Solaiman BD

Solaiman BD প্রতিদিনের তাজা মিমস, কার্টুন ভিডিও, রেসিপি, সিরিয়াল, বাংলা নাটক, মুভি পেতে পেজটি লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ

২০০+ প্রিমিয়াম স্কিল কোর্স – এখন নামমাত্র মূল্যে!ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, স্প...
03/07/2025

২০০+ প্রিমিয়াম স্কিল কোর্স – এখন নামমাত্র মূল্যে!

ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, স্পোকেন ইংলিশ, কুরআন লার্নিংসহ আরও ২০০টিরও বেশি প্রিমিয়াম কোর্স পাচ্ছেন মাত্র একবারের মূল্যে!
চলছে ৪০% পর্যন্ত বিশাল ডিসকাউন্ট!
কোর্সগুলো Google Drive ফাইল আকারে পাবেন।

৪০% ছাড়ে ২০০+ স্কিল একসাথে!
শুধু আজকের সুযোগ — মেসেজ না করে স্ক্রল করলে পস্তাবেন!



আপনি যেসব প্রিমিয়াম কোর্স পাচ্ছেন:

Digital Marketing (Complete Course)
Facebook Marketing
YouTube Marketing & Monetization
CPA Marketing (Basic to Advanced)
Affiliate Marketing
SEO (On-Page, Off-Page, Advanced)
Google Ads & Analytics
Freelancing & Outsourcing (Upwork, Fiverr, PPH)
Fiverr Success Guide
Content Writing & Blogging
Email Marketing (with Mailchimp)
LinkedIn Marketing
Graphic Design (Photoshop, Illustrator, CorelDRAW)
Video Editing (Adobe Premiere Pro, Camtasia)
Motion Graphics (After Effects, Creative IT)
2D/3D Animation
App Development (Android & Java)
Web Development (HTML, CSS, JS, PHP, MySQL)
WordPress Theme Development
Complete Web Design & Hosting
Ethical Hacking (Cyber Security Basics)
AutoCAD & Engineering Drawing
Spoken English & Smart English
Microsoft Excel (Advanced & Freelancing Use)
Data Entry Course
Product Description & Copywriting
T-Shirt Design & Vector Bundle
UX/UI Design
Quran Learning & Islamic Courses
Android Mobile Hacking (Advanced Guide)
E-Business & Startup Planning
Java Programming (Basic to Pro)

…এবং আরও অনেক এক্সক্লুসিভ কোর্স


✉️ আজই মেসেজ করুন — সুযোগ সীমিত সময়ের জন্য!

🥭 অফার! অফার! অফার! 🥭কড়া মিষ্টি গার্ডেন ফ্রেশ হিমসাগর আম এখন অবিশ্বাস্য দামে!📢 মাত্র ৯০ টাকা কেজি!একবার খেলেই, ভুলতে পার...
25/05/2025

🥭 অফার! অফার! অফার! 🥭
কড়া মিষ্টি গার্ডেন ফ্রেশ হিমসাগর আম এখন অবিশ্বাস্য দামে!

📢 মাত্র ৯০ টাকা কেজি!
একবার খেলেই, ভুলতে পারবেন না এই স্বাদ!

✅ ১০০% কার্বাইড ও কেমিক্যাল মুক্ত
✅ অরিজিনাল হিমসাগর, শুভ্রাণ ও মিষ্টির গ্যারান্টি
✅ নিজস্ব বাগান থেকে সরাসরি সংগ্রহ করা
✅ খাটি ও অর্গানিক, রাজশাহীর গর্ব

📦 দাম ও ডেলিভারি বিস্তারিত:
🔹 প্রতি কেজি মাত্র ৯০ টাকা
🔹 প্লাস্টিক ক্যারেট চার্জ: ১০০ টাকা
🔹 কুরিয়ার চার্জ: ১৩ টাকা
📏 সাইজ: প্রতি কেজিতে ৪-৫টি মাঝারি থেকে বড় সাইজের আম

💬 “একবার খেলেই বুঝবেন—এই স্বাদ অন্যরকম! খাঁটি মধুর মতো মিষ্টি হিমসাগর।”
⚠️ আম টক হলে মূল্য ফেরত—এটাই আমাদের গ্যারান্টি! #হিমসাগরআম #অর্গানিকআম #কেমিক্যালমুক্ত #ফলেররাজা

