এই খু**নে...
20/09/2025

বাবা কে পাওয়া যাচ্ছে না বলে status দেওয়া ছেলেটা!
কে জানতো সেই ছেলের হাতে বাবা খু**ন।
কার কাছে কে নিরাপদ এই দেশে?
এই খু**নের সাথে জরিত তার ২ ছেলে তারই স্ত্রী এবং তার শশুর বাড়ির লোকজন।

"আসিতেছে" শব্দটার চেয়ে "আইয়েরে"শব্দটা ভয়ানক আর "আইয়ালাইছেরে" এই শব্দডা"আমাশা" জনক ?!😆😆
20/09/2025

"আসিতেছে" শব্দটার চেয়ে
"আইয়েরে"শব্দটা ভয়ানক আর "আইয়ালাইছেরে" এই শব্দডা"আমাশা" জনক ?!😆😆

জাহিলিয়াতের যুগ কে ও হাড় মানায়একটি মর্মান্তিক ঘটনা.!😓কুমিল্লা,দেবিদ্বার,বড়শালঘর ইউনিয়ন!বড়শালঘর মন্ত্রীবাড়ি মরহুম কাশ...
19/09/2025

জাহিলিয়াতের যুগ কে ও হাড় মানায়

একটি মর্মান্তিক ঘটনা.!😓
কুমিল্লা,দেবিদ্বার,বড়শালঘর ইউনিয়ন!
বড়শালঘর মন্ত্রীবাড়ি মরহুম কাশেম ভুঁইয়ার দ্বিতীয় সন্তান করিম ভুঁইয়া এক মাস চার দিন আগে নিখোঁজ হয়, আজ উনার মরদেহ উদ্ধার করা হয় রসুলপুর গ্রাম থেকে।এই ঘটনার সাথে জড়িত নিজ স্ত্রী ও উনার দুই সন্তান এবং করিম ভুঁইয়ার শালা সমন্ধি মিলে করিম ভুঁইয়ার হাত পা বেঁধে সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রাখা হয়েছে।। বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জনাব: মরহুম নজরুল ইসলাম (জানু) সাহেবের বড় সন্তান নাজমুল ইসলাম জুয়েল ভাইয়ের নেতৃত্বে,পুলিশের সহায়তা নিয়ে। করিম ভুঁইয়ার শ্বশুরবাড়ি রসুলপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।
এমন নিকৃষ্টতম কাজ স্ত্রী সন্তান হয়ে কিভাবে করতে পারলো!! আপন বলতে কে আছে আর পৃথিবীতে? নিজ স্ত্রী সন্তান ও আপন হয়না!!কার জন্য দিন রাত ছুটে চলা গাধার খাটুনি খেটে তিলে তিলে বড় করা।
মানুষের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে?

18/09/2025

""হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল ""
🖤🖤🖤

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।
আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে। এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি? আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো।🥹
Md Sajim Husain

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when শেষ চিরকুট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share