27/04/2025
আস্তে আস্তে আমি নিজেকে সরিয়ে নিলাম, তুমি একবার খোঁজও নিলে না। হয়তো এভাবেই সব হারিয়ে যাওয়ার কথা ছিল সেটাই শেষে মেনে নিতে শিখে গেলাম। তারপর আর ফিরে তাকালাম না, শুধু মাঝে মাঝে ঘুণ ধরা অতীত বারবার বলে দিয়ে যায় " এবার একটু নিজেকেও ভালোবাসতে শেখ, মানুষ আসে তো কেবল ছেড়ে যাওয়ার জন্য"।
আসলে সমস্যাটা ছিল, যেটা তোমার কাছে অপশন বলে মনে হয়েছিল সেটাই আমার কাছে আমার ভালোবাসা বলে মনে হয়েছিল। তুমি তো তোমার মতো করে ভেবেছিলে তাই কেউ হারিয়ে গেলে তোমার কোনো কষ্ট হয় না। কি করে এতো নিপুণ ভাবে নিজের জীবনকে তৈরি করলে? যেখানে একটা মানুষের মূল্য টুকু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছো।
প্রেম, ভালোবাসা, অভ্যাস, অভিমান,আসক্তি এগুলোর কোনো মানে হয়তো তোমার কাছে নেই বা কোনোদিনই ছিল না। তোমার হয়তো কথা বলার মানুষের অভাব ছিল না কিন্তু আমার কাছে তো কেবল তুমিই ছিলে। এভাবে হারিয়ে যাওয়াটা তোমার কাছে কিছুই না সেটা আমি আজ বুঝতে পারি। অতীত বারবার শুধু পুরোনো স্মৃতি গুলোকে নেড়ে দেয়, কিন্তু তা থেকে কীভাবে যে বেরোনো যাবে সেটা আর বলে না।
এভাবেই জীবন চলবে, কোনো এক গভীর রাতে হয়তো আমার কথা মনে পড়বে তোমার। অথবা কোনো এক আড্ডার আসরে হয়তো আমার স্মৃতি মনে করে হাসাহাসি করবে!!! কি আর করা যাবে বলো কোনো এক সময় ঈশ্বর মানা মানুষ গুলোকে তোমাদের হাসির খোরাকে পরিণত করতে এক মূহুর্তও সময় লাগে না। কে বলতে পারে যে স্মৃতি আমার কাছে বেদনাদায়ক তা তোমার কাছে হাসির মূহুর্ত!!! কি নিখুঁত ভাবে তোমরা ব্যাবহার করতে জানো বা নিজেকে খুশি রাখতে জানো। হয়তো একবারও ভাবো না যে তাদের কি হবে?
ব্যাস্ আর কি এভাবেই জীবন চলবে, যেভাবে একদিন হারিয়ে গিয়েছিলাম সেভাবে আর কোনোদিন ফিরবো না তোমার ওই ভরা শহরে। আমার এই একাকীত্বের অন্ধকারের সঙ্গী আমি না হয় নিজেকেই বানালাম। সামনে যে অনেকটা পথ বাকি, যেতে হবে বহুদূর..... শুধু তুমি খুশি থেকো এই একটিমাত্র চাওয়া......।