
27/05/2025
এই ফ্যানটা কিন্তু এখন হাইপে আছে।
আমি নিয়েছিলাম গত বছর ১০৫০ টাকা দিয়ে।
এই ফ্যানটা উপরের মাথাটা খুলে আপনি চাইলে ঝুলিয়ে রাখতে পারেন, ছবিতে যেভাবে আছে এভাবে রাখলে একটা সুইচ অন করলে বড় ফ্যান গুলোর মতো ঘুরে ঘুরে বাতাস দেয়,মাথাটাও উপর নিচ করা যায়।
চার্জের জন্য টাইপ সি এবং টাইপ বি ফিউচার আছে, বক্সের সাথে ক্যাবলও দেওয়া হয়।
আর মেইন যেই বিষয়টা সেটা হলো এর প্ল্যাস্টিকটা খুবই মজবুত,যারা ব্যবহার করছে তারাই বলতে পারবে।
অল্প বাজেটে ফ্যান নিতে চাইলে এটাই পারফেক্ট।
লাগবে কারো?