26/05/2025
কড়া রোদ। আমি গ্রামের মেঠোপথে দাঁড়িয়ে। সামনে এক চাচা ছাতা মাথায় দিয়ে ধীরে হাঁটছেন, তার ছায়া লম্বা হয়ে পথ জুড়ে পড়েছে। পাশের খালে একটা নৌকায় কিছু পুলাপাইন, দুষ্টুমিতে মেতে আছে। হঠাৎ একজন লাফ দেয় পানিতে, ছপ করে শব্দ—তারপর একে একে সবাই। হাসাহাসি আর পানিতে খেলাধুলা।
দৃশ্যটা দেখে মনটা হালকা হয়ে গেল।
কতদিন এমন গ্রাম্য দৃশ্য দেখেন না?