"শেষ ট্রেন"স্টেশনের শেষ প্ল্যাটফর্ম। রাত সাড়ে দশটা। ঝিম ধরা কুয়াশা আর কোলাহলহীন এক পরিবেশ।রেললাইনের ধারে বসে আছে এক বৃদ্...
11/04/2025

"শেষ ট্রেন"

স্টেশনের শেষ প্ল্যাটফর্ম। রাত সাড়ে দশটা। ঝিম ধরা কুয়াশা আর কোলাহলহীন এক পরিবেশ।

রেললাইনের ধারে বসে আছে এক বৃদ্ধ—হাতে একগুচ্ছ লাল গোলাপ। ট্রেন আসে, যায়… কিন্তু তিনি নড়েন না।

এক তরুণ এসে জিজ্ঞেস করল,
– “দাদু, এত রাতে এখানে বসে আছেন কেন?”
বৃদ্ধ হেসে বললেন,
– “প্রতিদিন এই সময়টায় আমি ওকে নিতে আসি।”

– “কাকে?”

– “আমার স্ত্রীকে। ষাট বছর আগে, এই স্টেশন থেকেই ওর হাত ধরে প্রথম বাড়ি ফিরেছিলাম। ও বলেছিল, ‘যদি কখনো আমাকে খুঁজে না পাও, এই প্ল্যাটফর্মে চলে এসো। আমি অপেক্ষা করবো।’”

– “আর আপনি এখনও আসেন?”

বৃদ্ধার চোখে জল।
– “পঁচিশ বছর হয়ে গেছে ও নেই। তবুও… প্রতিদিন আমি আসি। হয়তো কোনো একদিন, ও সত্যিই এসে বলবে—‘তুমি ঠিক এসেছো, আমি এখনও অপেক্ষা করছিলাম।’”

"ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে—অপেক্ষা করা, যতদিন লাগে... যত যন্ত্রনাই হোক।
ভালোবাসা কখনো পুরনো হয় না। শেষ ট্রেনের মত, সে একদিন ঠিক আসে।"

#ভালোবাসারগল্প #সত্যিকারেরভালোবাসা #অপেক্ষারগল্প #বাংলারগল্প #হৃদয়ছোঁয়া

30/03/2025

আসসালামু আলাইকুম
সবাইকে ঈদ মুবারাক 🌙

কাদের প্রিয় খাবার
26/03/2025

কাদের প্রিয় খাবার

টুনা আর টুনি দুই ভাই-বোন। টুনা বড় ভাই, আর টুনি ছোট বোন। ওরা দু’জন খুব দুষ্টু, কিন্তু মজার ব্যাপার হলো, ওরা সব দুষ্টামি ...
22/03/2025

টুনা আর টুনি দুই ভাই-বোন। টুনা বড় ভাই, আর টুনি ছোট বোন। ওরা দু’জন খুব দুষ্টু, কিন্তু মজার ব্যাপার হলো, ওরা সব দুষ্টামি একসাথে করে!

একদিন সকালে মা-বাবা বললেন—
মা: "আজ বিকেলে একটা পার্টি আছে, তোমরা ভালোভাবে থেকো, আমরা একটু বাজার করে আসছি।"
বাবা: "কোনো দুষ্টামি কোরো না, বুঝেছো?"

টুনা আর টুনি একসাথে মাথা নেড়ে বলল, "জ্বী বাবা!"

মা-বাবা বের হতেই টুনা বলল, "টুনি, চল একটা গোপন পরিকল্পনা করি!"
টুনি চোখ বড় বড় করে বলল, "কী পরিকল্পনা?"

টুনা: "আজ আমরা রান্না করব!"
টুনি: "কী? আমরা রান্না? মা তো রান্নাঘরে ঢুকতে দেয় না!"
টুনা: "কিন্তু আজ মা-বাবা নেই, আমরা মজা করে রান্না করব!"

দু'জনই দারুণ উত্তেজিত হয়ে রান্নাঘরে ঢুকল। টুনা চাল আনতে গেল, টুনি ডিম ভাঙতে শুরু করল। কিন্তু হঠাৎ!

টুনা: "ওরে বাবা! চুলায় ধোঁয়া বের হচ্ছে!"
টুনি: "দাদা, এটা তো পুড়ে যাচ্ছে!"

ওরা ভয় পেয়ে দরজা-জানালা খুলে দিল। ঠিক তখনই মা-বাবা ফিরে এলেন। রান্নাঘরে ধোঁয়া দেখে মা চিৎকার করলেন—
মা: "তোমরা কি করছো?"

টুনা বলল, "মা, আমরা শুধু তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম!"
মা হাসতে হাসতে বললেন, "সারপ্রাইজ তো দিয়েছো, কিন্তু এটা ভয়ংকর সারপ্রাইজ!"

বাবা বললেন, "রান্না করতে শেখা ভালো, কিন্তু সেটা বড়দের সাহায্য ছাড়া নয়। তোমরা যদি আগুন লাগিয়ে ফেলতে?"

টুনা আর টুনি একসাথে মাথা নিচু করে বলল, "সরি, বাবা-মা! আমরা আর কখনো তোমাদের না জানিয়ে রান্না করব না!"

এরপর মা ওদের নিয়ে একসাথে রান্না করলেন। টুনা আর টুনি বুঝল— দুষ্টুমি না করে, শেখার মধ্যে আনন্দ বেশি!

21/03/2025

"তুমি যার সাথে আচরণ করো, সদা উত্তম আচরণ করো।" — (তিরমিজি)

21/03/2025

"সময় ও সুযোগ দুটোই সীমিত, তাই যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাও!"

21/03/2025

স্বপ্ন দেখায় যথেষ্ট নয় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।"

20/03/2025

মানুষ যখন কাউকে খুব বেশি ভালোবাসে তখন তাকে পাওয়া হয়না, হয়ত সে হারিয়ে যায়, অথবা অন্য কারো হয়ে যায়

অসহায় মেয়েটির স্বপ্নঝুমুর ছিল এক দরিদ্র পরিবারের মেয়ে। ছোট্ট একটা কুঁড়েঘরে মা আর ছোট ভাইয়ের সাথে তার দিন কাটত। বাবা কয়েক...
12/03/2025

অসহায় মেয়েটির স্বপ্ন

ঝুমুর ছিল এক দরিদ্র পরিবারের মেয়ে। ছোট্ট একটা কুঁড়েঘরে মা আর ছোট ভাইয়ের সাথে তার দিন কাটত। বাবা কয়েক বছর আগে মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে তার মায়ের ওপর। কিন্তু দারিদ্র্যের সাথে লড়াই করে বেঁচে থাকা যে কত কঠিন, তা ঝুমুর খুব ভালোভাবেই বুঝতে শিখেছে।

স্কুলে যেতে খুব ইচ্ছে করত ঝুমুরের, কিন্তু অভাবের কারণে সে পড়াশোনা ছেড়ে বাসাবাড়িতে কাজ নেয়। সকাল থেকে রাত পর্যন্ত অন্যের ঘর পরিষ্কার করা, বাসন মাজা, রান্নার সাহায্য করা—এসবই ছিল তার নিত্যদিনের কাজ। তবুও, তার মন ভরতো না।

একদিন, সে যে বাসায় কাজ করত, সেই বাড়ির ছোট্ট মেয়েটি স্কুল থেকে ফিরে বই খুলে পড়তে লাগল। ঝুমুর কাজের ফাঁকে ফাঁকে তাকিয়ে দেখছিল। মেয়েটির মা বুঝতে পেরে তাকে জিজ্ঞেস করলেন, "তোমার স্কুলে যেতে ইচ্ছে করে?"

ঝুমুর মাথা নিচু করে বলল, "খুব ইচ্ছে করে, কিন্তু মা বলেছে—পড়াশোনা করলে খাব কি করে?"

সে মহিলা মৃদু হেসে বললেন, "তুমি যদি সত্যি পড়তে চাও, আমি তোমাকে সাহায্য করব!"

সেদিন থেকেই ঝুমুরের নতুন জীবন শুরু হয়। কাজের ফাঁকে সে পড়াশোনা করতে লাগল। ধীরে ধীরে সে পড়াশোনায় ভালো হয়ে উঠল, পরীক্ষায় ভালো ফল করল। বছর দশেক পর, সে নিজের গ্রামের শিশুদের পড়ানোর জন্য একটি ছোট স্কুল খুলল—যেখানে কোনো গরিব বাচ্চাকে আর না খেয়ে পড়াশোনা ছাড়তে হতো না।

ঝুমুর প্রমাণ করল, দারিদ্র্য কোনো বাধা নয়, যদি কারও ইচ্ছাশক্তি আর সাহায্য করার জন্য কিছু ভালো মানুষ থাকে।

স্বপ্ন কখনো হারিয়ে যেতে দেয় না, শুধু একটু সুযোগের অপেক্ষা করে!

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Solaiman BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share